বন্ধু এক অপূর্ব বন্ধনের নাম, যারা সুখে-দুখে সবসময় তোমার পাশে ছিল এবং থাকবে, যেন একই উদরে জন্ম নেওয়া আপন ভাই। তুমি কি জানো? প্রতিটা বন্ধুর পরিবারে তুমিই দুনিয়ার সবচেয়ে ভালো ব্যক্তি। সেই স্পেশালি কলিজার বন্ধুদেরকে নিয়েই আজকের আয়োজন।
লক্ষ্য করে দেখবে অনেকেই বন্ধুদের সাথে কাটানো সময় কিংবা best friend বন্ধুত্ব নিয়ে ক্যাপশন, বন্ধু নিয়ে স্ট্যাটাস বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেয়। যেমনটি একসাথে বৃষ্টিতে ভেজা ভ্রমণ, ঈদ উদযাপন, ইসলামিক আরো কত কি।
ঠিক তুমিও যদি বন্ধুদের নিয়ে স্ট্যাটাস দেয়ার জন্য ভালো একটি ক্যাপশন খুঁজে থাকো এই আর্টিকেলটি তোমার জন্য জন্য যথার্থ। কারণ এখানে আমি কলিজার বন্ধু নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস বাংলা সুখেরও কষ্টের, ছবি- ছেলে ও মেয়ের রচনা করেছি।
তুমি হয়তো জানো হাজারো ভালো বন্ধুর সাথে দুনিয়ায় রয়েছে হাজারো স্বার্থপর বেইমান বন্ধু, তাই সে কথা মাথায় রেখে বেইমান , খারাপ ও স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন দিতে ভুল করিনি। তাই সম্পূর্ণ আর্টিকেলটি শেষ অব্দি কন্টিনিউ করো।
জীবনে সত্যিকারের বন্ধু পাওয়া সবচেয়ে বড় সৌভাগ্য।
– লিও টলস্টয়
বন্ধুদের সঙ্গে যেকোনো বিপদ,
একসাথে কাটানো যায়।
– জে.কে. রাউলিং
বন্ধুত্ব হল সেই সোনালী সম্পর্ক, যা কোনো কিছু দিয়ে কেনা যায় না,
শুধু বিশ্বাস আর ভালোবাসা দিয়ে অর্জিত হয়।
– মার্ক টোয়েন
যারা তোমাকে সত্যিকারের বন্ধু মনে করে,
তাদের চোখের মধ্যে তুমি সবসময় একটি আলাদা স্থান পাবে।
– অ্যালবার্ট আইনস্টাইন
বন্ধু তোমার জীবনের সবচেয়ে বড় উপহার,
তাদের কখনও হারানো চলবে না।
– এমিলি ডিকিনসন
বন্ধু নিয়ে স্ট্যাটাস
প্রথমত যেই ক্যাপশন গুলো প্রদান করেছি এগুলো তোমার প্রাণপ্রিয় কলিজার ছেলে কিংবা মেয়ে উভয় বন্ধুদের জন্য প্রযোজ্য। যেসব বন্ধু তোমার পথচলাকে সহজ করে দেয়। সুখে-দুখে সবসময় তোমার পাশে থাকার চেষ্টা করে। বাহানা অজুহাত কম দেখায়। নিজের স্বার্থ ভুলে তোমাকে প্রায়োরিটি দেয়। তাহলে চলো ক্যাপশনগুলো পড়ে দেখা যাক।
আর হ্যাঁ বলে রাখা ভালো এই আর্টিকেল এর সমস্ত ক্রেডিট মোঃ রিয়াদ ভাইয়ের🌻। ইতিপূর্বেও রিয়াদ তোমাদের উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু ও ইমোশনাল কষ্টের স্ট্যাটাস এর মত চমৎকার আর্টিকেল তোমাদের জন্য পাবলিস্ট করেছে।
