গোটা পৃথিবী ঘিরে রেখেছে প্রাকৃতিক রূপ বৈচিত্র্য। বলা হয় পুরো পৃথিবীই একটি রূপের রানী। একদিকে যেমন সু উঁচু সারি সারি পাহাড় গুলো দাঁড়িয়ে আছে ভ্রমণপিপাসকদের (welcome) স্বাগত জানানোর জন্য ঠিক তারই সাথে ঘা ঘেঁষে রয়েছে ছোট-বড় লেক, খাল বিল কিংবা মন কারা সব সমুদ্র। আসলে টুকটাক ভ্রমণ করলেই বোঝা যায় স্রষ্টার কত সুন্দর সৃষ্টি এই ছোট্ট পৃথিবী। তাই মাঝে মাঝে নিজের সকল ব্যস্ততা অব্যাহত করে ভ্রমণ করতে কার না ভালো লাগে?
যেহেতু আপনি ভ্রমণ নিয়ে স্ট্যাটাস লিখে গুগলে সার্চ করেছেন এর মানে, আপনিও একজন ভ্রমণ পিপাসক, ভ্রমণ করার প্লান মাথায় নিয়েছেন কিংবা খুদে এখনই আপনি রয়েছেন ভ্রমণে। এবং মনে মনে ভাবছেন কি ধরনের ভ্রমণ নিয়ে ক্যাপশন আপনার সোসালে পোস্ট করা যায় তাই তো? যদি তাই হয় তাহলে আজকের এই আয়োজন কেবলই আপনার জন্য।
কেননা এই আর্টিকেলে আমরা অসাধারণ কিছু ভ্রমণ নিয়ে উক্তি, স্ট্যাটাস এবং ক্যাপশন শেয়ার করেছি। যেগুলো আপনার ভ্রমণকে করে তুলবে আরো আনন্দদায়ক। শুধু তাই না আপনাদের কথা মাথা রেখে বাংলা, ইংরেজি উভয় ভাষার স্ট্যাটাস /ক্যাপশন রয়েছে আজকের আয়োজনে। তাই সুন্দর সুন্দর ভ্রমণ নিয়ে স্ট্যাটাস পেতে পুরো আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ুন।
ভ্রমণ নিয়ে কোরআনের আয়াতে যা বলা হয়েছে।
﴾২৯ : ২০ قُلۡ سِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَانۡظُرُوۡا کَیۡفَ بَدَاَ الۡخَلۡقَ ثُمَّ اللّٰهُ یُنۡشِیٴُ النَّشۡاَۃَ الۡاٰخِرَۃَ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿ۚ۲۰
হে নবী তুমি বলোঃ তোমরা যমীনে ভ্রমণ কর: অতঃপর দেখ: কীভাবে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেছিলেন, তারপর আল্লাহই আরেকবার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। (আল-বায়ান)
ভ্রমণ নিয়ে স্ট্যাটাস
অল্প অল্প করে বেশ কয়েকটি ধাপে স্ট্যাটাস গুলো সেট করা হয়েছে। এই যে ধরুন প্রথমে যে কটি স্ট্যাটাস আছে সেগুলো যে কোন ভ্রমণের স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন। এরপরই কিছু থাকবে কক্সবাজার সমুদ্র ও নৌকা ভ্রমণ নিয়ে স্ট্যাটাস।
গোটা পৃথিবী একটা বই
যারা ভ্রমণ করে না তারা
এই বইটি থেকে বঞ্চিত হয়।
ভ্রমন মানুষকে বিনয় করে তোলে
কারণ সে জানতে পারে
পৃথিবীর তুলনায়তার অস্তিত্ব কত ক্ষুদ্র।
স্থান পরিবর্তন কিংবা ভ্রমণ
এই দুইটি জিনিস মনের মধ্যে
নতুন প্রাণশক্তির সঞ্চার ঘটায়।
ভ্রমণ নিজের বিশুদ্ধ পরিচয় পাওয়ার
এক বড় উপায়।
বছরে একবার হলেও তুমি এমন কোথাও যাও
যেখানে তুমি কখনো যাওনি
(দলাই লামা)
দেখুনঃ
●━সেরা bio
●━সেরা status
●━সেরা caption
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
●━১০১ টি ছেলেদের ফেসবুক বায়ো attitude ইংরেজি/ বাংলা
●━ইসলামিক স্টাইলিশ বায়ো আরবি
●━সেরা মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস, উক্তি
●━৫২ টি সেরা ফেসবুক ক্যাপশন বাংলা
সমুদ্র ভ্রমণ নিয়ে স্ট্যাটাস
আমার মন বসে না শহরে
ইট পাথরের নগরে
তাইতো আইলাম সাগরে
তাইতো আইলাম সাগরে
(তাশরীফ খান)
স্বাধীনতা, মুক্ত বাতাস
কেবল আমি সমুদ্রের মাঝেই পেয়েছি
সমুদ্রের শব্দ কেমন যেন
আত্মার সাথে কথা বলে
(ক্যাট চোপেন)
গন্ধ নাও সমুদ্র থেকে
আর অনুভব কর আকাশ থেকে।
(ভ্যান মরিশন)
রোদে থাকুন
সাগরে সাঁতার কাটতে শিখুন
আর বোনের বাতাস গ্রহণ করুন
নদীর বুকে পাথর হব আমি
তুমি হবে তার জল!
