মানসিক শান্তি নিয়ে উক্তি
মানুষ মানসিক শান্তির জন্যই বিলিয়ে দেয় জীবন
তবুও কি সবাই সুখ খুঁজে পায়?
আমি শত দুঃখের মাঝেও
তোমার কাছে মানসিক শান্তি খুঁজে পাই।
আমারও একটা
মানসিক শান্তির পাওয়া স্থল হোক।
আমি তোমায়
মানসিক শান্তি পাওয়ার করে ভালোবাসি।
আমার মনসিক শান্তির একমাত্র জায়গায়
তোমার বুক।
আমিও চেয়েছি মানসিক শান্তি
পেয়েছে তোমায়।
আমি কেবল মানসিক শান্তি পাই
প্রকৃতির আলিঙ্গনে
তোমার একটি আলিঙ্গন
আমায় মানসিক শান্তি দেয় বহুকাল।
আমার মানসিক শান্তির জায়গা হোক
প্রিয়সীর বুক।
আমি কেবল মানসিক শান্তির তরে
জীবন সিংহভাগ সময় ব্যায় করেছি
তবুও তার দেখা মিলেনি
আমি পৃথিবীর বহু প্রান্তে খুঁজেছি মানসিক শান্তি
কিন্তু কেবল তোমার বুকেই পেয়েছি তার পরশ।
মানসিক শান্তির নেশায় আমি
পৃথিবী জুড়ে ঘুরে বেড়াই।
যে যেখানে মানসিক শান্তি পায়
সে সেখানেই সুখী
●──বেস্ট প্রপোজ মেসেজ – 100% কার্যকরী
মানসিক শান্তি নিয়ে স্ট্যাটাস
আমি চেয়েছিলাম তোমার কাছে মানসিক শান্তি
পেয়েছি তোমার ছলনা।
মানসিক শান্তির কারন আমি
আজও খুঁজে পাইনি।
একটু মানসিক শান্তির অভাবে
আমি আজ বড় রোগী।
আমার অসুখের ঔষধ
একটুখানি মানসিক শান্তি।
আমি মানসিক শান্তি খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত
ঠিক তখন তুমি হাত বাড়িয়ে কেড়ে নিয়েছো আমায়।
আমি মানসিক শান্তি চাই চিরকাল
তাই তোমায় সঙ্গ চাই আজীবন।
কখনো মানসিক শান্তির অভাব হলে
আমি তোমার বুকে মাথা রাখতে চাই।
●──মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ
●──উপহার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা মেসেজ ও স্ট্যাটাস
একটুখানি
মানসিক শান্তি পেলে আমিও হবো সুখী মানুষ।
আমি প্রতিবার তোমার কাছেই
মানসিক শান্তি খুঁজে পাই।
আমি মানসিক শান্তির তরে
জীবন বিলিয়ে দিয়েছি।
যে যার মানসিক শান্তির কারন
তার কাছেই তার আশ্রয় হোক
যার কাছে মানসিক শান্তি
সে আমায় রাখতে চায় না চিরদিন।