999+ অসুস্থতা নিয়ে স্ট্যাটাস ও উক্তি (ইসলামিক) 2025
সুস্থতা আল্লাহ তায়ালার সবচেয়ে বড় নেয়ামত, তাই বলে অসুস্থতাকে আল্লাহর গজব? মোটেও না। অসুস্থতাও আল্লাহর নেয়ামত কারণ এর মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি হওয়া যায়। হাদীসে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন অসুস্থতা মানুষের গুনাহ মোচন করে, আলহামদুলিল্লাহ। এর মানে এ অসুস্থতা ও আল্লাহ তায়ালার নেয়ামত। তবে এখান থেকে কিছু শেখার আছে, যেমন দুনিয়ার রং তামাশা নানান প্রকারের গুনাহে লিপ্ত থাকা একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে নিমিষেই সবকিছু থমকে যায়। ঠিক এভাবেই একদিন আমাদের জীবন ও একেবারে জন্য থমকে যাবে।
সুতরাং আমাদের উচিত অসুস্থতা থেকে ইবরত হাসিল করা, নিজেকে মহান প্রভুর জন্য গঠন করা। নিজের সকল খায়েশাত, তামান্না কেবল সৃষ্টিকর্তার জন্য উৎসর্গ করা। যাই হোক এই মুহূর্তে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন এবং আপনার টাইমলাইনে ফ্রেন্ডদের সাথে সেটি শেয়ার করতে চান অর্থাৎ একটি অসুস্থতা নিয়ে স্ট্যাটাস ফেসবুকে আপলোড করতে চান এই আর্টিকেলটি কেবলই আপনার জন্য। কেননা এই আর্টিকেলে অসম্ভব সুন্দর সুন্দর অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস ও উক্তি শেয়ার করা হয়েছে শুধু তাই নয় নিজের মা বাবা এবং বন্ধুর অসুস্থতা নিয়ে ও স্ট্যাটাস, ক্যাপশন শেয়ার করা হয়েছে তাই পণ্য আর্টিকেলটি শেষ অব্দি পড়ুন।
অসুস্থতা নিয়ে স্ট্যাটাস, উক্তি
অসুস্থতা ও আল্লাহর দেয়া অশেষ নেয়ামত!!━❞
অসুস্থতা গুনাহের মৃত্যু ঘটায়!!━❞
অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে
মৃত্যুর কথা স্মরণ হয়!!━❞
অসুস্থতায় কখনো নিরাশা হইয়ো না!!━❞
বিশ্বাস রাখো
যিনি অসুস্থতা দিয়েছেন তিনিই কিন্তু সুস্থ করার মালিকও!!━❞
অসুস্থ হলে
মায়ের স্মৃতি গুলো আমায় আপন করে জড়িয়ে ধরে!!━❞
অসুস্থতা আমার নিত্য সঙ্গী!!━❞
অসুস্থতা কখনো ব্যক্তি বা রূপ দেখে হয় না!!━❞
অসুস্থতা ও দরিদ্রতায় মানুষ চেনা যায়!!━❞
আমার সকল অসুস্থতার ঔষধ মায়ের একটুখানি সেবা!!━❞
অসুস্থ নিরাশ না হয়ে
প্রভুর কাছে দোয়া করো
তিনি সকল সমস্যার সমাধান কারী!!━❞
অসুস্থতায় কখনো আল্লাহর উপর রাগান্বিত হইয়ো না!━✿
অসুস্থতায় মুমিনরা খুশি হয়
কারন এতে গুনাহ ঝরে পড়ে!━✿
অসুস্থতার সমাধান কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা হয় না!━✿
অসুস্থতায় মনের উপড় ভরসা হারালে
সুস্থ হতে দেরি হয়!━✿
অসুস্থতা ব্যক্তির মনের রোগ
মন ভালো না থাকলে সুস্থ হওয়া যায় না!━✿