শীতল ধারা জড়িয়ে আমার বুকে
তুমি চলবে অবিরল।
নৌকা ভ্রমণ নিয়ে স্ট্যাটাস
নৌকা ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা যা আমাদের প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যায়। দেখবেন যখন নদীর ধার দিয়ে স্রোত বয়ে যায়, ঠিক নৌকার সাথে মনও যেন ভেসে যাচ্ছে অজানা আনন্দে। পানির ছলাৎ ছলাৎ শব্দে যেন হৃদয়ের গভীরতায় মুগ্ধতা সৃষ্টি হয়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করলেই যেন জীবনের সব ক্লান্তি দূর হয়ে যায়। এটি একটি অনন্য অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করার নয়।
অনেক দূর নদীর জলে
ছোট্ট কেমন নৌকা চলে!
পালটি তুলে চলছে ধুলে।
মাঝ গগনে সূর্যি জলে
ছোট্ট কেমন নৌকা চলে!
বইছে নদী কলকলিয়ে
স্রোত চলিছে ছলছলিয়ে!
ভরদুপুরে করুন সুরে
চিল ডাকছে আকাশ তলে
পালটি তোলে নৌকা চলে।
নদীর বুকে পাথর হব আমি
তুমি হবে তার জল!
শীতল ধারা জড়িয়ে আমার বুকে
তুমি চলবে অবিরল।
নীল আকাশ, সবুজ তীর এবং নৌকাতে বসে পানির মৃদু স্পর্শ মনকে প্রশান্ত করে।
নৌকার মধ্যে প্রিয়জনের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এক নতুন রূপ।
নদীর পাড়ে নৌকায় বসে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার আনন্দ এক অসীম অনুভূতি।
যে কখনো নৌকায় উঠেনি সে কি বুঝবে নৌকায় কি মজা ?
কক্সবাজার ভ্রমণ নিয়ে স্ট্যাটাস
কক্সবাজার ভ্রমণ একটি চমৎকার অভিজ্ঞতা যা আমাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে আসে। নৌকা ঘেঁষে স্রোত বয়ে গেলে পাশাপাশি মনও ভেসে ওঠে অজানা আনন্দে। হৃদয়ের গভীর ভাবনা প্রকাশ পায় সমুদ্রের কলকাল শব্দে। যা লোকালয় জীবনের সমস্ত সংগ্রামকে দূরে সরিয়ে দিতে পারে। এটি একটি অনন্য অভিজ্ঞতা যা বর্ণনা করা কঠিন। 🌊🚤💙
নীল আকাশের নিচে সাগরের অনন্ত নীলিমা দেখতে দেখতে হারিয়ে যাওয়ার আনন্দ। একমাত্র কক্সবাজারে আসলেই উপভোগ করা যায়।🌊
সমুদ্রের কলকল শব্দ শুনতে শুনতে
মুক্তার মত বালির ওপর পথ চলার অনুভূতি
এক অনন্য
সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করতে হলে কক্সবাজারের বিকল্প নেই।
কক্সবাজার বাংলাদেশের এক বিশাল প্রাপ্তি।
প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য কক্সবাজার। একবার গেলে ফিরতে আর মনে চায় না।
ভ্রমণ নিয়ে ক্যাপশন
যাকে ভালোবাসো না
তার সাথে ভ্রমন করো না
তাহলে পুরো ভ্রমণটাই বৃথা যাবে।
ভ্রমণ শেষ করে
বাড়িতে ফেরার আগ পর্যন্ত
কেউ বলতে পারে না
তার ভ্রমণ কত মধুর ছিল
ভ্রমণ পরম সহিংসতা শিখায়।
ডিপ্রেশনে থাকলে
সময় নিয়ে দুই একদিন ভ্রমণ করুন
দেখবেন ডিপ্রেশন অনেকটা কেটে উঠেছে।
