দ্বীনি মাইন্ডের মানুষ ইসলামিক স্ট্যাটাস Islamic status bangla দেবে না তো কি দিবে? তাই না? কারণ তারা তো ইসলামকে মনে প্রাণে ভালোবাসে তাইতো তারা স্ট্যাটাস দেয়ার ক্ষেত্রেও ইসলামিক অবলম্বন করে। যেমনটি এই মুহূর্তে আপনি করছেন।
এই আয়োজনে আমরা মানসম্মত দুই লাইনের ইসলামিক বিভিন্ন ধরনের ক্যাপশন, কবিতা রচনা করার চেষ্টা করেছি যেমনঃ- বন্ধু, বিয়ে, অসুস্থতা, নতুন বছর ও ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস।
ইসলামিক স্ট্যাটাস
ღ༎●───
দুনিয়ার নগদ মালকে উপেক্ষা করে
আখেরাতের নেয়ামতের অপেক্ষা করো!!━❞
ɭɭɭɭ●─
হৃদয়ে ফুল ফুটুক প্রভুর তরে
যেন সকল পাপ মুহূর্তে
ঝরে পড়ে!!━❞
🍁༎●───
সব কিছুর খনি রয়েছে
আর তাকওয়ার খনি হলো মুনিনের হৃদয়
༊━━🦋
আল্লাহর উপর ভরসা করো
তিনিই উত্তর ব্যবস্থাকারী!!━❞
ლ❛✿✧••—
শুধু বিপদ এলে প্রভুকে ডাকা
মুমিনের শান নয়!!━❞
❥═══
সালাত মুমিনের
তৃষ্ণার্থ হৃদয়ের পানি!!━❞
✨༊●═══❥
জীবনকে ইসলাম অনুযায়ী চালানো
প্রকৃত সফলতা!!━❞
🦋ɭɭɭღ──
তুমি জান্নাত চেয়ো না
বরং এমন ভাবে জীবন গঠন করো
যেন জান্নাত তোমাকে চায়—ღ
🦋ɭɭɭღ──
🍁ღ༎۵──
জীবনের সফলতা কেবল
ইসলামের ছায়াতলে—ღ
🍁ღ༎۵──
ღ༎●───
জীবনকে ইসলাম মোতাবেক চালাও
তবেই তুমি সফলতার
উচ্চতায় পৌঁছাতে পারবে—ღ
ღ༎●───
༊━━🦋
দু রাকাত সালাত
তোমার সারাদিনের ক্লান্তিকে
দূর করতে সক্ষম—ღ
༊━━🦋
ლ❛✿✧••—
মানুষকে সবটা দিয়েও খুশি করা যায় না অথচ
তোমার প্রভু সামান্যতেই সন্তুষ্ট হন—ღ
ლ❛✿✧••—
🦋༄࿐ ღ༎
আল্লাহর নামেই শুরু করি প্রতিটি কাজ,━ღ
তাঁর রহমতে কাটুক জীবনের প্রতিটি আজ।━❞
_°༅༎🌸ღ
🍁࿐
নামাজে মনোযোগ দিয়ে প্রার্থনা করি,━ღ
আল্লাহর কাছে সব দুঃখ কষ্ট মিটবে জানি।━❞
─༊🦋
༎𝄞⋆⃝💜❝࿐
কোরআনের আলোয় জ্বলে উঠুক হৃদয়,━ღ
আল্লাহর পথে চলুক আমাদের প্রতিদিনের যাত্রা।━❞
_°༅༎༒꧂
!!-🌸✨
রোজার সওয়াব আল্লাহ নিজে দেন,━ღ
তাঁর রহমতে পূর্ণ হোক প্রতিটি দিন।━❞
༊━━🦋
༎═══
হজ্বে গিয়ে মোরা খাঁটি মুসলমান,━ღ
আল্লাহর দরবারে নিবেদন করি প্রাণ।━❞
༊━━🧚♂️
ლ❛✿✧••—
