পুরো বছরের দুইটা ঈদ (ফিতর-আযহা) যা আমাদের মাঝে নিয়ে আসে পারস্পরিক ভালোবাসা এবং বিশাল এক খুশি। ঈদের আনন্দকে কয়েকগুণ বৃদ্ধি ও বন্ধুদের মাঝে ঈদের আমেজ ভাগাভাগি করার লক্ষ্যে ঈদ মোবারক স্ট্যাটাস, ক্যাপশন ও শুভেচ্ছা সহ আমরা কত কিছুই না করি তাই না? আর করবোই না বা কেন? এই দুইটা দিন তো মহান স্রষ্টার পক্ষ থেকে আমাদের জন্য খুশির দিন হিসেবে নির্ধারণ করা। আলহামদুলিল্লাহ।
যাই হোক আপনি কি আপনার টাইমলাইনে বন্ধুদের কে ঈদের শুভেচ্ছান্তে অগ্রিম ঈদ মোবারক স্ট্যাটাস ইসলামিক খোঁজ করছেন? কিংবা কি ধরনের ঈদ মোবারক স্ট্যাটাস প্রিয় মানুষের জন্য পারফেক্ট হবে তা নিয়ে দিদায় ? যদি তাই হয় আজকের পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই আর্টিকেলে ঈদ মোবারক স্ট্যাটাস বাংলা, আরবি, ইংরেজি বন্ধু কিংবা প্রবাসী ভাইদের জন্য, ছন্দ ও কবিতার পাশাপাশি নিয়ে এসেছি আরো অনেকগুলো পিক যা খুব সহজে ডাউনলোড করে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন।
যে ভুলটি করবেন না
আমরা অনেকেই সাধারণত যে ভুলটি করে থাকি সেটি হলঃ ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে কোন সোশালে পোস্ট করার ক্ষেত্রে টাইমমেন্টিং করি না। মনে রাখবেন টাইমমেন্টিং সোশ্যাল মিডিয়ায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পোষ্টের ক্ষেত্রে। কারণ আপনি যথাযথ টাইমে পোস্ট না করলে ভালো রেসপন্স পাবেন না। ভালো রেসপন্স পেতে আপনার ফলোয়ারদের একটিভিটির ওপর ভিত্তি করে ঈদের শুভেচ্ছা সহ সকল পোস্ট মেইনটেইন করা। কাজেই আপনাকে আপনার ফ্রেন্ড ফলোয়ার্সদের এক্টিভিটির উপর নজরদারি করা খুবই জরুরি।
ঈদ মোবারক স্ট্যাটাস 2025
🌙عيد مبارك🌙
🌻🌺༏༏─(ঈদ༐༐ মোবারক)─༏༏🌻🌺
•───༏༏🌺☪Eid Mubarak☪🌺༏༏─────
🔵
┊🔵
┊┊🔵
┊┊┊🔵
•──────༏༏🌺༏༏─────
চাঁদ༐༐ উঠেছে༐༐
ফুল༐༐ ফুটেছে༐༐
ঈদের༐༐ খুশি༐༐ ছড়িয়ে༐༐ পড়েছে༐༐
আকাশ༐༐ জুড়ে༐༐🌸🌼🌸
•──────༏༏🌺༏༏─────
┊┊┊🔵
┊┊🔵
┊🔵
🔵
__۵ღঈদ༎༅ আসে༎༅ ভুলিয়ে༎༅ দিতে༎༅ সকল༎༅ দুঃখ!
তাই༎༅ অগ্রিম༎༅ ঈদ༎༅ মোবারক༎༅ জানিয়ে༎༅
তোমার༎༅ কষ্ট༎༅ দূর༎༅ করতে༎༅ চাই!༎༅__۵ღ
🌼🦋__ঈদ মোবারক__🌼🦋
দুঃখ কষ্ট ভুলে সবাই এসো
গাই ঈদের গান!
🌼🦋ঈদ মোবারক🌼🦋
༐༐বছর ঘুরে আবার এলো༐༐
༐༐আবারো ঈদের আমেজ༐༐
•──────༏༏🌺ঈদ মোবারক🌺༏༏─────•
۵࿐༐༐হাজারো প্রতিকূলতার মাঝেও༐༐
দিনশেষে
সেই ঈদের দিনটারই ۵࿐
🍁💘অপেক্ষা༐༐💘 🌼
ছোট বড় সকলের জীবনে
ঈদ বয়ে আনুক
নির্মল আনন্দের উচ্ছাস!
