অভিমান শব্দটি শুনতে সহজ হলেও এর ভিতর লুকিয়ে আছে এক গভীর অর্থ। অভিমান সেই কষ্টের প্রতিচ্ছবি যা কেবল জন্ম নেয়, যখন প্রিয় কারো কাছ থেকে প্রত্যাশিত ভালোবাসা কিংবা আচরণ না পাই। মনে রাখবে অভিমান মানেই রাগ নয়, অভিমান ভালোবাসার এক সংবেদনশীল দিক। যা প্রিয়জনের অবহেলা বা আচরণে হৃদয়কে ভেঙ্গে চুরমার করে দেয়, ঠিক ওই সময়টাতে মনের মধ্যে যে নীরব কষ্ট বাসা বাঁধে, তাকেই অভিমান বলে।
অভিমান আমরা ওই মানুষটার সাথেই করি যে মানুষটিকে আমরা খুব করে ভালোবাসি, আর খুব করে ভালোবাসার মানুষ থেকে কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি, আর সেই কষ্ট থেকেই অভিমানের জন্ম। অভিমান এক ধরনের নীরব প্রত্যাশা, যেখানে অবিরত লুকিয়ে থাকে ভালোবাসা।
অভিমান যেমন সম্পর্ককে খুব দূরে ঠেলে দিতে পারে, ঠিক তেমনি সঠিক সময়ে অভিমান কাটিয়ে উঠতে পারলে সম্পর্ক আরো মজবুতও করতে পারে।
যাই হোক অভিমান নিয়ে বেশ লম্বা চড়া আলোচনা করা হলোঃ এবার চলো মুহাম্মদ ইউসুফ খন্দকার●─── রচয়িত অসম্ভব সুন্দর সুন্দর কিছু অভিযোগ – অভিমান নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন দেখে আসি।
অভিমান নিয়ে উক্তি
নিম্নের অভিমান নিয়ে উক্তি গুলো খুবই যত্ন সহকারে রচনা করেছে ছোট ভাই মুহাম্মদ ইউসুফ●─── ইতিপূর্বে ইউসুফের লেখা বেশ কিছু উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন পাবলিস্ট হয়েছে এই ওয়েবসাইটে তন্মধ্যে অবহেলা – পুরনো স্মৃতি ও সফলতা নিয়ে উক্তিগুলো অন্যতম।
✨༊●═══❥
আমার রক্তে মাংসে মিশে যাওয়া ভালোবাসায়
অভিমান জমিয়ে রাখা দুঃসাধ্য!━✿
✨༊●═══❥
ღ࿐ɭɭɭɭღ༎۵──
─পৃথিবীর সমস্ত মান- অভিমান ভেঙে
আমি তোমায় ভয়ংকর ভালোবাসি!━✿
ღ࿐ɭɭɭɭღ༎۵──
🍁༎●───
─যদি অভিমান ফুরোবার পর আসতে মন চায়
তবে চলে এসো-
আমি তোমায় পাবার তরে
বার বার বহু বার
হারতে রাজি!━✿
🍁༎●───
ღ༎●───
─তোমার অভিমানের প্রচন্ডতায় আমি
আজও দোষী হয়ে আছি!━✿
ღ༎●───
ლ❛✿✧••—
─তোমার পুষিয়ে রাখা অভিমান ফুরিয়ে গেলে
আমায় আবার ফিরিয়ে নিয়ো!━✿
ლ❛✿✧••—
🦋ɭɭɭღ──
তুমি অভিমান পুষে রাখলে
আমার ভালোবাসার মৃত্যু হবে—ღ
🦋ɭɭɭღ──
🍁ღ༎۵──
তোমার ভালোবাসার আধিক্যতায়
আমার মনে অভিমানের জন্ম নেয়া বারন—ღ
🍁ღ༎۵──
ღ࿐ɭɭɭɭღ༎۵──
হাজারো অভিমান-অভিযোগের পর
আমিও তোমায় অন্ধের মতো ভালোবাসি—ღ
ღ࿐ɭɭɭɭღ༎۵──
ლ❛✿✧••—