রমযানের রোজায় মেলে আল্লাহর নৈকট্য,━ღ
তাঁর ইবাদতে কাটে দিন ও রাত।━❞
♡︎⎯͢⎯⃝💚
🌸༅༎•─
দান-সদকা করে মিলে অপার সওয়াব,━ღ
আল্লাহর পথে চলাই একমাত্র অভিজ্ঞান।━❞
─༊✾_
✨༊᭄●═══
তাওহীদের পথে চলি সত্যের সন্ধানে,━ღ
আল্লাহর দয়া পেতে করি ইবাদত নিরন্তর। ━❞
__”-🌺
_༊━━❝
আল্লাহু আকবর বলে উঠাই হাত,━ღ
তাঁর ইবাদতে কাটুক প্রতিটি রাত।━❞
─༆༊🦋
!!ღ᭄࿐
মসজিদে গেলে মেলে শান্তির ঠিকানা,━ღ
আল্লাহর ইবাদতে কাটুক জীবন সারা।━❞
︵།།🌻💚
༎ຶ༎ຶ→↓
রাসূলের সুন্নাহ মানি প্রতিটি কাজে,━ღ
তাঁর পথেই চলি সব সময়,
সবখানে।━❞
─༊✾_
🌺༅༎•─–
ইসলামের পথে চলি আল্লাহর নির্দেশ মানি,━ღ
তাঁর ইবাদতে কাটুক প্রতিটি ক্ষণ,
প্রতিটি দিন।━❞
__”-🌺
🌺🦋_
আল্লাহর রহমতে মিলে সকল সুখ━ღ
তাঁর পথে চললেই মিলে শান্তি ও মুক্তি।━❞
࿐ɭɭღ༎۵🦋
_ღ❥︎
সালাম দিয়ে শুরু করি প্রতিটি কথা,━ღ
আল্লাহর ইবাদতে কাটুক জীবনের প্রতিটি রাত।━❞
♡︎⎯͢⎯⃝💚
🦋༄࿐ ღ༎
জুমার দিনের বরকত মিলে বেশি,━ღ
আল্লাহর ইবাদতে কাটুক জীবনের বাকি।━❞
══❥𝄞
🍁࿐
কুরবানির মাধ্যমে মেলে আল্লাহর নৈকট্য,━ღ
তাঁর ইবাদতে কাটুক প্রতিটি দিন ও রাত।━❞
─۵㋛︎༊༎
༎𝄞⋆⃝💜❝࿐আল্লাহর ইবাদতে জীবন করো সাজিয়ে,━ღ
তাঁর রহমতে কাটুক প্রতিটি দিন ও রাতে।━❞
— ღ۵
!!-🌸✨
দোয়ার মাধ্যমে মেলে আল্লাহর দয়া,━ღ
তাঁর ইবাদতে কাটুক জীবনের প্রতিটি সময়।━❞
─༅༎•🌻
༎═══
রমযানের রাতগুলো ইবাদতে কাটাই,━ღ
আল্লাহর রহমতে জীবন সুন্দর হয়। ━❞
_°༅༎༒꧂
ლ❛✿✧••—
আল্লাহর পথে চলি, তাওহীদ মানি,━ღ
তাঁর ইবাদতে কাটুক প্রতিটি দিন ও রাত।━❞
_°༅༎🌸ღ
🍁ღ༎۵──
─প্রভুর কথা শুনো তুমি
নামাজ পড় রোজ!!━❞
তার হুকুম মেনে চল্লে
রাখবে তোমার খোঁজ∙──❞
●─ɭɭɭɭღ──
─আল্লাহ ছাড়া এই দুনিয়ায়
নয়তো কেউ আপন!!━❞
পাশে তোমার কেউ রইবে না
পড়াবে তোমায় কাঁফন∙──❞
🦋ɭɭɭღ──
─অন্ধকার ওই কবরে যদি
থাকতে চাও সুখে!!━❞
দুনিয়ার জীবন কাটাতে হবে
তোমায় দুঃখে দুঃখে∙──❞
ღ࿐ɭɭɭɭღ༎۵──
─গুনা নিয়ে ওই কবরে
যেও না বন্ধু তুমি!!━❞
সাথে তোমার কেউ যাবে না
যাবে না যায়গা জমি ∙──❞
✨༊●═══❥
─তোমার শত ব্যাস্ততা ছেড়ে
