999+বেস্ট প্রপোজ মেসেজ | 100%কার্যকরী প্রপোজ করার মেসেজ 2025

হ্যালো সবাইকে কি অবস্থা তোমাদের? আই হোপ সবাই ঠিক ঠাক। প্রপোজ করতে চাচ্ছ বাট কিভাবে করবে বুঝে উঠতে পারছ না তাইতো? নো প্রবলেম আমরা আছি তো কিসের জন্য? সামান্য প্রপোজটুকুনও করিয়ে দিতে পারব না তোমাদের? যাই হোক প্রথমে খুব সংক্ষেপে প্রপোজ সম্পর্কে দুইটা কথা বলেই 100% কার্যকরী বেস্ট প্রপোজ মেসেজ দিচ্ছি তোমাদের যেন খুব সহজে সুন্দর করে কার্যকরী প্রপোজ করতে পারো।

প্রপোজ – Proposal

আসলে প্রপোজের মূল উদ্দেশ্য হলো হৃদয়ের গভীর অনুভূতি প্রকাশ করা। প্রিয় মানুষটার সাথে বাকিটা জীবন একসঙ্গে কাটানোর ইচ্ছা জানানো আর তারই সাথে সাথে সেই সম্পর্ককে আরো গভীর করে তোলার প্রতিশ্রুতি দেওয়া। প্রপোজ এটি শুধু একটি বাক্য নয় বরং দুজন মানুষের মধ্যে মনের বন্ধন গড়ে তোলের প্রথম ধাপও বটে।

প্রপোজ করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়

প্রপোজ করার সময় মনের অনুভূতি সঠিকভাবে প্রকাশ করাঃ প্রপোজ করার আগে অবশ্যই প্রথমে নিজের মনের অনুভূতিগুলো নিজে ভাল করে বুঝে নেবে এবং ধীরস্থেরে কোন প্রকারের তাড়াহুড়ো না করে হৃদয় থেকে যা আসে তা প্রিয়জনের কাছে স্পষ্ট ভাবে ব্যক্ত করবে।

প্রপোজ করার আগে সময় এবং স্থান নির্বাচন করোঃ সঠিক সময় এবং বিশেষ জায়গা প্রপোজের মুহূর্তকে আরো মধুর করে তোলে। তাই প্রোপজের আগে এ বিষয়টি মাথায় রাখা উচিত। কোন গোধূলি বিকেলে গার্ডেন ঘুরাঘুরি কিংবা প্রাকৃতি দেখতে দেখতে ইত্যাদি।

আন্তরিকতা বজায় রাখঃ প্রপোজ করার পরে তার রিয়েকশন বিপরীতও হতে পারে, এতে তুমি খুবই সিম্পল ব্যবহার করবে। কোন প্রকারের আন্তরিকতায় ঘাটতি যেন না ঘটে। এতে ভবিষ্যতের সম্ভাবনা একদমই শেষ হয়ে হয়ে যাবে। বুঝলে?😊

সাথে করে গিফট নিয়ে যাওঃ গিফট কার কাছেই বা ভালো না লাগে? তাই প্রপোজের আগে প্রিয়জনের পছন্দের কোন জিনিস গিফট করতে পারো। এর জন্য প্রিয়জনের ফ্রেন্ড সার্কেলের হেল্প নিতে পারো😊।

উপর উল্লেখ্য নিয়মাবলী ছিল সরাসরি প্রপোজ করার ক্ষেত্রে। নিম্নে তোমরা যারা ডিরেক্ট প্রপোজ করতে পারছ না, তাদের জন্য বিশেষ কিছু প্রপোজ করার মেসেজ দেওয়া হল যেগুলো 100% কার্যকরী SMS।

বেস্ট প্রপোজ মেসেজ

বেস্ট প্রপোজ মেসেজ

নিম্নের ক্যাপশন গুলো রচনা করেছে মোঃ সাবিত আহমেদ ও ইউসুফ খন্দকার। উভয়ের রচয়িত ইতিপূর্বে অত্যন্ত সুন্দর সুন্দর বেশ কিছু আর্টিকেল আমাদের ওয়েবে পাবলিস্ট হয়েছে যার মধ্যে শুভ সকাল রোমান্টিক মেসেজ, দরিদ্রতা নিয়ে উক্তি ঘুরাঘুরি ক্যাপশন আর্টিকেলগুলো অন্যতম।