অভিমান শেষ হলে
চলে এসো
আমার দুচোখ–
তোমার অপেক্ষায় নির্ঘুম—ღ
ლ❛✿✧••—
🍁༎●───
আমার ভালোবাসার স্রোতে
তোমার অভিমানের বাঁধ ভাঙ্গতে বাধ্য হবে—ღ
🍁༎●───
🦋ɭɭɭღ──
তোমার উষ্ণ দেহের আলিঙ্গনে আমি
ভুলে যাই সমস্ত অভিমান
🦋ɭɭɭღ──
✨༊●═══❥
আমার সমস্ত অভিমান উড়ে গেছে
তোমার নামের ফানুস হয়ে
✨༊●═══❥
●══❥𝄞
তুমি অভিমান জমিয়ে রাখলে
আমায় আর খুজে পাবে না কভু
●══❥𝄞
ღ࿐ɭɭɭɭღ༎۵🦋
তোমার পীনোন্নত বক্ষে মাথা রাখলে
আমার সকল অভিমান হারিয়ে যায়🌸༅༎•
ღ࿐ɭɭɭɭღ༎۵🦋
─༅༎•🌺
আমার হৃদয় আকাশে
অভিমানের চাঁদ উঠেছে তোমার নামে
─༅༎•🌺
༊━━🦋
অভিমানের দাগ মুছে
আমায় তুমি আবার ভালোবাসো
༊━━🦋
─۵༎ღ
অভিমানের ক্লান্তি হলে
তুমি ফিরে দেখো
আমি ছেড়ে যাওয়া প্রান্তেই
অটুট থাকবো
─۵༎ღ
🦋ɭɭɭღ──
তুমি আমার ভালোবাসার
বাবুই বাসায়
অভিমানের আগুন জালিয়েছো
🦋ɭɭɭღ──
✨༊●═══❥
অভিমান হলো শুভ্র আভা
জমিয়ে রাখলে কালো রূপে মেঘ হয়🌸༅༎•
✨༊●═══❥
অভিমানী কষ্টের স্ট্যাটাস
“অভিমানী” ওই মানুষকে বোঝানো হয়, যে প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেয়ে নীরবে নিজেকে আড়াল করে নেয়। এই মানুষগুলো সাধারণত প্রিয় মানুষদের সরাসরি রাগ দেখায় না। বরং নিঃশব্দে দূরে সরে যায়।মানুষগুলো ছোট ছোট ব্যাপারেও কষ্ট পেয়ে নিজেকে গুটিয়ে নেয়, কারণ সে তার প্রিয়জনের কাছ থেকে কখনোই এমনটি প্রত্যাশা করেনি।
যাই হোক তুমি যেহেতু এই আর্টিকেলটি ভিজিট করতেছো মনে হচ্ছে তুমিও একজন অভিমানী মানুষ। তুমিও অল্পতে অভিমান করে বসো। আর সেই অভিমান নিয়েই অভিমানী কষ্টের স্ট্যাটাস তোমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চাচ্ছ তাই তো? যদি তাই হয়, নিম্নের ক্যাপশন গুলো তোমার জন্য যথাযথ, সুতরাং একটি ক্যাপশনও যেন মিস না হয়।
তোমার জীবনের উল্লাস ফুরোবার পর
যদি আসতে মন চায় তবে চলে এসো!!━❞
আমি মান অভিমানের খেলায়
বাববার বহু বার হারতে রাজি।─༅༎
আমার প্রতি অভিযোগ হলে তুমি বলে দিয়ো বাতাসে
আমি কখনো কান পেতে শুনে নিবো তোমার সুহাসে─
সমস্ত অভিমান ভেঙ্গে আমি তোমায় এখনো ভালোবাসি─༊
অভিযোগ কখনো রাখতে
বলে দিয়ো আমি শুধরে নিবো— ღ۵
আমার অভিমানি মনে
তোমার কথা শুনে
দিতে রাযি জীবন─۵༊༎
অভিমান হলে কখনো ছেড়ে যেয়ো না
আমি নির্দ্বিধায় শুধরে যাবো࿐ɭɭɭɭ
●▬▬▬▬▬๑۩♡۩๑▬▬▬▬▬●
❝──∙তোমায় ভালোবাসি বিধায়