মন যদি অসুস্থ হয়
তবে তার ঔষধ কেবল তুমি হইয়ো!━✿
অসুস্থতা মানুষের প্রভুমুখি করে!━✿
কেবল অসুস্থ হলে প্রভুকে ডাকা
কাম্য নয়!━✿
অসুস্থতায় মনের সুখ দুরে পালায়!━✿
অসুস্থতাও একটি পরিক্ষা
সুতরাং ধৈর্য ধরো!━✿
অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস
অসুস্থতা সত্ত্বেও ইবাদত ছেড়ে দিয়ো না!━✿
অসুস্থ হলে
প্রভুর কাছে সুস্থতা কামনা করো!━✿
অসুস্থতা আমায় অসম্ভব ভালোবাসে!━✿
অসুস্থতায় প্রভুর কাছে দয়া প্রর্থনা করো!!━❞
অসুস্থ হলে সদকা করো
সদকা অসুস্থতার ঔষধ!!━❞
অসুস্থ হলে বেশি বেশি ইবাদত করো
কেননা অসুস্থতা একটি পরিক্ষা!!━❞
অসুস্থ ব্যক্তিকে সেবা করো
তোমার প্রতি মানুষ মহত্ত্ব দেখাবে!!━❞
অসুস্থতা কখনো আমায় ছাড়তে চায় না!!━❞
অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাও
কেননা তার দোয়া কবুল হয়!!━❞
অসুস্থ মানুষের সেবা করা
সামাজিক কাম্য!!━❞
অসুস্থ লোকের সেবা করলে সম্মান পাওয়া যায়
অসুস্থতা কখনো মানুষ চায় না
তবুও হয়
কারন এটি আল্লাহ আদেশে চলে!!━❞
অসুস্থতাও আমায় শিক্ষা দেয়!!━❞
প্রিয়জনের অসুস্থতা নিয়ে স্ট্যাটাস
অসুস্থ হলে তোমায় মনে পরে ক্ষনে ক্ষনে!━✿
সুস্থ মানসিকতার মানুষ অসুস্থ ব্যক্তিদের সেবা করে!━✿
অসুস্থ মানুষকে অবহেলা করো না কভু!━✿
অসুস্থতা কখনো ছোঁয়াছুয়ি আসে না
অসুস্থতা প্রভুর পক্ষ থেকে আসে!━✿
অসুস্থ হলেই খোদাকে ডাকা আর
অন্য সময় ভুলে থাকা কাম্য নয়!━✿
অসুস্থতা সত্ত্বেও ইবাদত না ছাড়া
মুমিনের গুন!━✿
অসুস্থ মানুষকে সেবা করলে
নিজের দুঃসময়ে সেবা পাওয়া যায়!━✿
অসুস্থতা মানুষকে কর্ম বিরতি দেয়!━✿
জ্বর অসুস্থতা নিয়ে স্ট্যাটাস
অসুস্থ হলে নিরাশ না হয়ে
প্রভুর কাছে প্রার্থনা করো বেশি বেশি!━✿
অসুস্থতাকে মানুষ ভয় করে
অথচ অসুস্থতা দেয়ার মালিককে পরওয়া করে না!━✿
অসুস্থতা আমার মনের কারনে হয়!━✿
মন সুস্থ থাকলে
শারীরিক অসুস্থতা দূর্বল হয়ে যায়!━✿
মন ভালো না থাকলে
অনুস্থতাও জোড়ালো হয়!━✿
অসুস্থ মন
সুস্থ দেহকেও অসুস্থ বানিয়ে দেয়!━✿
অসুস্থতা নাস্তিকতেও
খোদা ভীরু বানিয়ে দেয়!━✿
মায়ের অসুস্থতা নিয়ে স্ট্যাটাস
মা অসুস্থ হলে আমার পৃথিবীটা অসুস্থ হয়ে যায়!!─●
মা অসুস্থ হলে আমি সুস্থ থাকতে পারি না!!─●
মায়ের অসুস্থতায় আমি দুঃখের শহরে হারাই!!─●
মা অসুস্থ আমার মন ক্ষুন্ন হয় বারবার!!─●
●━৫১টি+ মা নিয়ে স্ট্যাটাস
মা অসুস্থ হলে আমার পৃথিবীতে দুঃখ নেমে আসে!!─●
মায়ের অসুস্থতায় পাশে দাড়ানো
সন্তানের কাম্য!!─●
বাধ্য সন্তান মায়ে অসুস্থ হলে
স্বাভাবিক থাকতে পারে না!!─●
মায়ের অসুস্থতায় আমি অসুস্থ হয়ে যাই!!─●