প্রথম দেখায় আমি ডুবেছি
তোমার মায়ার সাগরের অতলান্তে!!━❞

প্রেমে পড়ার সময় নির্ধারন নেই বলেই আমি
বার বার
সময় অসময়
তোমার প্রেমে পড়ে যাই!!━❞

আমি তোমার প্রেমে পড়ে
শত দুঃখ পেতে চাই
তবুও আমি তোমাকেই চাই!!━❞

যদি তোমার পাবার তরে
আমাকে কষ্ট পেতে হয়∙─❞
তবুও আমি সে কষ্ট
মাথা পেতে নিতে রাজি!!━❞

যদি তোমার প্রেমে পড়ে
দুঃখ পেতে হয়∙─❞
তবে আমি সে প্রেমে
বারবার পড়তে চাই!!━❞

তোমার প্রতিটি হাসি
আমার হৃদয়ে সুর তোলে∙─❞
তুমি কি সেই সুরে
আমার জীবনকে মধুর করতে পারবে❔❔

তোমার চোখের মায়ায় আমি বন্দী
তুমি কি আমাকে মুক্তির স্বাদ দেবে❔❔

তোমার মিষ্টি কথায়
আমার হৃদয় গলে যায়
তুমি কি সেই হৃদয়কে
ভালোবাসায় পূর্ণ করবে❔❔

তোমার কোমল স্পর্শে
আমি শান্তি পাই∙─❞
তুমি কি আমাকে
সেই শান্তি চিরকাল দেবে❔❔

তোমার মিষ্টি হাসি
আমার জীবনের আলো∙─❞
তুমি কি সেই আলোতে
আমার দিনগুলো
রাঙিয়ে তুলবে❔❔

তোমার স্নিগ্ধ হাসিতে আমি মুগ্ধ∙─❞
তুমি কি আমাকে সেই মুগ্ধতায় চিরকাল
ডুবিয়ে রাখবে❔❔

আমার দিনের প্রারম্ভিকতা হয়
তোমার স্নিগ্ধ ভালোবাসায়∙─❞
তুমি কি আমাকে
সেই রঙিন দিনগুলো
উপহার দেবে❔❔

তোমার কোমল ছোঁয়ায়
আমার হৃদয় পূর্ণ হয়∙─❞
তুমি কি আমাকে সেই পূর্ণতা
অনুভব করতে দেবে❔❔

তোমার সাথে প্রতিদিন কথা বলার পর
আমার হৃদয় তোমার প্রতি আরও বেশি ঝুঁকে পড়েছে
তুমি কি আমাকে এই জীবনে∙─❞
তোমার পাশে থাকার
সুযোগ দেবে❔❔

তোমার স্নিগ্ধ কথায়
আমার হৃদয়কে মুগ্ধ করেছে∙─❞
তুমি কি আমাকে এই সুন্দর পৃথিবীতে
চিরকাল তোমার পাশে থাকার
অধিকার দেবে❔❔

আমি তোমার দুচোখের অনন্ত মায়য়
ডুবে থাকতে চাই চিরকাল!━✿

যদি আমি হারিয়ে যেতে পারি
তোমার মায়ার পথে∙─❞
তাহলে আর কখনো
ফিরার পথ খুজবো না!━✿

আমি যদি তোমাকে
সকল সুখ বিক্রি করেও পাই
তবুও আমি
দুনিয়ার সবচেয়ে সুখি মানুষ হবো!━✿