বিশ্বের সবচেয়ে ভালো সম্পর্ক হল বন্ধুত্ব,
যেখানে কোনো কৃতজ্ঞতা, কোনো দায়িত্ব নেই, কেবল ভালোবাসা আর বিশ্বাস থাকে।
– আব্রাহাম লিংকন
বন্ধুত্বের আসল অর্থ হলো, একে অপরকে ভালোবাসা এবং প্রয়োজনে একে অপরের পাশে থাকা।
– হার্পার লি
একজন প্রকৃত বন্ধু হল সেই, যে তোমার ভেতরের সবচেয়ে খারাপ দিকও জানে, তারপরও তোমাকে ভালোবাসে।
– রালফ ওয়াল্ডো এমারসন
বন্ধুত্ব হল ঐশ্বরিক সম্পর্ক, যেখানে কোনো প্রাপ্তি বা হারানোর চিন্তা থাকে না, কেবল একে অপরের পাশে থাকার আকাঙ্ক্ষা থাকে।
– হেনরি ডেভিড থোরো
বন্ধুত্ব মানে শুধু হাসি-আনন্দ নয়,
একে অপরের কষ্টে সহানুভূতির হাত বাড়ানোও।
– মার্কাস টুলিউস সিরো
একজন বন্ধু সেই, যে তোমাকে নিজের মতো হতে দেয়।
– ওশো
বন্ধু তো সেই,
যে তোমার ভুল বুঝতে পেরে তোমাকে সোজা পথে ফেরায়।
– প্লেটো
প্রকৃত বন্ধু কখনও তোমার খারাপ সময়ে তোমাকে একা ফেলে চলে না।
– জেমস ডেল
বন্ধুত্ব হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন,
যা কোনো মূল্য দিয়েও কেনা যায় না।
– রালফ ওয়াল্ডো এমারসন
বন্ধুতা একটি পবিত্র সম্পর্ক,
যেখানে কোনো শর্ত থাকে না।
– চার্লস ডিকেন্স
🌸༅༎•
─ বন্ধুত্ব༎༅༎ নিয়ে༎༅༎ কোনো༎༅༎ ক্যাপশন༎༅༎ হয়না༎༅༎
বন্ধুরা༎༅༎ সারাক্ষণ༎༅༎ ক্যাপশন༎༅༎ হয়ে༎༅༎ থাকে ︵❝།།
●───বন্ধু নামটি༎༅༎ ছোট༎༅༎ কিন্তু এর মাঝে༎༅༎ লুকিয়ে আছে༎༅༎ হাজারো༎༅༎ কিছু।●══❥𝄞
🌸༅༎•─ বন্ধু༎༅༎ তো তারাই༎༅༎ যারা সুখ-দুখ༎༅༎ সব সময়༎༅༎ আপনার সঙ্গ༎༅༎ দেবে༎༅༎─༅༎•🌺
🌻───এমন༊༎ অনেক༊༎ কথা༊༎ আছে༊༎ জীবনে
যা কেবল༊༎ বন্ধুর সাথেই༊༎ শেয়ার করা যায়༊༎
অন্য কারো༊༎ সাথে শেয়ার༊༎ করা যায় না༊༎───🌻
🥀───প্রতিটা༊༎ মানুষের༊༎ এমন কিছু বন্ধু থাকে༊༎
যারা নিজের༊༎ পেটের༊༎ কথাও༊༎ জানে༊༎───🌺
🌸༅༎•─ কিছু༊༎ কথা༊༎ পেটে༊༎ জন্ম হয়༊༎ বোধ হয়༊༎
শুধু༊༎ মাত্র বন্ধুদেরকেই༊༎ জানাতে༊༎─༅༎•🌺
🌻───মনের|| মত|| হবে না|| সব বন্ধুরা,
কিন্তু|| যে আছে|| তাকে|| বানিয়ে|| নিতে হবে||
নিজের|| মনের মত||───🌺┇┇┇┇♥️
┇┇┇💚
┇┇💙
┇💛
❤️
✨༊᭄●═══❥একজন༊༎ ভালো༊༎ বিশ্বস্ত༊༎ প্রকৃত༊༎ বন্ধু থাকা༊༎ মানে,
পৃথিবীর༊༎ বুকে খুঁজে আপন༊༎ আরেকজন༊༎ মানুষ পাওয়া༊༎──۵㋛︎༊༎༊༎
🌻───মনের༊༎ মত বন্ধু༊༎ হলে༊༎
হাজারো༊༎ বন্ধুর༊༎ প্রয়োজন༊༎ নেই༊༎
একজন༊༎ হলেই চলে༊༎😐😂🥱
🌼───বন্ধুর¡¡¡.. পথ চলা কে¡¡¡.. যদি¡¡¡.. অনুসরণ¡¡¡.. করতে চান¡¡¡..