নামাজ পড় তুমি!!━❞
সব কাজের চাইতে তোমার
নামাজ হলো দামী∙──❞
মা বাবার হুকুম মানো
থাকতে চাইলে সুখে!!━❞
তারাই তোমার পাশে থাকবে,
সুখে এবং দুঃখে∙──❞
সারাদিন পাপ করে
করো জান্নাতের আশা!!━❞
তোমার ভিতর বিন্দু পরিমাণ
নেই নবীর ভালোবাসা∙──❞
নবীর তরিকায় চলো তুমি
কোরআন খুলে পড়!!━❞
সব ধর্ম ছেড়ে তুমি
ইসলাম ধর্ম ধর∙──❞
জীবনে মোর একটাই ইচ্ছে
যাবো সোনার মাদিনায়!!━❞
আমার দোয়া কবুল করে হে আমার রব্বানা∙──❞
সপ্ন যুগে একবার যেন
নবী তোমায় দেখি!!━❞
এই মনেতে নবী ওগো
তোমার ছবি আঁকি∙──❞
ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস
🦋ɭɭɭღ──
─মানুষের কাছে বারবার চাইলে রাগ করে যায়
আমাদের প্রভু কোনো কিছু না চাইলে নারাজ হন!!━❞
🦋ɭɭɭღ──
✨༊●═══❥
─দুরাকাত তাহাজ্জুদ পুরো
জীবনটাকে পাল্টে দিতে পারে!!━❞
✨༊●═══❥
ღ࿐ɭɭɭɭღ༎۵──
─ইসলাম একটি বৃক্ষ
যার ছায়াতলে আশ্রয় নেয়
মুমিনের হৃদয়!!━❞
ღ࿐ɭɭɭɭღ༎۵──
ɭɭɭɭ●─
─তাসবিহ মুমিনের
গড়মাক্ত হৃদয়কে শীতল করে!!━❞
ɭɭɭɭ●─
🦋ɭɭɭღ──
দোয়া হলো
সকল বিপদের যতার্থ সমাধান!!━❞
🦋ɭɭɭღ──
নামাজের ওই মুনাজাতে
চাই নবী তোমাকে!!━❞
রোজ হাশরে দিও দেখা
তুমি নবী আমাকে🥀
একা ওই কবরে মোর
লাগবে যখন ভয়!!━❞
তখন যেন আল কোরআন
সঙ্গী আমার হয়🥀
মাঝে মাঝে ভাবি আমি
বসে নিরালায়!!━❞
এই দুনিয়ায় কেন পাঠালে
তুমি প্রভু আমায়🥺
পারিনা করতে তোমার ইবাদত
করি শুধু গুনা!!━❞
তোমার কঠিন আজাব থেকে
চাইগো প্রভু পানা🥺
ღ࿐ɭɭɭɭღ༎۵──😔
─ ক্ষমা কর তুমি আমায় ওহে রাব্বানা
শুধু তোমার রেজামন্দি চাই!!━❞
আর তো কিছু না—ღ
ღ࿐ɭɭɭɭღ༎۵──😔
🍁༎●───
─ এমন কাজ করার তাওফিক
দাও প্রভু আমায়!!━❞
যে কাজে আমি খুশি
করতে পারবো তোমায়—ღ
🍁༎●───
ღ༎●───😔
─ এমন কাজ আমার দ্বারায়
হয় না যেন কবু!!━❞
যে কাজে অসন্তুষ্টি
হবে তুমি প্রভু—ღ
ღ༎●───😔
🦋ɭɭɭღ── 🥀
─ তোমার দরবারে তুল্লাম হাম
কবুল কর প্রভু!!━❞
তোমার কথার অমান্য যেন
না করি আমি কবু—ღ
🦋ɭɭɭღ── 🥀
ইসলামিক স্ট্যাটাস ফেসবুক
জ্ঞানের ধারক সেই ব্যক্তি
যিনি নিজে শেখেন এবং অন্যকে শিক্ষা দেন━!!