আমার হৃদয়ে বাকি নেই আর কোন আভিমান∙──❞
●▬▬▬▬▬๑۩♡۩๑▬▬▬▬▬●
●❯────────────────❮●
●━তোমার অভিমান ভাঙ্গাতে
আমি পারি দিতে জানি পৃথিবীর দুর্লভ পথ-ঘাট━●
●❯────────────────❮●
00:36 ━●━━━━━ 5:00
❞︵!!অভিমান ফুরিয়ে এলে
❞━!!চলে এসো!!━❞
আপেক্ষায় থাকবো চিরদিন!!︵❝
00:36 ━●━━━━━ 5:00
ɭɭɭɭ●─
─কখনো অভিযোগ
কখনো অভিমান
তবুও আমি তোমার তরে হতে রাজি কুরবান।
─༊✾
ღ༎●──
─মান-অভিমান সব কাটিয়ে
আমায় তুমি আবারো ভালোবেসো
─༅༎•🌺
ɭɭɭღ༎۵─
─অভিযোগ হলে চিঠি দিয়ো আকাশের ঠিকানায়।
ღ࿐ɭɭɭɭღ༎۵🦋
✨༊●══
─অভিমান পুষে রাখলে ভালোবাসা ফুরিয়ে যায়।
══❥𝄞
❥═══
─আমার তরে তোমার যত অভিযোগ
সব কিছু উপেক্ষা করে আবারো ফিরে এসো আমার নীড়ে।
─۵㋛︎༊༎༊༎
🌸༅༎•ღ༎●──
─যদি অভিমান শেষ হয়
চলে এসো আমার নীড়ে
আমি তোমায় ভালোবাসবো
যদি তুমি আবার ফিরে।
— ღ۵
অভিমানী স্ট্যাটাস
❥═══
আমায় তুমি খুঁজে না পেলে ধরে নিয়ো
অভিযোগ পুষে রেখেছি!!━❞
❥═══
🌸༅༎•─
অভিমানি মন আমার
তোমায় চায় বহুবার!!━❞
🌸༅༎•─
🦋༄࿐
অভিযোগ হলে বরে দিয়ো
নয়তো আমি হারিয়ে যাবো!!━❞
🦋༄࿐
🍁࿐
অভিমান অভিযোগ সব মিলিয়ে
আমায় তুমি হারালাম শেষে!!━❞
🍁࿐
ღ༎●───
আমি কখনো আভিযোগ করিনি তোমার প্রতি
অথচ তুমি আজ আমর ইতি!!━❞
ღ༎●───
ɭɭɭɭ●─
আভিমান জমা আমার হৃদয়ে
তাই তোমার ভালোবাসা পাইনা!!━❞
ɭɭɭɭ●─
রাগ অভিমান নিয়ে উক্তি
রাগ ও অভিমান— এ দুটো শব্দ খুব ঘনিষ্ঠ হলেও উভয়ের মধ্যকার পার্থক্য অত্যন্ত সূক্ষ্ম। রাগ— প্রকাশ পায় যখন কারো আচরণে আমরা সরাসরি বিরক্ত হই এবং তৎক্ষণাৎ সেই বিরক্তির বহিঃপ্রকাশ ঘটাই। (যেমন কেউ একজন তোমায় গালি দিল তুমি রাগান্বিত হয়ে তাকেও কষ্টদায়ক কিছু একটা করলে) রাগে সাধারণত আবেগ নিয়ন্ত্রণ করা যায় না বরং তাৎক্ষণিক এর প্রতিক্রিয়া বহিঃ প্রকাশন ঘটে।
অন্যদিকে অভিমান— এটি নীরব ও সূক্ষ্ম কষ্টের প্রকাশ। যখনই প্রিয়জনের কাছ থেকে কাঙ্খিত প্রত্যাশা পূরণ না হয়, তখনই অভিমান জন্মায়। যাইহোক এই সম্পর্কে আর আলোচনা না করি। এবার চলো অসম্ভব আকর্ষণীয় বেশ কিছু রাগ অভিমান নিয়ে উক্তি দেখে নেই।
࿐ɭɭɭɭღ༎۵──
কখনো আমার ছেড়ে যেয়ো না
যদিও জমা থাকে শত অভিযোগ!!━❞
࿐ɭɭɭɭღ༎۵──
✨༊●══
তুমি বিহীন আমার পৃথিবী শূন্য
তাই কখনো হারিয়ে যেয়ো না
যদিও থাকে আমার প্রতি শত অভিমান!!━❞
✨༊●══
─༊✾ আমার হৃদয়ে তোমার ভালোবাসার পরিনামে
জন্ম নিয়েছে অভিমান—ღ