তোমার ভালোবাসায় আমি
কাকতাড়ুয়া হয়ে থাকতে চাই!━✿

আমি তোমার ভালোবাসা হয়েছি অন্ধ
তুমি হবে আমার পথ দেখানোর পথিক❔❔

বেস্ট প্রপোজ মেসেজ

প্রপোজ করার মেসেজ

আমি তোমায় ভালোবাসে
হতে চাই অপরাধী—ღ

আমার প্রতিটি কথায় খুজে পাবে
তোমার প্রতি ভালোবাসা

আমার হৃদয় সুপ্ত আছে
তোমার প্রতি হাজারো ভালোবাসা—ღ

তুমি কি আমার
রাগ ভাঙ্গানোর কারন হবে❔❔

আমার প্রতিটি রাত কাটে
তোমায় স্বপ্নে দেখে দেখে—ღ

তোমায় ছুয়ে দেখার স্বাদ
আমার আজনম না থাকোক—ღ

তোমার সাথে প্রতিটি মুহূর্ত কাটিয়ে
আমার হৃদয় তোমার প্রতি আরও গভীর হয়েছে—ღ
তুমি কি আমাকে
এই জীবনে চিরকাল তোমার হাত ধরে থাকার
সুযোগ দেবে❔❔

তোমার সেই কোমল ব্যাবহার
আমাকে বিমুহিত করে—ღ
তুমি কি আমাকে এই জীবনে চিরকাল
তোমার পাশে থাকার
সুযোগ দেবে❔❔

তোমার সাথে প্রতিদিন কথা বলার পর
আমার হৃদয় তোমার প্রতি
আরও বেশি আকৃষ্ট হয়েছে—ღ
তুমি কি আমাকে এই জীবনভর চিরকাল
তোমার পাশে থাকার অধিকার দেবে❔❔

তোমার জন্য আমার হৃদয়ে
এক বিশাল আকাশ রয়েছে—ღ
তুমি কি সেই আকাশকে
তোমার ভালোবাসায় ভরাবে❔❔

আমি চাই জীবনের প্রতিটি মুহূর্ত
তোমার সাথে কাটাতে—ღ
তুমি কি সেই মুহূর্তগুলোকে
আনন্দের রং দিয়ে রাঙাবে❔❔

তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত
আমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন—ღ
তুমি কি আমাকে সেই
রত্নগুলো উপহার দেবে❔❔

তোমার মধুর কণ্ঠে
আমার হৃদয়ে সুরের ঝংকার বাজে—ღ
তুমি কি আমাকে সেই সুরে
জীবন কাটাতে দেবে❔❔

তোমার চোখের তারায় আমি
স্বপ্নের রাজ্য খুঁজে পাই—ღ
তুমি কি আমাকে সেই রাজ্যে নিয়ে যাবে❔❔

তোমার মিষ্টি কথায়
আমার জীবন মধুময় হয়ে ওঠে—ღ
তুমি কি আমাকে সেই মধুরতা
চিরকাল উপহার দেবে❔❔

তোমার প্রেমের সুরে
আমি জীবনের সুর খুঁজে পাই—ღ
তুমি কি আমাকে সেই সুরে
জীবন কাটাতে দেবে❔❔

আমার দুঃখে ভরা হৃদয়ে
তুমি এসে জন্ম দিয়ো ভালোবাসার!━✿

আমি কি তোমার
অভিযোগ বক্স হতে পারবো❔❔

আমি তোমায় পরের যুগে দেখা হলেও
বলবো আমি তোমায় ভালোবাসি
আমার তোমাকেই লাগবে!━✿

আমার প্রতিটি স্বপ্নে তুমি হও
আমার ব্যক্তিগত মহারানী!━✿

আমি তোমায় ভালোবাসে
পাগল হতে চাই
তবুও আমার তোমাকেই লাগবে!━✿

তোমায় না পেলে
তোমার শূন্যতা থেকে যাবে আমৃত্যু পর্যন্ত!━✿

মেয়েদের প্রপোজ করার মেসেজ

মেয়েদের প্রপোজ করার মেসেজ

আমি বারবার তোমার মায়ায় পড়ে
ফেরার পথ হারাতে চাই!!━❞

বাতাসে উড়িয়ে দিয়েছি না বলা কথা
তুমি শুনে দেখো
প্রতিটি কথায় আমি তোমাকে চাই!!━❞

আমি তোমাকে কাছে নিয়েই ইতি টানতে চাই
তুমি কি আমার শেষ অধ্যায় হবে❔❔

আমি আমার জীবনের ভালোবাসার শুরু ও শেষ
তোমাকে দিয়ে করতে চাই!!━❞

প্রপোজ করার মেসেজ

তোমার অলৌকিক রূপ, তোমার উদার মন
আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে∙─❞
তুমি কি আমার জীবনে এসে
আমাদের সন্তানেরা তোমার ভালোবাসায়
জান্নাত পাবে❔❔