সত্যিকারের সফলতা তখনই আসবে
যখন জান্নাতের দরজা পেরিয়ে যাবো━!!
দীর্ঘদিনের চাপ মন ক্ষত রাখে
স্বস্তি এলেও সেই দাগ থেকে যায়
তবুও আমাদের ভালো থাকতে হয়━!!
কঠিন সময়ে সব দরজা বন্ধ হলেও
প্রভুর দরজা সর্বদাই খোলা থাকে━!!
অতীতের ভুলগুলি ভুলে যান,
প্রভুর প্রেমে ফিরে আসুন━!!
আনন্দে, বেদনায়, এবং বিপদে, সবসময়
প্রভুর প্রশংসা করাই ধৈর্যের পরিচয়━!!
একদিন আমার না থাকার খবর শুনে
কেউ কেউ বলবে, প্রভুর কাছে ফিরে গেছে━!!
এই দুনিয়ার পরিচিতি অস্থায়ী
হাশরের ময়দানে কেউ কাউকে চিনবে না━!!
পাপের এই দুনিয়াতে
আমি বড় পাপি!!━❞
আমায় তুমি ক্ষমা কর
চাইগো প্রভু মাফি—ღ
তুমি ছাড়া ক্ষমা করার
নেই তো কারো শক্তি!!━❞
জাহান্নামের আজাব থেকে
চাইগো প্রভু মুক্তি—ღ
তোমার কাছে প্রবু আমি
একটাই ফরিয়াদ জানাই!!━❞
রোজ হাসরে যেন আমি
নবীর সুপারিস পাই—ღ
মুসলিম ঘরে জন্ম নিয়ে
ধন্য হলাম আমি!!━❞
আমার কাছে আমার ধর্ম
সব ধর্মের চেয়ে দামী—ღ
নবীর পথে চলবো মোরা
খোদার হুকুম মেনে!!━❞
অধিক পরিমাণ আমল করবো
হাদিস কোরআন জেনে—ღ
ইসলাম ছাড়া অন্য কোথাও
পাবে না মনের সুখ!!━❞
আল্লাহর রহম থেকে বের হলে
পাবে শুধু দুখ—ღ
সবকিছুর থেকে বেশি
বাসো প্রভুকে ভালো!!━❞
তবে তুমি খুজে পাবে
সঠিক পথের আলো—ღ
জান্নাত তুমি চাইলে বন্ধু
করিও না নামাজ কাজা!!━❞
সময় মতো যাকাত দিও
রাখিও তুমি রোজা—ღ
এই মনেরি যতো চাওয়া
বলো সব প্রভুকে!!━❞
সব চাওয়া পুরোন করে
দিবে প্রভু তোমাকে—ღ
আমার এই অধমের
একটাই শুধু আশা!!━❞
এই জীবনে পাই যেন
প্রভুর ভালোবাসা—ღ
ইসলামিক স্ট্যাটাস ক্যাপশন
প্রভুর নামে শুরু করি সব কাজ
তাঁর অনুগ্রহে কাটুক জীবনের প্রতিটি আজ!━❞
নামাজে মনোযোগ দিয়ে প্রার্থনা করি
প্রভুর কাছে সব কষ্ট দূর হবে জানি!━❞
কোরআনের আলোয় আলোকিত হোক মন
প্রভুর পথে চলুক আমাদের প্রতিদিনের গমন!━❞
রোজার সওয়াব প্রভু নিজে দেন
তাঁর করুণায় পূর্ণ হোক প্রতিটি ক্ষণ!━❞
রমযানের রোজায় মেলে প্রভুর নৈকট্য
তাঁর উপাসনায় কাটে দিন ও রাত!━❞
একত্বের পথে চলি সত্যের সন্ধানে
প্রভুর দয়া পেতে করি উপাসনা অবিরত!━❞
আল্লাহু আকবর বলে উঠাই হাত
তাঁর উপাসনায় কাটুক প্রতিটি রাত!━❞