তাহলে¡¡¡.. ন্যায় সত্য¡¡¡.. কোন বন্ধু¡¡¡.. খুঁজে নিন¡¡¡..───🌺
●───বন্ধু মানে¡¡..পাশে থাকা¡¡.. ছেড়ে দেওয়া নয়¡¡..
বন্ধু মানে¡¡.. সহযোগিতার¡¡.. হাত বাড়ানো¡¡..কথায় কথায়¡¡.. খোটা দেওয়া নয়¡¡..
বন্ধু মানে¡¡.. সারা জীবন¡¡.. পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া¡¡..সুযোগ খোঁজে ছেড়ে দেওয়া নয়ღ࿐ɭɭɭɭღ༎۵🦋
🩷❈┉┄ বললেই|| তো আর|| বন্ধু হয় না||
প্রকৃত বন্ধু|| আর|| কজনের হয়❔❔— ღ۵
❥═══ প্রকৃতির༊༎ সুন্দর আরেকটা༊༎ সম্পর্কের༊༎ নাম বন্ধুত্ব༊༎
তাই বন্ধুকে༊༎ অবহেলা༊༎ করতে নাই༊༎─༅༎•🌻
🌼─১জন༎༅༎ বন্ধুই༎༅༎ যতেষ্ট༎༅༎
যদি༎༅༎ বন্ধুটি༎༅༎ মনের মত༎༅༎ হয়─🌻
🌼───পৃথিবীর༎༅༎ সবকিছু༎༅༎ হারিয়ে༎༅༎ গেলেও༎༅༎
সত্যিকারের༎༅༎ বন্ধুত্ব কখনো༎༅༎ হারায় না༎༅༎●══❥𝄞
🌸༅༎•─ বেস্টফ্রেন্ড─༅༎•🌺
বন্ধু নিয়ে স্ট্যাটাস ক্যাপশন
অনেককেই দেখা যায় বন্ধুদের নিয়ে ফেসবুকে একটি ক্যাপশন দেয়ার জন্য ভালো মানের স্ট্যাটাস খুজে থাকো। নিম্নের ক্যাপশনগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ অত্যন্ত যত্ন সহকারে ক্যাপশন গুলো বানানো হয়েছে। তাই একটু খেয়াল করে পড়ো ইনশাল্লাহ ভালো কিছু পাবে। আর কি ধরনের ক্যাপশন পেতে চাও সেটাও কমেন্ট করতে ভুলবেনা।
🌸༅༎•─ সারা জীবন|| সঙ্গ দিবে|| অনেকেই|| বলে||
কিন্তু|| শেষমেষ|| যে রয়ে যায়|| সেই প্রকৃত বন্ধু||──۵㋛︎༊༎༊༎
●─── অপূর্ণ|| জীবন|| তো তার||
যার|| জীবনে|| একজন|| বিশ্বস্ত|| বন্ধু|| নেই||──✨༊᭄●
🩷❈┉┄কোন|| সংজ্ঞা|| দিয়ে|| বন্ধুত্ব প্রতিষ্ঠিত|| নয়||
এটির|| সংজ্ঞা|| কেবল|| হৃদয়ের|| ভালোবাসা||─༅༎•🌻
🌸༅༎•─ সুখে-দুখে|| গলা জড়িয়ে ধরে|| যদি সমস্ত|| দুর্দশা|| ভুলে না|| যাওয়া|| যায়||
সেটা|| কেমন|| বন্ধুত্ব❔❔ღ࿐ɭɭɭɭღ༎۵🦋
:)>──কিছু কিছু༎༅༎ বন্ধুত্ব শুধু༎༅༎ বেস্ট ফ্রেন্ড༎༅༎ এর মধ্যে༎༅༎ সীমাবদ্ধ নয়༎༅༎
যেন༎༅༎ একই উদরে༎༅༎ জন্ম নেওয়া༎༅༎ আপন ভাই༎༅༎●══❥𝄞
❥═══বন্ধুত্বের༎༅༎ তুলনা༎༅༎ কিছুটা গোলাকারের༎༅༎ মত༎༅༎ দেয়া যেতে পারে༎༅༎
যার༎༅༎ শুরু ও শেষ༎༅༎ কিছুই নেই༎༅༎───🌺