তোমার জীবনে আমার গুরুত্ব কতটুকু জানি না
তবে আমার কাছে তোমার মূল্য অপরিসীম∙─❞
তুমি কি আমাকে চিরকাল তোমার পাশে থেকে
তোমার সুখ-দুঃখের সঙ্গী হতে দেবে❔❔

তোমার কাছে আমি কতটা গুরুত্বপূর্ণ জানি না
তবে তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান ধন∙─❞
তুমি কি আমাকে চিরকাল তোমার সাথী করে
তোমার জীবনের প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করতে দেবে❔❔

আমার গুরুত্ব তোমার জীবনে কতটুকু জানি না
তবে তোমার উপস্থিতি আমার জীবনে অমূল্য∙─❞
তুমি কি আমাকে চিরকাল তোমার পাশে থেকে
তোমার সুখ-দুঃখ ভাগাভাগি করার সুযোগ দেবে❔❔

আমি তোমার কাছে হয়ত বা তুচ্ছ
তবে তোমার স্থান আমার হৃদয়ে বিশেষ∙─❞
তুমি কি আমাকে চিরকাল তোমার পাশে থাকার
এবং তোমার জীবনের সুখ-দুঃখ
ভাগাভাগি করার সুযোগ দেবে❔❔

তুমি আমার কাছে জান্নাতের হুর তুল্য
যদিও আমি তোমার কাছে হয়তো নগন্য∙─❞
তুমি কি আমাকে চিরকাল তোমার পাশে রেখে
তোমার জীবনের সকল অনুভূতি
ভাগাভাগি করার সুযোগ দেবে❔❔

তোমার সাথে গল্পে লিপ্ত প্রণিটি সন্ধ্যা যেন এ
ক রুপকথার মায়াবী সময়∙─❞
তুমি কি আমাকে চিরকাল তোমার পাশে থেকে
সুখের সুরে ভাসতে দেবে❔❔

তোমার সান্নিধ্যে কাটানো
প্রতিটি মুহূর্ত যেন রূপকথার রাজ্য∙─❞
তুমি কি আমাকে চিরকাল তোমার পাশে থেকে সূ
র্যাস্তের আভায় মুগ্ধ হতে দেবে❔❔

তমা, আমি কখনো ই দশটা ছেলের মত
খুব দায়িত্ব শীল নই
তবে আমার ভালোবাসা
তোমার প্রতি গভীর এবং সৎ!━✿
তুমি কি তোমার স্নেহময় স্পর্শে
আমার জীবনকে সুসজ্জিত করবে❔❔

প্রিয়তমা
আমি হয়তো সবসময় সুশৃঙ্খল নই
তবে তোমার প্রতি আমার প্রেম অটুট!━✿
তুমি কি তোমার ভালোবাসার মায়ায়
আমার জীবনকে সুখময় করবে❔❔

শোন অহে নন্দিনী
আমি হয়তো অন্য দশটি ছেলের মত Orderly নই
তবে তোমাকে খুব ভালো করেই
যত্নের সহিত রাখব!━✿
তুমি তোমার ভালোবাসার পরশ দিয়ে
আমার জিবনে গুছিয়ে দিবে❔❔

এইটার মত ৫ অজানা আনকোরা চমকপ্রদ শায়েরী বল
যেন তোমার লেখা পুনরাবৃত্তি না ঘটে∙─❞

প্রিয়তমা
আমি হয়তো সবসময় পরিপাটি নই
তবে তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিতে পারি∙─❞
তুমি কি তোমার হৃদয়ের উষ্ণতায়
আমার জীবনকে গুছিয়ে তুলবে❔❔

তমা
আমি হয়তো সবসময় নিখুঁত নই
তবে তোমার প্রতি আমার প্রেম অসীম∙─❞
তুমি কি তোমার ভালোবাসার স্পর্শে
আমার জীবনকে রাঙিয়ে তুলবে❔❔