মসজিদে গেলে মেলে শান্তির ঠিকানা
প্রভুর উপাসনায় কাটুক জীবন সারা!━❞
রাসূলের সুন্নাহ মানি সব কাজে
তাঁর পথেই চলি সব সময়, সবখানে!━❞
প্রভুর কৃপায় শুরু করি প্রতিটি দিন
তাঁর অনুগ্রহে কাটুক প্রতিটি মুহূর্ত!━❞
নামাজে মনোযোগ দিয়ে প্রার্থনা করি
প্রভুর কাছে সব কষ্ট দূর হয়ে যাবে!━❞
কোরআনের আলোয় আলোকিত হোক মন
প্রভুর পথে চলুক আমাদের প্রতিদিনের গমন!━❞
রোজার সওয়াব প্রভু নিজে প্রদান করেন
তাঁর করুণায় পূর্ণ হোক প্রতিটি ক্ষণ!━❞
হজ্বে গিয়ে আমরা খাঁটি মুসলমান
প্রভুর দরবারে নিবেদন করি প্রাণ!━❞
রমযানের রোজায় মেলে প্রভুর কৃপা
তাঁর উপাসনায় কাটে দিন ও রাত!━❞
দান-খয়রাত করে মিলে অসংখ্য সওয়াব,
প্রভুর পথে চলাই আমাদের লক্ষ্য!━❞
একত্বের পথে চলি সত্যের সন্ধানে,
প্রভুর দয়া পেতে করি উপাসনা অবিরত!━❞
আল্লাহু আকবর বলে উঠাই হাত
তাঁর উপাসনায় কাটুক প্রতিটি রাত!━❞
তোমার মুখের ওই কালো দাড়ি
দিও না তুমি কেটে─●
নবীর ওই সুন্নত তুমি
করিও না বন্ধু বেঁটে!━✿
কঠিন ওই হিসাবের মাঠে
খাওয়াইও কাওসারের পানি─●
তোমার রহম ছাড়া জান্নাত
পাবো না আমি জানি!━✿
নামাজের ওই মুনাজাতে
খুজি প্রভু তোমাকে─●
পাপের এই সাগর থেকে
মুক্তি দাও আমাকে!━✿
আমার এই মনের ব্যাথা
তুমি ছাড়া
নেইতো বুঝার কেউ─●
সকল ভুল ক্ষমা করে
আমায় প্রভু তোমার করে নাও!━✿
──۵㋛︎༊༎༊༎
ওই মাদিনায় যাবো আমি
দেখতে নবীরে!!━❞
মাদিনা আর কতদূর
তোমরা কও আমারে∙──❞
●══❥𝄞
মসজিদের ওই পালকি খানা
আছে মোর অপেক্ষায়!!━❞
না জানি কবে নিয়ে যাবে
সে পালকি করে আমায়∙──❞
ღ࿐ɭɭɭɭღ༎۵🦋
দুহাত ওই মাটির ঘরে
থাকবো আমি কেমন করে
লাগবে অনেক ভয়!!━❞
এমন এক কঠিন দিনে
প্রভু যেন আমার সঙ্গী হয়∙──❞
─༅༎•🌺
পাপে ভরা হৃদয় আমার
হয়ে গেছে কালো!!━❞
তাইতো এখন প্রভুর হুকুম
লাগে না মোর ভালো∙──❞
♡︎⎯͢⎯⃝💚
পথ হারা প্রতিক আমি
খুজি প্রভু তোমাকে!!━❞
তোমার কাছে ফিরিয়ে নেও
পথ হারাএই আমাকে∙──❞
❥═══
পাপের সাগরে ভাসছি আমি
পাইনা কুল খুজে!!━❞
এই পাপের পাবো কি ক্ষমা
মনতো নাহি বুঝে∙──❞
নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস
তোমার বিশাল আকাশ দেখে
ভাবি মনে মনে∙─❞
তোমার সৃষ্টি এতো সুন্দর
সবুজ এই ত্রিভুবনে!━✿
