“বেইমান” শব্দটি অতীব সিম্পল মনেহলেও, খুবই ভয়ঙ্কর অর্থ বহন করে এটি। প্রকাশ্য শত্রুর চেয়েও কাছের বেইমান অত্যন্ত ভয়ংকর। বেইমান বলতে ওই বিশ্বস্ত মানুষকে বোঝায় যে বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে। তবে কিছু কিছু সময় ভুল বোঝাবুঝির কারণেও হতে পারে, সেটি ভিন্ন ব্যাপার। তুমি এই মুহূর্তে যেহেতু বেইমান মানুষ নিয়ে উক্তি, স্ট্যাটাস লিখে গুগলে সার্চ করেছো এর মানে তুমিও এর ভুক্তভোগী তাই তো?
যদি তাই হয়ে থাকে এই আর্টিকেলটি তোমার জন্য যথার্থ, কারণ এই আর্টিকেলে ৪৮টি+ বেইমান মানুষ, বন্ধু ও নারী নিয়ে উক্তি, স্ট্যাটাস রচনা করা হয়েছে, যা তোমার মন কেড়ে নিতে বাধ্য করবে ১০০%। তাই আর্টিকেলটি শেষ অব্দি কন্টিনিউ করো।
বেইমান মানুষ নিয়ে উক্তি
আর্টিকেলটির ক্যাপশনগুলো রচনা করেছে মোঃ সাবিত আহমেদ এবং ইউসুফ খন্দকার, উভয়েই কাব্যশৈল্পের অত্যন্ত প্রবীণ লেখক। এই ওয়েবে ইতিপূর্বেও চমৎকার কিছু প্রতিবেদন পাবলিস্ট হয়েছে তন্মধ্যে বুক ফাটা- কষ্টের স্ট্যাটাস, একাকিত্ব ও অভিযোগ-অভিমান নিয়ে উক্তি ও স্ট্যাটাস প্রতিবেদন গুলো অন্যতম। যাই হোক এবার চলো তাদের রচয়িত আজকের টপিক (বেইমান নিয়ে উক্তি) গুলো দেখি নেই।
বেইমান কখনো ভালোবাসে না
পুরোটাই থাকে অভিনয়∙─❞
আমি তার বেইমানির রূপ
আজও বুঝতে পারনি∙─❞
কখনো সঙ্গ ছাড়া থাকিনি
তাই তো এক বিশ্বাসঘাতকে
সঙ্গে নিয়েও জীবন চালাচ্ছি∙─❞
তোমার অপরূপ হৃদয়ে বেইমানির ছাপ
আমায় বারবার বিস্মিত করে∙─❞
সে আমার সাথে বেইমানি করেছে
অথচ কথা দিয়েছিল চিরকাল থাকবে—ღ
ভালোবাসায় জালিয়ে আগুন
সে রূপ নিয়েছে বেইমানের—ღ
অভিনব কৌশলে
সে আমার বিশ্বাস ভেঙেছে—ღ
প্রিয়সী আমার ভালোবাসা কেড়ে নিয়ে
দিয়েছে বিশ্বাসঘাতকতার আঘাত—ღ
কখনো বিশ্বাসঘাতকে মন দিয়ো না
সে তোমায় ভাসিয়ে দিবে কান্নার নদীতে—ღ
বেইমান নিয়ে উক্তি
উপর উল্লেখ্য ক্যাপশন গুলো পড়ে হয়তো এই আর্টিকেলের ক্যাপশন সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছো, সুতরাং পুরো আর্টিকেল জুড়ে এরকম অসাধারণ facebook স্ট্যাটাস বেইমান পেতে আমাদের সাথেই থাকো।
তুমি ভালোবেসে বুকে গাথলে বেইমানির ছুরি!!━❞
তোমায় কৃতজ্ঞতা জানাই
আমায় বিশ্বাসঘাতক চিনানোর জন্য!!━❞
যে চিরকাল থাকার নামে বেইমানি করে
সে অন্তত মানুষ না!!━❞
আমার মতো একজন সুবোধ মানুষকে কেন
বেইমানির জন্য বেছে নিলে?
