আপনি কি আমার সম্পর্কে জানতে আগ্রহী?
আসলে খেয়ে দেয়ে কাম নেই এরকম মানুষ গুলোর মধ্য থেকে আমিও আপনার মত অন্যতম। এই যে ধরুন আপনি অযথাই সময় নষ্ট করার জন্য আসছেন আমার সম্পর্কে জানার জন্য। সত্যি করে বলেন তো আপনার কি একান্তই প্রয়োজন আমার সম্পর্কে জানার?
বাড়ি পর্যন্ত চলে আসলে মেহমানকে ফিরিয়ে দিতে নেই যদিও সে দাওয়াত ছাড়া চলে আসে। সেই সুবাদ আপনি যেহেতু আমার সম্পর্কে জানতে এতই আগ্রহী একেবারে কিছু না বলে থাকতে পারলাম না।তাই নিচে আমার সম্পর্কে কিছুটা জানান দেওয়ার চেষ্টা করলাম।
আমি একজন ফেসবুক ইউজার এবং Bio Status Caption এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক। দীর্ঘ ২০১৭ কিংবা ১৮ থেকে আমার ফেসবুকে আনাগোনা শুরু। একের পর এক আইডি, পেজ ক্রিয়েট করা থেকে নিয়ে একাধিক গ্রুপ এর এডমিন এবং মডারেটর এর দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছি দীর্ঘ কয়েক বছর যাবত।
যেখানে আমরা সবাই ভুক্তভোগী
যখন নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজ ক্রিয়েট করতাম কি পোস্ট করলে কিংবা কি ধরনের ক্যাপশন আপলোড দিলে ফ্যান ফলোয়াররা লাইক ও শেয়ার দিবে সেটা নিয়ে কিছুটা হিমশিম খেতে হতো। কিন্তু এখন দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতায় ফেসবুক সম্পর্কিত নলেজ আমার মাথায় গিরগিটির মতো গিরগির করছে।
এই যে ধরুন কি ধরনের পোস্ট করলে আপনি মানুষের কাছে জিনিয়াস সাজতে পারবেন কিংবা কি ধরনের ক্যাপশন, স্ট্যাটাস আপলোড করলে মানুষ আপনাকে বিজ্ঞ, অভিজ্ঞ কিংবা প্রেমিক পুরুষ/মেয়ে বলে আখ্যায়িত করবে এবং কি ধরনের বায়ু আপনার প্রোফাইল কে করে তুলবে আরও চাঙ্গা। এই সবকিছুর নলেজ দ্বারা পূর্ণ আমার কদম জোড়া।
biostatuscaption.com এর প্রয়োজনীয়তা
এ যুগে আপনি যদি একজন সফল ফেসবুক কিংবা instagram ইউজার হতে চান। তাহলে Bio Status Caption আপনার সফলতা অর্জনে ভূমিকা পালন করবে ১০০% ইনশাল্লাহ।
কেননা Bio Status Caption এর মাধ্যমে আপনাদেরকে জানান দেওয়া হয়ে থাকে কিভাবে আপনার facebook, instagram পোস্ট ভাইরাল করবেন, কিভাবে সুন্দর সুন্দর ক্যাপশন, স্ট্যাটাস এর মাধ্যমে আপনার মনের মানুষকে ইম্প্রেস করা থেকে নিয়ে যেভাবে আপনার প্রোফাইল কে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে নিবেন।
biostatuscaption.com এ আপনি যা পাবেন
ফেসবুক ইনস্টাগ্রাম ছাড়া আরোও যে সমস্ত জায়গায় Bio Status Caption এর প্রচলন রয়েছে ধরুন টুইটার/ মেসেঞ্জার/ইমো/হোয়াটসঅ্যাপ/tiktok/ফ্রী ফায়ার/ সহ এ ধরনের সকল অনলাইন প্লাটফর্মের জন্য নিত্য নতুন যোগ উপযোগী Bio Status Caption অ্যাড ভান্ডার পাবেন আমাদের এখানে।
এছাড়া আপনাদের বোঝার সুবিধার্থে ছোট্ট একটা লিস্ট নিম্নে দেয়া হলোঃ