নবী তোমার প্রেমের সাগরে
দিয়েছি আমি ডুব∙─❞
আল্লাহর জন্য নবী তোমায়
ভালোবাসি খুব!━✿
মুয়াজ্জিনের আজান শুনে
থাকি ঘরে কেমন করে
মন যে মোর ছটফট করে∙─❞
ওই মসজিদে যাইবার তরে!━✿
ইসলামের ওই ছায়াতলে
ফিরে তুমি আসো∙─❞
সবকিছু ভুলে তুমি
নবীকে ভালোবাসো!━✿
ღ࿐ɭɭɭɭღ༎۵🦋
মনের সুখ যদি তুমি ফিরে পেতে চাও
সকল ব্যাস্ততা ছেড়ে তুমি!!━❞
মসজিদে যাও─●
─༅༎•🌺
ওই আল্লাহর ভয়ে যদি
ছাড়তে পারো গুনা!!━❞
রোজ হাসরে পাবে তুমি
আজাব থেকে পানা─●
♡︎⎯͢⎯⃝💚
পাখিরা সুরেসুরে
গায় নবীর গান!!━❞
মুয়াজ্জিনের আজান শুনে
জুড়ায় মোর প্রান─●
🍁༎●───
সবুজ এই পৃথিবীতে
যেদিকে আমি তাকাই!!━❞
চারো দিকে প্রভু আমি
তোমায় দেখতে পাই─●
༊━━🦋
মনের এই গহীন ঘরে
আছো প্রভু তুমি!!━❞
তোমায় ছাড়া রোজ হাসরে
চাই না কিছু আমি─●
🦋ɭɭɭღ──
প্রভু তুমি থাকো কোথায়
দাও না মোরে দেখা!!━❞
তোমায় ছাড়া প্রভু আমার
লাগে ভিষণ একা─●
অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস
আজ যে দেহ নিয়ে
করছো তুমি বড়াই!━✿
অসুস্থ হয়ে দেখো তুমি
করবে তখন হায় হায়..¡¡¡
অসুস্থ মোর দেহ খানা
চলতে চায় না আর!━✿
আমায় একটু শক্তি দাও
রহম চাই তোমার..¡¡¡
অসুস্থ ওই ব্যাক্তির খেদমত
করো যদি তুমি!━✿
প্রভুর কাছে হবে তুমি
অনেক অনেক দামী..¡¡¡
বন্ধু তুমি অসুস্থ হলে
যেও না প্রভুকে ভুলে!━✿
নামাজ পড়ে দোয়া করো
তুমি দুহাত তুলে..¡¡¡
অসুস্থ মোর দেহ নিয়ে
ডাকি প্রভু তোমাকে!━✿
এবার একটু রহম করো
তুমি প্রভু আমাকে..¡¡¡
●❯────────────────❮●
সুস্থ থাকতে চিনলাম না
তোমায় প্রভু আমি!━✿
অসুস্থ হয়ে বুঝি আজ
তুমি কতটা দামী!!━❞
●❯────────────────❮●
●▬▬▬▬▬๑۩♡۩๑▬▬▬▬▬●
অসুস্থতার বাহানা করে
থেকো না তুমি বসে!━✿
খোদার হুকুম না মানলে
রহম নাহি আসে!!━❞
●▬▬▬▬▬๑۩♡۩๑▬▬▬▬▬●
00:36 ━●━━━━━ 5:00
অসুস্থতার নিয়ামতে বুগছি প্রভু আমি
অসুস্থ হয়ে বুঝি আজ
সুস্থতা কতটা দামী!!━❞
00:36 ━●━━━━━ 5:00
04:02 ━━━━━━●00:00 ⇆
অসুস্থ হওয়ার আগে তুমি
কর প্রভুর ইবাদাত!━✿
পুরোন করো বন্ধু তুমি
প্রভুর দেওয়া আমানত!!━❞
04:02 ━━━━━━●00:00 ⇆
সুস্থ তোমার দেহ খানা
থাকবে না সারাজীবন!━✿
হঠাৎ একদিন অসুস্থ হয়ে