হারিয়ে গিয়ে একটা চিহ্ন রেখে গেলে
যা ভুলার নয় চিরকাল!!━❞
যদি আমি আবার জীবন ফিরে পাই
তবে তুমি হবে আমার দেখা ঘৃণিত বেইমান!!━❞
যে মন নিয়ে খেলা করতে সুখ পায়
সে-ই বেইমান!!━❞
হৃদইয়ের সবটুকু দিয়েছিলাম তোমায়
তবুও আমার সাথে বেইমানি করলে!!━❞
যে হৃদয়ে নেই ভিন্ন হৃদয়ের প্রতি দরদ
সে বিশ্বাস ভাঙতে করবেনা সামন্যতম চিন্তা!!━❞
তারপরও সে আমার
বিশ্বাস ভেঙে তৃপ্তি পেয়েছে!!━❞
বেইমান বন্ধু নিয়ে উক্তি
জীবন চলার পথে বেইমানের দেখা হয় বারংবার, তবে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয় তখনই যখন বিশ্বাসঘাতক হয় কোন বিশ্বস্ত বন্ধু তাই না? হবেই না বা কেন? একজন বন্ধুকে তো আমরা নিজের পরিবারের মতোই মনে করি, জীবনের সবটুকু সিক্রেট শেয়ার করে থাকি। আর সেই বন্ধু যদি বিশ্বাসঘাতকতা করে সেটা তো আর মেনে নেওয়ার মত নয়। আচ্ছা চলো এবার চলো উভয়ের লিখা বেইমান বন্ধু নিয়ে উক্তি, স্ট্যাটাস গুলো পড়ে দেখি।
বিশ্বাসঘাতকদের বন্ধু বানানো আর
পাখির পাখায় উড়াল দেয়া একই!━✿
বেইমান বন্ধুর চেয়ে পরম শুত্রু ভালো!━✿
যে বিশ্বাস নিয়ে খেলা করে
সেই বিশ্বাসঘাতক!━✿
অতঃপর সে আময়
তার আসল রূপ দেখিয়ে ছেড়ে গেছে!━✿
বেইমান হয়েও সে পরে ছিলে
ভালোর মুখোস!━✿
তোর বেইমানি রূপ
আর কেউ না দেখোক!━✿
সে এসেছিল আমায় বেইমানের সংঙ্গা শেখাতে!━✿
বন্ধু তোমার করা বেইমানি
আমার ভাবনার শেষ প্রান্তেও ছিলো না
কেন করলে এমনটা!!━❞
হয়তো আমি ছিলাম ভুল মানুষ
তাইতো বন্ধু
এমন বেইমানিটা করতে পারলো!!─●
আমি তোমাকে আমার আত্মা ভাবতাম
আর তুমি সেই বন্ধু
আমার সাথে বেইমানি করলে!!━❞
যতটা খারাপ হলে মানুষ
মানুষের সাথে বেইমানি করে
তুমি আমার বন্ধু হয়েও
তার চেয়ে জগন্নভাবে
আমার সাথে বেইমানি করেছো!!━❞
তোমার বেইমানি আমি
ঠিকই ধরতে পারি বন্ধু!!─●
শুধু তোমার সাথে আমার
সম্পর্ক নষ্ট হবে বলে কিছুই বলছিনা!!━❞
বেইমান বন্ধু নিয়ে স্ট্যাটাস
বন্ধু আমি হয়তো
আল্লাহর অলি নাও হতে পারি
তবে তোমার মত
বেইমানি করে জীবন ক্ষয় করতে চাইনা!!━❞
বেইমানকে কখনো বন্ধু বানিওনা
কারণ সে তার সার্থের জন্য তোমার!!─●
পুরো জীবন ধ্বংস করে দিতে পারবে
বেইমানি করে!!━❞
তোমার বেইমানির কারণে আমি আজো কাঁদি বন্ধু,
অথচ তুমি হেসে হেসে দিন কাটাচ্ছ!!━❞
ভাবা মুশকিল বন্ধু
যেটা তুমি করলে!!─●
তবে বার বার ভাবনায় পরে তোমার বেইমানির কথা!!━❞
বেইমানিতো অনেক বার করেছো বন্ধু,
কিছুই মনে করিনি
তবে এবারটা মনে হচ্ছে অতিরিক্ত করে পেলেছো!!━❞
আমি যদিও তোমার মাঝে ইমান দেখেছি বন্ধু
তবে গোপনে তুমি রেখেছো বেইমান
যা আজ প্রকাশ পেলাম!!━❞
সাদা সাদা কথা বলে যে এত বেইমানি করবে,
বন্ধু, তা আমার কল্পনার বাহিরে ছিল!!━❞
পৃথিবীর সব লোককেই ভুলে যেতে পারি!!─●
তোমার মতন বেইমান বন্ধুকে
কখনোই ভুলার মত নয়!!━❞