🌸༅༎•─প্রকৃত বন্ধু༎༅༎ চেনার উপায়༎༅༎ কি জানো༎༅༎❔❔
যাকে༎༅༎ রাত ৩ টার༎༅༎ সময়༎༅༎ ফোন করলেও༎༅༎ সে বিরক্ত হবে না༎༅༎
বরং বলবে༎༅༎ কি হলো রে❔❔──۵㋛︎༊༎༊༎
-🩷❈┉┄বেস্ট ফ্রেন্ডকে༎༅༎ অন্য কারোর༎༅༎ হয়ে যেতে༎༅༎ দেখার মত কষ্ট༎༅༎
বোধ༎༅༎ হয় আর কিছুই༎༅༎ নেই༎༅༎ __❝
●══❥জীবনে༎༅༎ বেশি বন্ধু༎༅༎ প্রয়োজন নাই༎༅༎
একজনেই༎༅༎ যতেষ্ট༎༅༎
যদি বন্ধু টা༎༅༎ মনের মত হয়༎༅༎───🌼
ღ࿐ɭɭɭɭღ༎──বন্ধু মানে༎༅༎ সহযোগিতা༎༅༎ খোটা༎༅༎ দেওয়া নয়༎༅༎
বন্ধু মানে༎༅༎ পাশে থাকা༎༅༎ ছেড়ে যাওয়া নয়༎༅༎───🌺
কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস
এই ক্যাপশন গুলো রচনা করতে সাহায্য করেছে কাব্যশৈল্প🌻। সে একজন প্রফেশনাল লেখক, এই আর্টিকেল বাদেও এই ওয়েবসাইটে প্রচুর আর্টিকেল পাবলিস্ট করেছে, সেগুলোর মধ্যে বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস, ৪১ টি ফেসবুক বায়ো, ৩৬ টি সেরা মৃত্যু নিয়ে ক্যাপশন ও সেরা ফেসবুক বায়ো বাংলা প্রতিবেদন গুলো অন্যতম। তো কাব্যশৈল্পর🌻 ক্যাপশন গুলো কেমন হয়েছে সেগুলোও কমেন্টে জানাতে ভুলবেন।
:)──বন্ধুর༊༎ আরও একটা༊༎ উদাহরণ হতে পারে༊༎ অক্সিজেন দিয়ে༊༎
যা মুমূর্ষ༊༎ অবস্থায় আপনাকে স্বস্তি দিতে পারে ──۵㋛︎༊༎༊༎
🩷❈┉┄ ─আপনি বললেন༊༎ কিছু হয়নি༊༎ এটি শোনার পরেও༊༎
যে বন্ধু༊༎ আপনাকে বলবে༊༎ আরে বলনা༊༎ কি হয়েছে༊༎❔❔
সে ই༊༎ আপনার প্রকৃত বন্ধু༊༎───🌺
●──প্রকৃত༊༎ বন্ধুদেরকে༊༎ কখনো হারানোর༊༎ ভয় হয় না༊༎
কারণ এরাও༊༎ আপনার༊༎ শূন্যতাকে༊༎ ভয় করে༊༎ ──۵㋛︎༊༎༊༎
❥═══─মিথ্যে༊༎ ভালোবাসার কাছে༊༎ বন্ধুত্বকে༊༎ বলিদিও না༊༎
কারণ༊༎ জীবনের শেষ প্রান্তে༊༎ তুমি বন্ধুদেরকেই দেখবে༊༎ ভালোবাসা কে নয়༊༎✨༊᭄●═══❥
🌸༅༎•
─ প্রেম এবং বন্ধুত্বের༊༎ ১কটি পার্থক্য༊༎ শুনবেন❔❔
প্রেম মানে༊༎ তোমায়༊༎ ছাড়া༊༎ আমি বাঁচবো না༊༎
আর বন্ধুত্ব মানে༊༎ আমি থাকতে༊༎ তোর কিছু হতে༊༎ দেব না༊༎
──۵㋛︎༊༎༊༎
☛──সাফল্য༊༎ আপনাকে নতুন༊༎ বন্ধু দেবে༊༎
কিন্তু ব্যর্থতা༊༎ দেখিয়ে দিবে༊༎ প্রকৃত༊༎ বন্ধু কারা༊༎✨༊᭄●═══❥