হবে তোমার মরন!!━❞
┇┇┇┇♥️
┇┇┇💚
┇┇💙
┇💛
❤️
ছেলে সন্তান নিয়ে ইসলামিক স্ট্যাটাস
এই দুনিয়ায় একটি ছেলে
আলেম তোমার হলে—ღ
তার উছিলায় পাবে তুমি
ক্ষমা পরকালে!!━❞
বাড়ির পাশের ওই মাদ্রাসায়
দাও তোমার ছেলেকে—ღ
পরকালে থাকতে যদি
চাও তুমি সুখে!!━❞
তার চেয়ে দামী বাবা মা
কে আর আছে বল—ღ
যার ছেলে এই দুনিয়ায়
ভালো আলেম হলো!!━❞
ছেলেকে তুমি বানাও হাফেজ
বানাও তুমি আলেম—ღ
নাহয় অসৎ শিক্ষা
শিক্ষা করে
হয়ে যাবে সে জালেম!!━❞
খোদার ওই আরশের ছায়ায়
থাকতে চাইলে তুমি—ღ
ছেলেকে তুমি হাফেজ বানাও
হবে অনেক দামী!!━❞
তোমার ওই ছেলেকে বন্ধু
দাও কোরআন শিক্ষা—ღ
তবেই তুমি পাবে বন্ধু
রোজ হাশরে রক্ষা!!━❞
যেই ছেলের মাঝে সঠিক
ইসলামি বুঝ থাকে—ღ
সেই ছেলে তার স্ত্রীকে
কবু বেপার্দায় নাহি রাখে!!━❞
নবীর সুন্নত মুখের দাড়ি
কেটে পেলে যারা
রোজ হাসরে
নবীর সুপারিশ
পাবে না তো তারা!!━❞
পড়তে যদি সরম লাগে
মাথায় তোমার টুপি—ღ
কেমন করে পাবে তুমি
রোজ হাশরে মাফি!!━❞
মুসলিম ঘরের ছেলে হয়ে
রাখো না মুখে দাড়ি—ღ
বেপর্দায় চলো তুমি
খুজো সুন্দর নারী!!━❞
কন্যা সন্তান নিয়ে ইসলামিক স্ট্যাটাস
এই দুনিয়ায় বন্ধু তোমার
মেয়ে সন্তান হলে∙─❞
পর্দার ভিতর রাখিও তারে
কবরে শান্তি চাইলে─۵༎ღ
যে নারী বেপর্দায়
খালি গায়ে হাঁটে∙─❞
পরকালে জাহান্নাম
তাদের কপালে জুটে─۵༎ღ
মেয়ে তোমার
হিজাব পড়তে ভালো লাগে না
মনে রেখো
আরশের ছায়া
তুমি পাবে না─۵༎ღ
পর্দা করে চলো তুমি
পেতে চাইলে সুখ∙─❞
নাহয় তোমার রোজ হাসরে
পেতে হবে দুখ─۵༎ღ
নারী তোমার গলার আওয়াজ
সেটাও হলো ছতর∙─❞
চলার পথে লাগাইও না
নারী তুমি আঁতর─۵༎ღ
যে মেয়ের পিতা মাথা
রেখেছে তারে পর্দায়∙─❞
পরকালে আরশের ছায়া
পাবে তারা মাথায়─۵༎ღ
পর্দা নারীর অহংকার
পর্দা নারীর সব∙─❞
পর্দায় তুমি চল্লে নারী
মাফ করবে তোমায় রব─۵༎ღ
পর্দা যদি নারী তোমার
নাহি লাগে ভালো∙─❞
কেমন করে পাবে তুমি
নুরের ও আলো─۵༎ღ
ছোট থেকেই কন্যাকে তোমার
দাও ইসলামের শিক্ষা∙─❞
পরকালে তার সুপারিশে
পাবে তুমি রক্ষা─۵༎ღ
তোমার ওই ছোয়া শুধু
পাবে তোমার স্বামী∙─❞
নারী তুমি এই পৃথিবীর
সবচেয়ে দামী─۵༎ღ
বিয়ে নিয়ে ইসলামিক স্ট্যাটাস
হারাম থেকে বাঁচতে বন্ধু