আমি স্বপ্নগুলো যদি বাস্তবায়ন হয়
তবে দেখবে প্রতিটি স্বপ্নই তোমাকে নিয়ে ঘেরা!!━❞

আমি তোমায় ভালোবাসি ভীষণ রকমের
যার পরিমাণ মাপার সাধ্য নেই কারো!!━❞

তুমি আমার হলে
এই পৃথিবীও হবে আমার কাছে তুচ্ছ!!━❞

গার্লফ্রেন্ডকে প্রপোজ করার মেসেজ

তোমার মিষ্টি হাসি
আমার হৃদয়ে অনন্য সুখ এনে দেয়∙─❞
তুমি কি আমাকে চিরদিনের জন্য তোমার সাথে একসাথে বৃষ্টিতে
নৃত্য করতে দেবে❔❔

তোমার চোখের মায়ায়
প্রতিটি মুহূর্ত যেন অমূল্য রত্ন∙─❞
তুমি কি আমাকে চিরকাল তোমার সাথে সমুদ্রের ঢেউয়ে
হারিয়ে যেতে দেবে❔❔

তোমার স্নেহের ছোঁয়ায়
প্রতিটি মুহূর্ত যেন আনন্দের ঢেউ∙─❞
তুমি কি আমাকে চিরকাল তোমার সাথে পাখির মিষ্টি সুরে
মগ্ন হতে দেবে❔❔

তোমার প্রতিটি দৃষ্টি তোমার স্নিগ্ধতা
আমার হৃদয়ে মুগ্ধতা আনে∙─❞
তুমি কি আমার জীবনে এসে
আমাদের সন্তানদের
জান্নাত হতে পারবে❔❔

তোমার নম্রতা, তোমার উদারতা
আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে∙─❞
তুমি কি আমার জীবনে এসে
আমার সন্তানেরা
তোমার মায়ায় বেড়ে উঠবে❔❔

তোমার রূপের মাধুর্য, তোমার বিনয়
আমার হৃদয়ে অমলিন স্মৃতি আঁকে∙─❞
তুমি কি আমার জীবনে এসে
আমাদের সন্তানদের জন্য
সুখের আশ্রয় হবে❔❔

তোমার কোমলতা, তোমার স্নেহ
আমার হৃদয়কে করে মুগ্ধ∙─❞
তুমি কি আমার জীবনে এসে
আমাদের সন্তানেরা তোমার
মমতায় বেড়ে উঠবে❔❔

ছেলেদের প্রপোজ করার মেসেজ

ছেলেদের প্রপোজ করার মেসেজ

তোমার উপস্থিতিতে
আমার জীবন পূর্ণতা পায়∙─❞
তুমি কি আমাকে চিরকাল সেই
পূর্ণতা অনুভব করতে দেবে❔❔

তোমার হাসিতে
আমার হৃদয়ে আনন্দের ঝরনা বয়ে যায়∙─❞
তুমি কি আমাকে সেই আনন্দ
চিরকাল উপহার দেবে❔❔

তোমার ভালোবাসার স্পর্শে
আমার মন প্রশান্তি পায়∙─❞
তুমি কি আমাকে সেই প্রশান্তি
চিরকাল উপহার দেবে❔❔

তোমার স্পর্শে
আমার হৃদয়ে প্রেমের ঢেউ উঠে∙─❞
তুমি কি আমাকে সেই প্রেমে
চিরকাল ভাসাবে❔❔

তোমার ভালোবাসায়
আমি জীবনের অর্থ খুঁজে পাই∙─❞
তুমি কি আমাকে সেই ভালোবাসায়
চিরকাল বেঁধে রাখবে❔❔

তোমার চোখের মায়ায়
আমি হারিয়ে যাই∙─❞
তুমি কি আমাকে সেই মায়ায় চিরকাল
বন্দী করে রাখবে❔❔

তোমার উৎসাহ ই
আমাকে উদ্যমী করে∙─❞
তুমি কি আমাকে সেই উদ্যমতা চিরকাল
অনুভব করতে দেবে❔❔

তোমার হাসির ঝিলিক
আমার হৃদয়কে করে উজ্জ্বল∙─❞
তুমি কি আমাকে সেই উজ্জ্বলতা
চিরকাল উপহার দেবে❔❔

