উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার ব্যাপারটি আসলেই অত্যন্ত সুন্দর একটি ব্যাপার, যা সম্পর্ককে আরোও মজবুত করে তুলতে সাহায্য করে। কৃতজ্ঞতা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন “لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ” অর্থাৎ “যদি তুমি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাকে বাড়িয়ে দেব।”
কৃতজ্ঞতা প্রকাশের বেশ কিছু উপায় রয়েছে। তার মধ্যে সবচেয়ে সহজ ও আন্তরিক উপায়টি নিম্নে দেয়া হলোঃ
তৎক্ষণাৎ সরাসরি ধন্যবাদঃ অর্থাৎ উপহারদাতাকে উপহার পাওয়ার পরপরই সাথে সাথে ধন্যবাদ জানানো। এবং এটি সবচেয়ে সহজ এবং সুন্দর উপায়। তা সম্ভব না হলে উপহার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা মেসেজ ও স্ট্যাটাসের মাধ্যমেও পরবর্তীতে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।
আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শেষের ২টি উপায় তথা উপহার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা মেসেজ ও কৃতজ্ঞতা প্রকাশের স্ট্যাটাস এর মাধ্যমে যেভাবে উপহারদাতার কৃতজ্ঞতা স্বীকার করবে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা মেসেজ
আপনার কৃতজ্ঞতা আদায়ের
যতার্থ ভাব প্রকাশের সাধ্য আমার নেই।
আমপনা কৃতজ্ঞতায় যদি বিলিয়ে দেই এই জীবন
তবুও আমি অকৃতজ্ঞ রয়ে যাব।
আমি আপনার
কৃতজ্ঞতা আদায়ের ভাষা জানি না।
আপনার কর্মের
কৃতজ্ঞতা আদায় করতে পারার
সুসাধ্য আমার নেই।
আমি আজীবন
আপনার কৃতজ্ঞতায় ঋণী থাকবো।
যদি যুগ যুগান্তর আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই
তবু্ও তা যথেষ্ট হবে না
কখনো শেষ করতে পারবো না
আপনার কৃতজ্ঞতার শোধ।
যদি আমি রক্ত দিয়ে লিখে দেই আপনার প্রতি ধন্যবাদ
তবুও ফুরোবে না কৃতজ্ঞতা
আপনার কৃতজ্ঞতায়
বিলিয়ে যাক এই জীবন।
আমি আপনাকে
হৃদয়ে গহিন থেকে জানাই ধন্যবাদ।
উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ মেসেজ
আপনাকে হৃদয়ের
প্রস্ফুটিত ফুল বাগানের
ফুল দিয়ে ধন্যবাদ জানাই।
আপনাকে হৃদয়ে অন্তস্তল থেকে জানাই
অশেষ ধন্যবাদ
আপনার কৃতজ্ঞতায়
ঋণ চিরকাল থাকার উপযুক্ত।
আপনার কৃতজ্ঞতা ঋণ হিসেবে
আমাদের দেখা হোক বার বার।
আমি আপনার কৃতজ্ঞতায়
আমৃত্যু দায়ী থাকবো
আমি আপনাকে হৃদয়ের
সবটুকু শ্রদ্ধা দিয়ে ধন্যবাদ জানাই।
আমার হৃদয়ের স্বপ্ন তুলিতে
একেছি আপনার কৃতজ্ঞতার বিবরণ
আমি আপনার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না
তবুও শ্রদ্ধার আনুগত্যে
ধন্যবাদ জানাই আপনাকে।।
যদি আপনার কৃতজ্ঞতা আদায়ের
অপচেষ্টা চালাই আমি তবুও
যতেষ্ট ভাবে আদায় হবে না
কখনো আদায় হবে না
আপনার এই কৃতজ্ঞতার ঋণ
কৃতজ্ঞতা প্রকাশের স্ট্যাটাস
কিছু কৃতজ্ঞতার ঋণ আদায় করতে চাওয়া বোকামি
তাই আমিও নিঃশ্চুপ আপনার ঋণের কাছে
আপনার কৃতজ্ঞতা
আমায় ঋণী করতে বাধ্য করে।
আমি অনন্ত যুগ যাবত ঋণি থাকবে চাই আপনার কাছে
কারন আপনাকে কৃতজ্ঞতা জানানোর মাধ্যম জানা নেই আমার।
আমি শুধু ব্যর্থ চেষ্টা করে যাবো
কিন্তু চিরকালেও আদায় করা হবে না আপনার কৃতজ্ঞতা।
কৃতজ্ঞতা আদায়ে আমি আপনার কাছে অক্ষম।