করো তুমি বিয়া!━❞
অন্য নারীর যায়গায় তখন
ঘুরিও বউকে নিয়া─༅༎•
বিয়ে হলো আল্লাহর পক্ষ থেকে
অনেক বড় আমল!━❞
বিয়ে তুমি কর বন্ধু
থাকলে তোমার সম্বল─༅༎•
প্রাপ্ত বয়স্ক হলে বন্ধু
করো তুমি বিয়া!━❞
যৌবনকাল পার করিও না
ঘুরে বান্ধবী নিয়া─༅༎•
তোমার বিয়ের মঞ্চে বন্ধু
বাজাইওনা বিয়ের গান!━❞
বিয়ের মাঝে রহম আনতে
বাজাও আল কোরআন─༅༎•
বিয়ে মানে মনের শান্তি
বিয়ে মানে সুখ!━❞
যদি ওই বিয়ের মধ্যে
না থাকে যৌতুক─༅༎•
যে বিয়েতে যত বেশি
হয় খরচ কম!━❞
ওই বিয়েতে তত বেশি
থাকে খোদার রহম─༅༎•
বিয়ে হলো ইসলামের
অনেক বড় শিক্ষা!━❞
বিয়ের মাঝে করিও না
যৌতুক নামে ভিক্ষা─༅༎•
বিয়ের পর বাবা মাকে
যেও না বন্ধু ভুলে!━❞
ছোটকালে ছিলে তুমি
যে বাবা মায়ের কোলে─༅༎•
চাঁদের মতো সুন্দর তুমি
করবো তোমায় বিয়া!━❞
নামাজের ওই মুনাজাতে
এনেছি তোমায় চাইয়া─༅༎•
বিয়ে করে দুজন মোরা
যাবো সোনারমাদিনা!━❞
অতীতের সব ভুল থেকে
চাই প্রভু পানা─༅༎•
বন্ধু নিয়ে ইসলামিক স্ট্যাটাস
───༆༊🦋
তোমার সাথে সারাজীবন
চাই বন্ধু থাকতে─●
পরকালেও থাকবো মোরা
জান্নাতে একসাথে—ღ
───༆༊🦋
✨༊●═══❥
চলার পথে এমন বন্ধু
রাখিও তুমি পাশে─●
যে বন্ধু আল্লাহর জন্য
তোমায় ভালোবাসে—ღ
✨༊●═══❥
🍁༎●───
পৃথিবীতে বন্ধু তুমি
সবচেয়ে আপন─●
একা আমি থাকবো কিভাবে
পড়ালে তোমায় কাপন—ღ
🍁༎●───
ɭɭɭɭ●─
আল্লাহর জন্য বন্ধু আমি
তোমায় ভালোবাসি─●
তাই তো বন্ধু সব ছেড়ে
তোমার কাছে আসি—ღ
ɭɭɭɭ●─
ღ࿐ɭɭɭɭღ༎۵🦋
নামাজের ওই মুনাজাতে
বন্ধু তোমায় চাই─●
রোজ হাশরের মাঠেও যেন
বন্ধু তোমায় পাই—ღ
ღ࿐ɭɭɭɭღ༎۵🦋
ღ༎●───
বিশাল ওই জান্নাতেনা
পেলে বন্ধু তোমাকে
কিভাবে থাকবো একা─●
প্রভুর কাছে চাই আমি
ওইদিন পাই যেন তোমার দেখা—ღ
ლ❛✿✧••—
প্রভুর থেকে বন্ধু তুমি
অনেক বড় পাওয়া
তুমি ছিলে বন্ধু আমার
একমাত্র চাওয়া—ღ
●─ɭɭɭɭღ──
প্রভুর প্রেমে পড়েছি আমি
থেকে তোর সাথে─●
তোমার সাথে চাঁদ দেখবো
বসে দুজন রাতে—ღ
🍁ღ༎۵──
তোমার প্রতি বন্ধু আমার
এক আকাশ পরিমার ভালোবাসা─●
তুমি হারালে বন্ধু আমার
হবে সর্বনাশা—ღ
✨༊●═══❥
বন্ধু আমার মেঘলা আকাশ
পূর্নিমা রাতের চাঁদ─●
তোমায় দেকে কাটিয়ে দিবো
আমি পুরা রাত—ღ