●───প্রকৃত বন্ধুর༊༎ মূল্য আপনি দিতে༊༎ পারবেন না༊༎
কারণ༊༎ এর তুলনা༊༎ দুনিয়ায়༊༎ আর༊༎ দ্বিতীয়টি༊༎ নেই༊༎─🌼
🩷❈┉┄ ─আত্মবিশ্বাস༊༎ এবং হৃদয়༊༎ থেকে ভয়༊༎ দূর করার আরেক༊༎ নাম প্রকৃত ༊༎বন্ধু༊༎─༅༎•🌺
🌻─হাত বাড়ালে༊༎ ১ লক্ষ বন্ধু পাবে༊༎ ৫০ হাজার জন༊༎ ছেড়ে চলে যাবে༊༎ ৩০ হাজার জন༊༎ ভুলে যাবে༊༎ ১৯৯৯৯ জন༊༎ ভুল বুঝবে༊༎ ১ জন চিরদিন༊༎ তুমার পাশে রয়ে যাবে ༊༎
༊༎সেই༊༎ তুমার༊༎ প্রকৃত༊༎ বন্ধু༊༎─ ︵❝།།
●───বন্ধুত্ব༊༎ এমন হওয়া উচিত༊༎
সুখের༊༎ সময়༊༎ নয়༊༎
দুঃখের༊༎ সময় সবার༊༎ আগে পাশে༊༎ দাড়াবে༊༎─●══❥𝄞
✨─জীবনে༊༎ এমন অনেক༊༎ কথা আছে༊༎
যা বন্ধু ছাড়া༊༎ অন্য কাওকে༊༎ বলা যায় না༊༎ღ࿐ɭɭɭɭღ༎۵🦋
ღ──মনের মত༊༎ বন্ধু পাবেন༊༎ না কখনো༊༎
যে বন্ধু༊༎ আছে তাকে༊༎ মনের মত༊༎ বানিয়ে নিন༊༎──— ღ۵
স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস
স্বার্থপর- বেইমান-খারাপ বন্ধুর মত আত্মঘাতিক আর কিছুই হতে পারে না। তোমার জীবনকে যেভাবে সাধারণ সহজ করে তুলে একজন ভালো বন্ধুর, ঠিক তেমন জীবনকে নষ্ট করার জন্যও একজন খারাপ বন্ধই যথেষ্ট। তাই তোমার উচিত এখন থেকেই ঐ সমস্ত বন্ধুদের থেকে সাবধান হওয়া। এবং নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়া। নিম্নে কিছু আত্মঘাতিক স্বার্থপর , বেইমান বন্ধু নিয়ে স্ট্যাটাস দেওয়া হল।
:)>─সবচেয়ে༅༎ আপন বন্ধু༅༎ ভেবেছিলাম যারে༅༎
সে༅༎ বুঝায়༅༎ দিল༅༎
প্রতরণা༅༎ কারে༅༎ বলে❔❔─[👀]
🌸༅༎•
─ বেস্টফ্রেন্ড༅༎ ভেবে༅༎ মনের༅༎ সব কথা༅༎ বলতাম༅༎ তোকেই༅༎
কিন্তু༅༎ তুই༅༎ বুঝায়༅༎ দিলি༅༎
স্বার্থপরতা༅༎ কারে༅༎ বলে༅༎❔❔───😕
──۵㋛︎༊༎༊༎ যত༅༎ দূরে༅༎ থাকিস༅༎
কখনো༅༎ ভুলিস༅༎ না༅༎ এই༅༎ বন্ধুত্ব༅༎ তুই বেইমানি༅༎ করেছিস༅༎ তো কি༅༎ হইছে༅༎ আমি༅༎ তো༅༎ আর༅༎ বেইমান༅༎ ছিলাম༅༎ না༅༎──😕
✨༊᭄●═─ভূলটা༅༎ হয়তো༅༎ আমারই༅༎ ছিল༅༎
তোকে༅༎ আপন༅༎ ভেবে༅༎ মনের༅༎ সব༅༎ কথা༅༎ বলা༅༎ 😕
ღ࿐ɭɭɭযেই༅༎ বন্ধুত্ব༅༎ টিকানোর༅༎ গুরুত্ব༅༎ দুজনের༅༎ থাকে༅༎
সেই༅༎ বন্ধুত্ব༅༎ কখনো༅༎ নষ্ঠ༅༎ হয়༅༎ না༅༎🥀
