999+ জীবন নিয়ে ক্যাপশন বাংলা 2025

জীবন নিয়ে ক্যাপশন

জীবন নিয়ে গল্প লিখা অনেক সহজ
কিন্তু গল্পের মতো জীবন সাজানো বড় কঠিন

এই দুনিয়ায় –
দুঃখের দিনে কেউ তোমাকে সুখী হতে দিবে না
আর সুখের দিনে কেউ সুখে থাকতে দিবে না।

স্বার্থপর হয়ে
সারা জীবন সুখে
থাকার চেয়ে
নিঃস্বার্থহীন হয়ে
সারা জীবন কষ্ট
পাওয়া অনেক ভালো।

জীবনটাকে দগ্ধ করে অবিশ্বাসের বিষ
ভালোবাসা খুঁজে বেড়ায় সবাই অহর্নিশ।

জীবটাকে ফুলের মতো সাজাও
যেন সকলের নিঃস্বার্থে ভালোবাসে।

জীবন সুন্দর
তবে তাকে সাজিয়ে নিতে হয়।

প্রতিটি মানুষের জীবন যুদ্ধে নিজেকে লড়ে যেতে হয়,
অন্য কেউ লড়ে না।

জীবনটা ঠিক মোমেম মতো
আলো দেয়ার জন্য প্রথমে নিজেকে পুড়তে হয়।

জীবনের প্রতিটি মোড়কে রয়েছে চড়ম বাঁধা-বিপত্তি
সেগুলোকে সঙ্গী করে ছুটে চলাই সফলতার চাবিকাঠি

জীবন নিয়ে স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না কিন্তু
পরিশ্রম ছাড়া স্বপ্নকে সফল করা যায় না।

Animated Group Join Buttons

Leave a Comment