নতুন কোন জায়গায়
একাকী ঘুম থেকে ওঠার অনুভূতি
এক অনন্য
ভ্রমণ মানুষকে
নতুন নতুন জ্ঞান শিখতে সাহায্য করে
তাই সময় পেলে ভ্রমণ করুন
ভ্রমণ ও স্থান পরিবর্তন মনের মধ্যে নতুন প্রাণশক্তির সঞ্চার করে।
ভ্রমণ করতে ধনী হওয়ার প্রয়োজন নেই
সবটা ডিপেন্ড করে হিম্মতের উপর
পাহাড় ভ্রমণ নিয়ে ক্যাপশন
ডাকছে পাহাড়,
ডাকছে আকাশ,
ডাকছে শিখর চূড়া।
এবার শীতে,
যাব সবাই,
চড়তে পাহাড় চূড়া।
পাহাড় আমার কেউ ছিলনা
ছিলে শুধু তুমি।
নিয়ে গেলে মেঘের দেশে
পাহাড় সে তো তুমি।
পাহাড় শিখায় তাহার সমান
হই যেন ভাই মৌন-মহান্,
খোলা মাঠের উপদেশে—
দিল্-খোলা হই তাই রে।(সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা)
পাহাড় থেকে এই শিক্ষাই গ্রহণ করলাম
বড় হলেও অহংকার করতে নেই
পাহাড়ের চূড়ায় বৃক্ষের নিচে স্নিগ্ধ হাওয়া খাওয়ার অনুভূতি এক অনন্য।
বন্ধুদের সাথে ভ্রমণ নিয়ে ক্যাপশন
বন্ধু মানে হাসি খুশি আনন্দে ভরা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর সেই ভ্রমণ বেস্ট ফ্রেন্ড বন্ধুদের সাথে ভ্রমণ 🎉🚗🌍 করতে পারলে তো খুশির আর সীমা থাকে না। আপনি যদি বন্ধুদের সাথে ভ্রমণ অবস্থায় অথবা করতে চান নিম্নের স্ট্যাটাস গুলো ট্রাই করতে পারেন।
পৃথিবীর সেরা মুহূর্তগুলো
তখনই উপভোগ করা যায়,
যখন সাথে বন্ধুরা থাকে।
#বন্ধুত্ব #ভ্রমণ”
পুরানো বন্ধু,
“নতুন গন্তব্য,
এক অসাধারণ মুহূর্ত।
বন্ধুদেরসাথে #স্মৃতিময়”
আপনার ভ্রমণ যাত্রা যতই দূরে হোক, বন্ধুরা পাশে থাকলে পথটাই হয়ে যায় গন্তব্য।
বন্ধুদের সাথে ভ্রমণ মানেই হেসে খেলে অতিবাহিত হওয়া সময়। আর মনে রাখার মত অসংখ্য গল্প।
আপনি যেখানেই যান বন্ধুরা সাথে থাকলে দেখবেন সেটা স্বর্গ হয়ে উঠবে।
ট্রেন ভ্রমণ নিয়ে ক্যাপশন
আমি যখন জীবনের ফার্স্ট ট্রেনে ভ্রমণ করেছিলাম তখন আমি খুবই এক্সাইটেড ছিলাম। এবং ওই সময় সোশ্যাল মিডিয়া তো অনেক দূরের কথা স্মার্টফোনও এবেলেবল ছিল না। তখন আমি সফর শেষ করে খালি বন্ধুদের সাথে ট্রেন ভ্রমণের বিষয়টি শেয়ার করতাম। সুতরাং প্রথমবারের মত ট্রেন ভ্রমণ করাও একটি এক্সাইটেড হওয়ার মতো বিষয়। তাই আপনি যদি ভালো মানের ট্রেন ভ্রমন নিয়ে ক্যাপশন দিতে চান নিম্নের ক্যাপশন গুলো আপনার জন্য।
কখনো আমি ট্রেনে উঠিনি
তবে এবার ট্রেনে চড়ে এটাই শিখলাম
জীবনের গতি সব সময় সমান বেগে চালানো উচিত
কিছু মানুষের গল্প শুরু হয় ট্রেনের মধ্য দিয়ে
পাশে প্রিয় মানুষ আর পাহাড়ের মধ্য দিয়ে ট্রেন এক অসাধারণ অনুভূতি।
পাশের রেল লাইন আর প্রিয় মানুষের হাতে হাত রেখে পথ চলার অনুভূতি অসাধারণ।
ট্রেনে ভ্রমণ করার অনুভূতি এক অনন্য যা বোঝানো সম্ভব নয়।