তোমার কোমল স্পর্শে
আমার হৃদয় শান্ত হয়∙─❞
তুমি কি আমাকে সেই শান্তি
চিরকাল উপহার দেবে❔❔

তোমার মিষ্টি সুরে
আমি খুঁজে পাই জীবনের মধুরতা∙─❞
তুমি কি আমাকে সেই
মধুরতা চিরকাল উপহার দেবে❔❔

প্রিয় মানুষকে প্রপোজ করার মেসেজ

আমি ডুবেছি ভালোবাসার সমুদ্রে
তুমি হাত না বাড়ালে হবে আমার মৃত্যু!!━❞

সাতার না জেনেও আমি
লাফ দিয়ে তোমার সৌন্দর্যে নদীতে
আমায় হাত বাড়িয়ে উঠিয়ে নেও উজানে!!━❞

তুমি কি আমার আকাশ হবে
যেখানে আমি উড়াবো ভালোবাসার ঘুরি!!━❞

যদি তুমি মেঘ হও
তবে আমি হবো তোমার আকাশ!!━❞

তুমি বাতাস হয়ে এসে
আমায় উড়ি নিয়ো তোমার শহরে!!━❞

তুমি আমার মনের
অবশিষ্ট জায়গা জুড়ে নিয়েছো!!━❞

আমি তোমার সৌন্দর্যে
হয়েছি এক মাতাল প্রেমিক!!━❞

তুমি কি আমার অকারনে
মন খারাপের ঔষধ হবে❔❔

যদি তুমি আমার হও
তবে আমি হবো রাজ্য বিহীন মহারাজা
আর তুমি হবে রানী!!━❞

আমি তোমায় না পেলে
আফসোস আর দুঃখেতে কাটবে
বাকী জীবন!!━❞

তুমি কি আমার দুঃখের মাঝেও
হাসি মুখের কারণ হবে❔❔

কাউকে প্রপোজ করার মেসেজ

আমি তোমর হয়েই
কাটাতে চাই এই জীবন!!━❞

তুমি কি আমার রোজ বিকেলে
গোধূলির আকাশ আকাশ হবে❔❔

তুমি আমার নাম না জানা
কোনো এক অচিন পাখি!!━❞

আমার হৃদয়ে যেটুকু
ভালোবাসা অবশিষ্ট আছে
সবটুকু তোমায় দিতে চাই!!━❞

আমার হারিয়ে যাওয়া পৃথিবীতে
তুমি এক আপন ঠিকানা!!━❞

তুমি যদি না চাও আমায়
তবুও আমি প্রতিবার তোমাকেই ভালোবাসবো!!━❞

আমি চেয়েছিলাম সুখ
তাই দেখা হলো তোমার সাথে!!━❞

আমার ছোট্ট একটি হৃদয়ে জমা আছে
তোমার জন্য সীমাহীন ভালোবাসা!!━❞

যদি তুমি ভালোবাসার পরিনামে আমায় দুঃখ দেও
তবুও আমি তোমায় বারবার ভালোবাসবো!!━❞

আমি তোমায় পলে
আমার দুঃখের ছুটি হবে!!━❞

আমি প্রতিবার তোমায় দেখলে
প্রেমে পড়ে যাই মনের অজান্তে!!━❞

আমি তোমার মতো কিংবা
তার থেকে ভালো চাই না
আমার কেবল তোমাকেই লাগবে!!━❞

পরিসংহার

কাব্যশৈল্প🌻 পরিবার কি যে এক পরিশ্রম করছে তোমাদের প্রেম পিরিতি করিয়ে দেয়ার জন্য। ঠিক এভাবেই নিত্যদিন নতুন নতুন ফেসবুকের সকল ধরনের বায়ো স্ট্যাটাস ক্যাপশন নিয়ে হাজির হই আমরা সুতরাং তোমরা আবার আমাদের ভুলে গেলে হবে না, অবশ্যই কমেন্টে জানাবে আজকের আর্টিকেল কেমন লাগলো। আর হ্যাঁ তোমার পছন্দের মেসেজ থাকলে লিখতে ভুলবে না কিন্তু😊।

Animated Group Join Buttons

Leave a Comment