মা অসুস্থ হলে মন চায়
পাখি হয়ে উড়ে যাই মায়ের কাছে!!─●
অসুস্থ মায়ে সেবা করো
তোমার সম্মান বাড়বে!!─●
বাবার অসুস্থতা নিয়ে স্ট্যাটাস
বাবা অসুস্থ হলে পারিবার নিয়ে চিন্তা বেড়ে যায়─۵
বাবার অসুস্থ সন্তানদের চিন্তা সম্বৃদ্ধ হয়─۵
বাবা অসুস্থ হলে সন্তান নিরাশ হয়ে যায়─۵
বাবাকে অসুস্থ হতে দেখে
আমি দুঃশ্চিতার সাগরে ঢুবে যাই─۵
অসুস্থ বাবার সঙ্গে কথা বললে
আমার মৃত্যু হয় বারবার─۵
বাবা অসুস্থ হলে
আমার মন খারাপের অসুখ হয়─۵
বাবার অসুস্থতায় আমি ভালো থাকতে পারি না─۵
অসুস্থতা বাবাকে ধরলে
আমায় ধরে দুঃশ্চিন্তায়─۵
অসুস্থ বাবার সেবাই কাটানো সময় গুলো
স্বর্ণের চেয়ে বেশি দামী─۵
অসুস্থ বাবা পারিবার নিয়ে চিন্তায়
আরো বেশি অসুস্থ হয়ে পড়েন─۵
বন্ধুর অসুস্থতা নিয়ে স্ট্যাটাস
বন্ধু মানে ভাই
তাই তার অসুস্থতাও আমি দুঃখ পাই!!━❞
অতঃপর বন্ধু অসুস্থ হওয়ার পর জানতে পারলাম
সে আমার মনে বাস করে!!━❞
অসুস্থ বন্ধুকে দেখে দেখে আমিও অসুস্থ হয়ে গেছি!!━❞
বন্ধুর অসুস্থতাও আমার দুঃশ্চিন্তা হয়!!━❞
বন্ধু যদি হয় মনের মতো
তবে তার অসুস্থতাও আপনার মন খারাপ হবে!!━❞
বন্ধু আমার কলিজার মানুষ
তাই তার অসুস্থতায় কলিজায় সুখ থাকে না!!━❞
বন্ধু আমার সুখের ভাগিদার
তাই তার অসুখে আমি সুখের দেখা পাই না!!━❞
বন্ধুর অসুস্থতায় আমার সুখেদের ছুটি হয়!!━❞
বন্ধু অসুস্থ হলে আমি মনে আর আনন্দ খুজে পাই না!!━❞
বন্ধু আমার সুখের কারন তাই
সে অসুস্থ হলে আমি সুখ পাই না!!━❞
অসুস্থতা নিয়ে ইসলামিক উক্তি
অসুস্থ হলে মন খারাপের কিছুই নাই
এটা আল্লাহ তায়ালার
অশেষ নেয়ামত হিসেবে গ্রহণ করুন!━✿
ভালো লাগে অসুস্থ হলে
যখন শুনেছি অসুস্থ হলে গুনাহ কমে!━✿
মৃত্যুর ভয় যদি মন থেকে উঠে যায়
তবে অসুস্থ ব্যাক্তিদের দেখে আসুন!━✿
মৃত্যুর কথা যদি স্মরণে না আসে
অসুস্থ অবস্থায় ভেবে দেখো
মারা গেলে কী হবে তোমার!━✿
অসুস্থতায় তোমার খুব স্মরণ করি মালিক
যদি মারা যায়
অসুস্থ অবস্থায় তুমি ক্ষমা করে দিও আমায়!━✿
পৃথিবীর যে জায়গাতে অসুস্থ থাকিনা কেন
স্মরণে আছো তুমি মালিক!━✿
অতিরিক্ত অসুস্থ হয়ে বাঁচার আসা ছেড়ে দিয়েছিলাম
তুমি বাচিয়ে রেখেছো বলে মালিক
শুকরিয়া তোমার কাছে!━✿
মরতে মরতে বেচে গেছি অসুস্থ হয়েও
তাই মালিক আপনার কাছে অশেষ শুকরিয়া
আলহামদুলিল্লাহ,!━✿
সেখানে যাও যেখানে আছে অসুস্থ ব্যাক্তি,
তাহলে মৃত্যুর কথা স্মরণে আসবে!━✿
অতিরিক্ত অসুস্থ হলে মনে হয় মৃত্যু খুব নিকটে!━✿
তেমার অসুস্থতার কারণ হতে পারে
তুমি মৃত্যুকে স্মরণ কম করো!━✿
আমি অসুস্থ ব্যাক্তির কাতরানি শুনেছি
আর ভাবছি আহা মৃত্যুর যন্ত্রণা জানি কত কষ্ট!━✿
বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ ব্যাক্তিদের দেখলাম,
আর ভাবলাম,
এই অসুস্থতা হতে পারে মৃত্যুর লক্ষ্মণ,
একদিন যেতে হবে মাটির ভেতর!━✿
আজতো শুধু অসুস্থ,
কাল যে যেতে হবে কবরে,
সেখানেতো জাহান্নামের আজাব আরো ভয়াবহ!!━❞
কি নিয়ে এত ভরায়?দেখ অসুস্থ লোকটাকে,
মৃত্যুর সাথে করছে লড়াই!!━❞
অহংকার করা যায় অনেক,
তবে অসুস্থ ব্যাক্তির কাতরানি দেখলে আর অহংকার থাকেনা,
মনে এটাই আসে,
চাইলে আল্লাহ আমাকেও এমন করতে পারে!!━❞
অসুস্থ হলে কিসের জন্য নিরাশ হবো,
আল্লাহ তায়ালা আমার ভালো চায় বলেই তো
আমাকে অসুস্থ করলো!!━❞
অসুস্থতায় কেউ পাশে থাকুক বা না থাকুক
তুমি মালিক তো আছো পাশে!!━❞
আমাকে অসুস্থ যেমন তুমি করেছো,
তেমনই তুমি আবার সুস্থ করেছো,
তাই আলহামদুলিল্লাহ—ღ
তোমার দয়ায় সুস্থ হয়ে মালিক
তোমাকে জানায় শুকরিয়া—ღ
তুমিতো মোদের এক আল্লাহ,
যার দয়ায় অসুস্থ হয়ে আবার সুস্থ হলাম,
আলহামদুলিল্লাহ—ღ
আমার বিশ্বাস আল্লাহর উপর,
আর তিনি আমাকে অসুস্থ থেকে সুস্থ করেন—ღ
যতবার অসুস্থ ব্যাক্তিকে দেখতে গিয়েছি
ততবার মৃত্যুর স্মরণ নিয়ে ঘরে পিরেছি—ღ
বিছানায় কাতরানো একটা অসুস্থ লোককে দেখে
যদি তোমার মৃত্যুর ভয় অন্তরে না আসে
তবে তোমার পাপে ভরা জীবন—ღ
এত টাকা টাকা করো যে
দুনিয়ার মায়ায় পড়ে
হঠাৎ অসুস্থ হয়ে মারাও যেতে পারো
তখন এই দুনিয়ার টাকা আর মায়া সাথে কিন্তু যাবেনা—ღ
আমার অসুস্থতায় কারো মন খারাপ হোক বা না হোক
আমার মা বোনদ মন খারাপ হয়—ღ
আমার অসুস্থতায় কেউ না কাঁদোক, আমার
পরিবার তো কাঁদে
তাই তারাই হলো আমার আল্লাহর দেওয়া নেয়ামত—ღ
যদি অসুস্থতা নিত্যদিনের সঙ্গী হয়
তবে ক্ষতি কি
যদি সেই অসুস্থতার জন্য গুনাহ মাপ দেয় মাবুদ—ღ
অসুস্থ হয়ে বুঝতে পারলাম কে আমার কত আপন—ღ
অসুস্থতায় যেকোন সন্তান তার মাকে কাছে রাখতে চাই
আমিও আমার মায়ের পাগল—ღ
সন্তান হিসেবে মায়ের অসুস্থতায় দুনিয়াটা অন্ধকার লাগে—ღ
মা কখনো সন্তানের অসুস্থতায় ভালো থাকেনা—ღ
শেষ কথা
আমরা যথার্থ চেষ্টা করেছি সুন্দর সুন্দর অসুস্থতা নিয়ে স্ট্যাটাস, উক্তি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আমাদের আজকের আর্টিকেলের ক্যাপশন গুলো আপনাদের কাছে পছন্দ হয়েছে। ঠিক এরকম সুন্দর সুন্দর ফেসবুক বায়ো –ইসলামিক স্ট্যাটাস কিংবা ক্যাপশন পেতে আমাদের ওয়েবসাইটটি আপনাদের ব্রাউজারে বুকমার্ক করতে ভুলবেন না।
আর হ্যাঁঃ আপনিও যদি কবিতার শায়েরী কিংবা ক্যাপশন রচনা করতে পছন্দ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার রচয়িত স্ট্যাটাস ক্যাপশন লক্ষ্য মানুষকে পৌঁছানোর ব্যবস্থা করে দিব।