•──────༏༏🌺💘༐ঈদ মোবারক💘🌺༏༏─────•
কাছের༐༐ কিংবা༐༐ দূরের
অনলাইনের༐༐ বা༐༐ অফলাইনের!
সকল༐༐ বন্ধুদের༐༐ রইল༐༐ আমার༐༐ তরফ༐༐ থেকে༐༐ ঈদের༐༐ শুভেচ্ছা
🌺༏༏──•(ঈদ༐༐ মোবারক)•──༏༏🌺
ঈদ মানেই জীবনে হারিয়ে যাওয়া!
অসীম সুখ ও আনন্দ ফিরে আসা!!
❣️
হৃদয় মাঝে খুশির ঝিলিক
এনে দুচোখে নিদ নিয়ে গেলো ঈদ!
❣️
❣️🌺༏༏─────
ঈদের এই আনন্দের খবর ছড়াতে
রং লেগেছে মনে༐༐
❣️🌺༏༏─────
༐༐🌺༏༏─────
কিছু কথা অব্যাক্ত থেকে গেলেও
ঈদের খুশি ছড়িয়ে যাক
সকলের প্রাণে!!
༐༐🌺༏༏─────
🌙تقبل الله مني ومنك🌙
☪(আল্লাহপাক༐༐ আমাকে এবং তোমাকে༐༐ কবুল༐༐ করুক)☪
অতীতের দুঃখগুলা ভুলে গিয়ে༐༐
নতুনভাবে বাঁচাটাই যেনো হয়༐༐
──────༏༏🌺༐༐এবারের ঈদের প্রতিপাদ্য ༐༐🌺༏༏─────
অতীতের দুঃখগুলোকে বিদায় জানিয়ে
❣️༐༐এসো বরণ করি এবারের ঈদ ༐༐❣️
চাঁদের নজর আজ পৃথিবীর দিকে༐༐
──────༏༏🌺༐༐আর ঈদের আনন্দ আজ ছোট-বড় সকলের মনে ༐༐🌺༏༏─────
রিমঝিম এই বৃষ্টিতে
যোগ দিয়েছে ঈদের আমেজ
হোক না রিমঝিম বৃষ্টি ঈদে
আনন্দও প্রকৃতির মতো হয়ে উঠুক স্নিগ্ধ
গা ভর্তি নতুন পোশাক
আর মন ভর্তি নতুন আনন্দই যেনো
ঈদের মূল আকর্ষণ!
ঈদ মানে আকাশে নতুন চাঁদ༐༐
আর ভেঙে যাওয়া মনের নতুন জোড়া!
নীল আকাশে চাঁদের জোসনা দেখছো ঠিকই!
মনের মাঝা থাকা
ঈদের আনন্দ তোমার চোখে পড়ছে কি?
যাক না দিনটা খারাপ!
তবুও তোমায় জানাই ঈদ মোবারক!
মেঘলা আকাশ༐༐ মেঘলা দিন!
কাটুক ভালো ঈদের দিন।
জানাই তোমায় ঈদ মোবারক। ❣️
আমার ঈদ মোবারক বলার লিস্টে তুমিই প্রথম ছিলে।
তোমায় জানায় ঈদ মোবারক।
ঈদ মানে আকাশে নতুন চাঁদ আর হৃদয়ে নতুন চাওয়া।
ঈদ মোবারক!❣️
ঈদের༐༐ দাওয়াত༐༐ তোমার༐༐ তরে༐༐
খুশি মনে༐༐ করো༐༐ গ্রহণ!
ঈদের শুভেচ্ছা জানানোর মাঝেও রয়েছে
এক আকাশসম আনন্দ!!
ঈদের উৎসব এসেছে ফিরে!
সাথে করে এনেছে এক আকাশ আনন্দ!
অগ্রিম ঈদ মোবারক স্ট্যাটাস
সবাইকে༎༅ জানিয়ে༎༅ দিলাম
অগ্রিম༎༅ ঈদ༎༅ মোবারক!!
অন্তরের༎༅ অন্তঃস্থল༎༅ থেকে༎༅ জানাই༎༅
অগ্রিম༎༅ ঈদ༎༅ মোবারক─ ༅༎•🙂
ছোট༎༅ বড়༎༅ কাছের༎༅ দূরের༎༅ সবাইকে༎༅ জানাই
অগ্রিম༎༅ ঈদ༎༅ মোবারক!!
প্রিয়জনদেরཉ সাথেཉ আনন্দেরཉ মাঝেইཉ কাটুকཉ
আপনারཉ ঈদেরཉ দিন!!
(ঈদཉ মোবারক)
বাংলাদেশཉ ওཉ বাংলাদেশেরཉ বাইরে
আমারཉ পরিচিতཉ ওཉ অপরিচিত
সকলཉ প্রিয়ཉ মানুষদেরཉ জানাই!