●══❥𝄞বন্ধুত্ব༅༎ টিকে༅༎ রাখার༅༎ মূল༅༎ দায়িত্ব༅༎ হলো༅༎
গোপনিয়তা༅༎ রক্ষা༅༎ করা༅༎─
আর༅༎ তুই༅༎ সেটাই༅༎ পারলি༅༎ না༅༎— ღ۵
🩷❈┉┄ন্ধুত্ব༅༎ রক্ষা༅༎ করার༅༎ দায়িত্ব দু’জনের༅༎
তাই༅༎ গোপনিয়তা༅༎ রক্ষা করার༅༎ দায়িত্বও༅༎ দু’জনেরই༅༎
●══❥𝄞
︵❝།།
__─যদি༅༎ হাজারটা༅༎ বন্ধু༅༎ খোজেন༅༎ পাবেন༅༎
কিন্তু༅༎ মনের༅༎ মত༅༎ ৫টাও༅༎ পাবেন༅༎ না༅༎──🌼
🌸༅༎•─সময়ের༅༎ সাথে-সাথে༅༎ প্রিয়༅༎ বন্ধু টাও༅༎ বুঝায়া༅༎ দেয়༅༎
সময়༅༎ সবার༅༎ জন্য༅༎ এক༅༎ না༅༎───
04:02 ━━━━━━●00:00 ⇆
☛───বন্ধুত্ব༅༎ ফুলের༅༎ পাপড়ির༅༎ মত༅༎
একবার༅༎ ভেঙে༅༎ গেলে༅༎
সত༅༎ চেষ্টয়ও༅༎ আর༅༎
জোড়া༅༎ লাগানো༅༎ যায়༅༎ না༅༎
04:02 ━━━━━━●00:00 ⇆
🌸༅༎•
─ বন্ধুত্ব༅༎ রক্ষা༅༎ করতে༅༎ চেষ্টা༅༎ করুন༅༎
কারণ༅༎ বন্ধুত্ব༅༎ একবার༅༎ ভেঙে༅༎ গেল༅༎
আর༅༎ জুড়া༅༎ লাগে༅༎ না༅༎─ɭɭღ༎۵🦋
🩷❈┉┄ ─বন্ধু༅༎ সারাজীবন༅༎ পাশে༅༎ থাকিস༅༎🥺-😔
┇┇┇┇♥️
┇┇┇💚
┇┇💙
┇💛
❤️
00:36 ━●━━━━━ 5:00
☛───সত্যি কারের༅༎ মতো༅༎
পৃথিবীর༅༎ মাঝে༅༎ মূলবান༅༎ আর༅༎ কিছু༅༎ নাই༅༎───🥀
00:36 ━●━━━━━ 5:00
●❯────────────────❮●
──যাকে༅༎ রাত ১২ টার༅༎ পর༅༎ কল দিলে༅༎
বিরক্ত༅༎ না হয়ে༅༎
বলে༅༎ বন্ধু কি হইছে༅༎ সেই༅༎ প্রকৃত বন্ধু༅༎──
●❯────────────────❮●
বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি
শেষ চিঠি
এই আর্টিকেলটিতে বন্ধু নিয়ে স্ট্যাটাস ক্যাপশন ও অসংখ্য কবিতা, ছড়া ও শায়েরী রচনা করা হয়েছে, যা সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানা ও সম্পূর্ণ ক্রেডিট মোঃ রিয়াদ হাসান ভাইয়ের। এরকম নিত্য নতুন কবিতা, ছড়া, শায়েরী পেতে আমাদের সাথেই থাকুন।
আর হ্যাঁঃ- আমরা এমন মানুষকে খুঁজে বেড়াই যাদের প্রতিভা রয়েছে, আমরা তাদের প্রতিভার প্রতিফলন ঘটাতে চাই। সারা বিশ্বের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। তাই আপনার যদি ছন্দ, কবিতা, ছড়া , বায়ো ইত্যাদি লিখার প্রতিভা থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা লক্ষ্য মানুষের কাছে পৌঁছে দিব আপনার প্রতিভা ইনশাআল্লাহ।