লঞ্চ ভ্রমণ নিয়ে ক্যাপশন
লঞ্চে আমরা অনেকেই ভ্রমণ করে থাকি এবং অনেকের ক্ষেত্রে যখন প্রথমবারের মতো লঞ্চে যাত্রা শুরু হয় খুব একটা এক্সাইটেড লাগে। এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে মন চায়। সেক্ষেত্রে নিম্নের ক্যাপশন গুলো দেখতে পারেন।
লঞ্চে ভ্রমণ আমি আগে কখনো করিনি তবে এখন বলতেই হয় ভ্রমণের জন্য লঞ্চ ই সেরা।
সমুদ্রের বুকে লঞ্চ আর তুমি আমি লঞ্চের এক কেবিনে, এ যেন এক স্বর্গের অনুভূতি।
পানি আর লঞ্চের ভালোবাসা দেখে আমি অবাক হই।
পানির সাধ্য থাকা সত্ত্বেও লঞ্চকে ধোকা দেয় না।
ঠিক মাঝ সমুদ্রে লঞ্চের ছাদ থেকে চাঁদ দেখার এক অনন্য অনুভূতি।
ভ্রমণ করতে আমি লঞ্চকেই বেশি অগ্রাধিকার দেই। কারণ এখানে অন্যান্য যানবাহন থেকে রিস্ক কম।
প্রকৃতি ভ্রমণ নিয়ে ক্যাপশন
প্রকৃতি নিজেকে সাজাতে তাড়াহুড়ো করে না তাই সে আপন নিয়মে সম্পন্ন।
ঠিক আমরাও কোন কাজে তাড়াহুড়ো করা সমচীন নয়।
যে প্রকৃতিকে ভালোবাসে সব জায়গায়ই তার সৌন্দর্য দেখতে পায়।
জানেন প্রকৃতির এক আলাদা সুর রয়েছে যা অনেকেই অনুভব করতে জানে।
প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এক বড় বুদ্ধিমত্তার কাজ।
প্রকৃতির ভালবাসি আসল ভালোবাসা।
ভ্রমণ নিয়ে উক্তি
ভ্রমণ নিয়ে বড়রা অনেক কিছুই বলেছেন। সেগুলোর মধ্য থেকে আমি আপনাদের সাথে। সেরা কিছু বড়দের ভ্রমণ নিয়ে উক্তি শেয়ার করতে চলেছি।
ভ্রমণ আপনাকে নির্দিষ্ট এক লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে করা শেখায়।
— অ্যাটর হোল্ডেন—
ভ্রমণ করার আরেক নাম হারানো এবং খুঁজে পাওয়া।
— সেলসাস —
ভ্রমণ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হওয়ার নাম নয়। ভ্রমণ হলো নতুন দৃষ্টিভঙ্গির সন্ধান করা।
— হেনরি মিলার—
শিক্ষার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি ভ্রমণ।
— পাউলো কোয়েলহো —
পুরো বিশ্ব একটি বই যে ভ্রমণ করেনি সে কেবল পুরো বই থেকে একটি পৃষ্ঠা পড়ল।
— সেন্ট অগাস্টিন—
ভ্রমণ আপনাকে কিছু দেয় না কিন্তু সবকিছু দেখায়।
— গ্যাস্টন বেচেলার্ড —
শেষ বাক্য
আমি অপ্রান চেষ্টা করেছি সবচেয়ে সেরা কিছু ভ্রমণ নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন ও উক্তি আপনাদের মাঝে তুলে ধরার। আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আর আপনার ভালো লাগাই আমার এত কষ্টের মিষ্ট প্রাপ্তি।
একটু শুনুনঃ-
আমি জানি আপনার কাছেও অসাধারণ স্ট্যাটা:-/ক্যাপশন রয়েছে। আমি খুবই খুশি হতাম যদি আপনার মূল্যবান ক্যাপশনটি কমেন্ট সেকশনে লিখতেন। ইনশাল্লাহ পরবর্তী আপডেটে আপনার নাম সহ ক্যাপশনটি উল্লেখ করা হবে।