ঈদཉ মোবারক
আজཉ এইཉ স্নিগ্ধཉ দিনেཉ
পবিত্রཉ ঈদཉ উলཉ ফিতরের
শুভেচ্ছাཉ গ্রহণཉ করুন❥❥═
ঈদ মোবারক স্ট্যাটাস ইসলামিক
☪পড়বো༐ সবাই༐ ঈদের༐ নামাজ,༐
হাসবো༐ সবাই༐ ঈদ༐ আনন্দে!☪
🌙ধনী গরীব সকলের মনে ছড়িয়ে পড়ুক
ঈদের আনন্দ!!🌙
আপনার༐ আগামীর༐ পথচলা
শান্তিময়༐ হয়ে༐ উঠার༐ আশা༐ রেখে
আপনাকে༐ জানাই༐
ঈদের༐ শুভেচ্ছা!
☪সর্বশক্তিমান༐ আল্লাহ
আপনার༐ জীবনের༐ সব༐ দুঃখ༐ মুছে
আপনার༐ ঈদকে༐ করুন
শতভাগ༐ আনন্দময়!☪
☪গরিব-দুঃখীদের༐ সঙ্গে༐ ঈদের আনন্দ
ভাগ༐ করে༐ নিতে༐ পারলেই༐ বেড়ে༐ যায়
ঈদের༐ আনন্দ!☪
সংযম༐ সাধনার༐ প্রতিফলন༐ যেন༐
বছরের༐ বাকি༐ দিনগুলোতেও༐ থাকে
সেই༐ আশা༐ রেখে༐ তোমায়༐ জানাই
ঈদ༐ মোবারক!!
সম্প্রীতি-ভ্রাতৃত্ব༐ শিখতে༐ শিখতে
চলুন༐ ভাগ༐ করে༐ নিই༐ এবারের
ঈদের༐ আনন্দ!
ঈদ༐ যেনো༐ এক
সার্বজনীন༐ আনন্দের༐ নাম!
সার্বজনীন༐ আনন্দের༐ নাম༐ হয়ে༐ উঠুক
এবারের༐ ঈদ
সাম্য,༐ মৈত্রী,༐ ঐক্য༐ এবং༐ ইসলামী༐ ভ্রাতৃত্ববোধ
মিশে༐ যাক༐ প্রতিটি༐ বাঙালির༐ হৃদয়ে!
সবাইকে༐ ঈদের༐ শুভেচ্ছা༐ জানাই༐
হৃদয়ের༐ গভীর༐ থেকে!
ঈদ মোবারক স্ট্যাটাস প্রবাসীদের
প্রবাসী ভাইয়েরা প্রিয়জনদের মুখে শুধু একটুখানি হাসি ফুটানোর জন্য। প্রিয় মাতৃভূমি / প্রিয় মানুষগুলোর মায়া ত্যাগ করে কত কষ্টই না করছেন দূর প্রবাসে। সেই প্রিয় মানুষটির জন্য প্রবাসী ঈদ মোবারক স্ট্যাটাস এর মাধ্যমে শুভেচ্ছা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব আদায়ের লক্ষ্যে আমিও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি চমৎকার কয়েকটি স্ট্যাটাস নিয়ে যা সম্পূর্ণই প্রিয় প্রবাসী ভাইদের জন্য।
একজন༐༐ প্রবাসী༐༐ বুঝে༐༐ আপনজনকে ছেড়ে
ঈদ করা༐༐ কতটা༐༐ যন্ত্রণাদায়ক!
সকল༐༐ প্রবাসী ভাইদের কে জানাই
ঈদ মোবারক!!
এর চেয়ে বড় ত্যাগ༐༐ কি হতে পারে??
যেখানে লক্ষ্য মাইল༐༐ পেরিয়ে মা-বাবাকে ছাড়া
ঈদের দিন ভালো༐༐ না থেকেও༐༐ বলতে হয়
আলহামদুলিল্লাহ খুব ভালো আছি༐༐😔💔
সালাম༐༐ জানাই༐༐👋 সকল রেমিটেন্স༐༐ যোদ্ধাদের
যারা আমাদের জন্য༐༐ অকাল༐༐ কষ্ট করে༐༐ যাচ্ছেন!!
(ঈদ মোবারক)✨🌙🕋🕌☪
প্রবাসীদের༐༐ ঈদ মানে༐༐ জানেন?