ღ࿐ɭɭঅভিমান হলো ক্ষত অঙ্গের মতো
না কাটলে বাড়তে থাকে ক্ষণে ক্ষণে—ღ
ღ༎۵─তোমায় ভালোবাসি বিধায়
তোমার প্রতি অভিযোগ জন্মে—ღ
❝──∙যদি ভাঙ্গাতে পারো অধিকার খাটিয়ে
তবেই করবো অভিমান—ღ
❝━!!অভিমান করা যায় কাছের মানুষের সাথেই
অন্যথায় তা বৃথা—ღ
-❈┉┄যা নিয়ে অভিমান করো তা যদি দ্বিতীয় বার খুঁজে পাও
তবে বুঝে নিয়ো অবহেলার জন্ম ঘটেছে—ღ
ღ༎●─তোমায় দেখবে বলে মন
আমি অভিযোগ করি না এখন—ღ
অভিযোগ নিয়ে উক্তি
“অভিযোগ” অসন্তোষ বা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে প্রিয় মানুষের বিরুদ্ধে যেসব অভিযোগ সে অভিযোগ আর সাধারণ অভিযোগ সমান নয়। সাধারণত অভিযোগ কেউ কোন ভুল কিংবা আমাদের প্রতি অবিচার করলে সেটাকে বোঝানো হয়। আর প্রেম ভালবাসায় ছোট ছোট বিষয়েও একে অপরের প্রতি অভিমান-অভিযোগ রয়ে যায়। নিম্নের অভিযোগ নিয়ে উক্তি গুলো লেখা হয়েছে প্রিয় মানুষকে ঘিরে।
— ღ۵
তোমায় দেখবে বলে মন ব্যকুল হয়ে আকুলতা করতে থাকে
অথচ তুমি অভিমান করে রেখেছো আজও!!━❞
— ღ۵
︵།།🌻💚
তোমার প্রতি আমার যে অভিযোগ তা ফুরোবে না আজীবন!!━❞
︵།།🌻💚
❥═══
তোমার অভিমানে আমি আজও একাকী বিষন্ন হই!!━❞
❥═══
●─── অভিযোগগুলো জানাও মহান প্রভুর কাছে!!━❞ পাঁচ মিনিটে ❝পূর্ণাঙ্গ নামাজ❞ শিখতে ক্লিক করো।
🌸༅༎•─
আমি কখনো এমন তুমি চাইনি যে আমার অভিমান বুঝে না!!━❞
🌸༅༎•─
ɭɭɭღ༎۵──
যদি তুমি না বুঝো আমার অভিমান
তবে তুমি ভালোবাসা ছিল কৃত্রিম!!━❞
ɭɭɭღ༎۵──
ɭɭɭɭ●─
আমি তোমায় ভালোবাসি আজও
যদিও হৃদয়ে জমা আছে শত অভিমান!!━❞
ɭɭɭɭ●─
🍁༎●───
আভিমান ছেড়ে গেলে আমায়
আমিও একদিন তোমার আফসোস হয়ে ফিরবো!!━❞
🍁༎●───
খোলা চিঠি
আমরা খুব করে চেষ্টা করছি সোশ্যাল জগতকে তোমাদের জন্য আরো সহজতর করে তুলতে। কাব্যশৈল্প টিম শুধু অভিযোগ-অভিমান নিয়ে-ই উক্তি ও স্ট্যাটাস রচনা করেনি, বরং ফেসবুক-বায়ো, fb caption সহ যাবতীয় ফেসবুক-স্ট্যাটাস যেমন ইসলামিক / রোমান্টিক / স্টাইলিশ ইত্যাদি ছাড়া আরোও অসংখ্য বায়ো/ স্ট্যাটাস /ক্যাপশন নিয়ে আলাদা আলাদা কবিতা, ছন্দ, শায়েরি, ও ক্যাপশন রচনা করেছেন।
তাই তুমি যদি দৈনন্দিন সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকো এবং সময়োপযোগী “ক্যাপশন” “কবিতা” “উক্তি” স্ট্যাটাস দিতে চাও আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করতে ভুলবেনা। ধন্যবাদ।