ভালো হয়েছে যে
তোমার সাথে পরিচয় হয়ে বন্ধু!!─●
না হয় আমি বুঝতামই না
বেইমান যে কতটা ভয়াবহভাবে
বেইমানি করতে পারে!!━❞
বন্ধু তুমি যতবার বেইমানি করেছো,
আমি তোমার সেই বেইমানিকে!!─●
ততবার প্রধান্য না দিয়ে ভালোবেসে যাচ্ছি
দয়া করে অনতত আর বেইমানি করিওনা!!━❞
বেইমান বন্ধু থাকার চাইতে,
বন্ধু হীন জীবন অনেক অনেক ভালো!!━❞
বন্ধু তোমার বেইমানি করা মানে
আমার বিশ্বাসটা ভেঙে চুরমার হয়ে যাওয়া!!━❞
তুমি যদি কালো হতে
তাতে আমার সমস্যা হতোনা!!─●
কিন্তু বন্ধু
আমি যখন জানতে পারলাম তুমি বেইমান
তাই এখন
তোমাকে নিয়ে আমার সমস্যা শুরু!!━❞
আমি শত বছর একা থাকলেও
তোমার মত বেইমান বন্ধুকে পাশে চাইবো না!!━❞
জীবনে আসুক একটা বন্ধু,
হোক সে কালো
বা চেহেরা খারাপ
তবে বেইমান যেন না হয়!!━❞
বেইমান বন্ধুর বেইমানির কথা মনে পড়লে যেন
কলিজা চিরে যায়!!━❞
বেইমান বন্ধু থেকে দূরে সরে যাওয়ার পর
তাকে নিয়ে আর ভাবতে যেওনা
কারণ যত ভাববে তত কষ্ট বাড়বে!!━❞
তোমার বিশ্বাসী বন্ধু যদি
একবার বেইমানি করে ফেলে
তবে তাকে আর বিশ্বাস করতে যেওনা!!─●
ও তোমার বারবার যে ঠকাবে না
তার কোনো ঠিক নাই!!━❞
তুমি আমার সেই বড় বিশ্বাসী বন্ধু ছিলে
কিন্তু বেইমানি করার কারণে
এখন আর আমি তোমাকে চিনিনা!!━❞
ইচছা করে যে বন্ধু বেইমানি করবে,
পরে হাজার বার ছরি বললেও
সেই ছরি বলার কোনো মূল্য নেই!!━❞
মাপ তো সেই বন্ধুকেই করা যায়,
যে বন্ধু ভুল করে মনের অজান্তেই
বেইমানি করে পেলে!!━❞
তুমিতো আমার সেই বেইমান বন্ধু,
যে আমাকে ঠকানোর পরও
বিশ্বাস করতে করতে জীবন শেষ করে ফেললাম!!━❞
বেইমান নারী নিয়ে উক্তি
যখন কোন পুরুষের
সখের নারীটি বেইমানি করে!!─●
তখন তার আর চাওয়ার
কিছুই থাকে না!━✿
নারী তুমি কখনো করিওনা বেইমানি
তুমি একজনের জন্য
অনেক ভালো নারীর হয় সম্মান হানি!━✿
আমি সেই নারীকে ঘৃণা করি
যে নারীর বেইমানির কারণে
হাজারো নারীর বদনাম হয়!━✿
নারী সহজে বেইমানি করে না
আর যদি বেইমানি করে থাকে
তবে সেটা খুব ভয়ংকর ভাবে করে!━✿
নারী মানে সব তুলসি পাতা নয়
কিছু নিম পাতাও আছে
তাই বেইমানি করতেই পারে!━✿
বেইমান নারী কখনো তুমার সততা খুজবে না
তারা তাদের আবেগ নিয়া চলে
বিবেককে পেলে রাখে ময়লার জুরিতে!━✿
শেষ চিঠি
আমাদের টিম যথাযথ চেষ্টা করেছে তোমাদেরকে সবচেয়ে সেরা বেইমান মানুষ নিয়ে উক্তি, স্ট্যাটাস উপহার দিতে। আই হোপ আয়োজনটি তোমাদেরও পছন্দ হয়েছে। কিন্তু আমরা বুঝবো কি করে সত্যিই যে তোমাদের পছন্দ হয়েছে? এর জন্য একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও কেমন হলো আমাদের আজকের আয়োজন, আর হ্যাঁ সাথে তোমার বেইমান মানুষের সম্পর্কেও দুই লাইন লিখতে ভুলবে না কিন্তু।
প্রতিনিয়ত এরকম ফেসবুক বায়ো – স্ট্যাটাস – ক্যাপশন পেতে আমাদের ওয়েব কে বুক মার্ক করে রাখো।