সকল༐༐ ব্যস্ততা༐༐ থেকে༐༐ একটু༐༐ ফারেগ༐༐ হয়ে༐༐
সতেজ༐༐ নিঃশ্বাস নেওয়া!!💔
না-জানি কত মায়ের বুক༐༐ ছেড়ে
সুদূর༐༐ প্রবাসে ঈদ করতে হচ্ছে
লক্ষ মায়ের রাজপুত্র দের!!
সবাইকে জানাই (ঈদ মোবারক)✨
ঈদ মোবারক স্ট্যাটাস বন্ধু
প্রিয় বন্ধু༐༐ আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করুন!
🌺༏༏──•(ঈদ মোবারক)•──༏༏🌺
🌺༏༏──•(ঈদ মোবারক বন্ধু )•──༏༏🌺
তোর༐༐ আগামী༐༐ পথচলা༐༐ আরো༐༐ সহজ༐༐ হোক!!
বন্ধু༐༐ মানে༐༐ আবেগ ༐༐
বন্ধু༐༐ মানে༐༐ সঙ্গ༐༐ দেওয়া༐༐
বন্ধু༐༐ মানে༐༐ সবগুলো༐༐ বাধা༐༐ একসাথে༐༐ পাড়ি༐༐ দেওয়া༐༐
বন্ধু༐༐ মানে༐༐ হাসিতে༐༐খুশিতে༐༐ একসাথে༐༐ সঙ্গ༐༐ দেওয়া༐༐
🌙(ঈদ༐༐ মোবারক༐༐ বন্ধু)🌙
আমার༐༐ সকল༐༐ কলিজার༐༐ বন্ধুদেরকে༐༐ জানাই
(পবিত্র༐༐ ঈদের༐༐ শুভেচ্ছা)
☪(ঈদ༐༐ মোবারক)☪
ঈদ মোবারক স্ট্যাটাস আরবি
ঈদের আরবি স্ট্যাটাস খোঁজ করছেন তাই তো? চিন্তা কিসের? আমরা আছি তো। শুধু বাংলাতেই ক্ষ্যান্ত নয় আমরা আপনাদের পূর্ণাঙ্গ চাহিদা পূরণার্থে বাংলা, আরবি, ইংরেজি প্রচলিত এই তিন ভাষায়ই ক্যাপশন নিয়ে হাজির হয়েছি। তাই দেরি না করে পছন্দের আরবি ঈদের ক্যাপশন লুফে নিন।
🌙تقبل الله مني ومنك🌙
🌙عيد مبارك🌙
اللهم تقبل كل مسلمين والمسلمات
🌙عيد مبارك🌙
🕋عيد الاضحى مبارك🕋
☪عيد الفطر مبارك☪
ঈদ মোবারক স্ট্যাটাস ইংরেজি
•───༏༏🌺☪Eid Mubarak☪🌺༏༏─────
🕌Wishing you a blessed Eid and – Eid Mubarak☪
•───༏༏🌺I wish you -Eid Mubarak- on this happy day🌺༏༏─────
🌺༏༏─────Eid Mubarak dear friends•───༏༏🌺
Eid means joy
Eid means happiness
I wish you Eid on this happy day
•───༏༏🌺☪Eid Mubarak☪🌺༏༏─────
ঈদ মোবারক পিকচার 2025
ছবি সংগ্রহের নিয়ম
আপনি ফোন কিংবা পিসি/ ল্যাপটপ যা ইউজ করেন না কেন সিম্পলি পছন্দের পিকটিতে ক্লিক করে ধরে রাখুন। ঠিক তার পরেই দেখাতে পাবেন বেশ কিছু লেখা। সেখান থেকে (download – ডাউনলোড) অপশন এ ক্লিক করুন ব্যাস হয়ে গেল। এখন সরাসরি আপনারা গ্যালারি চেক করুন।
খোলা চিঠি
এই আয়োজনে ঈদের আনন্দকে সবার মাঝে বিলে দেয়ার লক্ষ্যে আপনাদের মাঝে আমি বেশ কিছু ঈদ মোবারক স্ট্যাটাস বাংলা, আরবি, ইংরেজি শেয়ার করেছি। দোয়া করি আমি সহ আমাদের সবার মাঝে ঈদের আনন্দ বহে আনুক আমিন। এমন রোমাঞ্চকর ইসলামিক স্ট্যাটাস ক্যাপশন পেতে biostatuscaption.com সঙ্গেই থাকুন।
আর হ্যাঁ
আপনার কাছে হয়তো আরো সুন্দর ক্যাপশন আছে। আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন আমরা আপনার নাম সহ পরবর্তী আপডেটে সংযোজন করার চেষ্টা করব ইনশাল্লাহ।