999+ ঘুরাঘুরি ক্যাপশন বাংলা facebook 2025

ঘুরাঘুরি ক্যাপশন বাংলা

ছোট্ট এই জীবন যদি কাটাতে পারতাম
পৃথিবীর পরতে পরতে ঘুরে বেড়িয়ে
তবুও শেষ হতো মনের তৃষ্ণা

প্রাকৃতির একটুখানি ছোঁয়া শীতল করে
মনে উত্তপ্ত শহর
সুতরাং ঘুরতে এসো

যান্ত্রিক জীবনে ঘুরতে যাওয়া
অতৃপ্তির এক অমৃত সুখ

স্বার্থপর শহরে চলতে চলতে যখন ক্লান্ত এই মন
তখনই ভ্রমনের নেশায় মাতাল হয় হৃদয়

ঘুরতে এসে ক্লান্ত মন
স্বস্তির নিঃশ্বাস ফেলে

আমার ব্যকুল মন
পৃথিবীর প্রান্তে পরতে ঘুরে বেড়াতে
আকুলতা তরে

একটুখানি সুখের আশায়
আমি পাহাড় পথে ঘুরেবেড়াই

আমি সুখ পাই বলেই
জীবন কাটাতে চাই পৃথিবীতে ঘুরে বেড়িয়ে।

অতৃপ্ত হৃদয়ে ভ্রমন আমার প্রাপ্তি সুখ

আমি এই ক্ষণস্থায়ী দুনিয়ায়
প্রাকৃতির ছোঁয়ায় চিরন্তর সুখ খুঁজে পাই

বন্ধুদের সাথে ঘুরাঘুরি স্ট্যাটাস

বন্ধুদের সাথে ঘুরতে গেলে
পাওয়া যায় অমৃত সুখ

বন্ধুদের সাথে ঘুরতে গেলে
পাওয়া যায় নৈসর্গিক আনন্দ।

ঘুরতে ঘুরতে দেখা হোক
হারিয়ে যাওয়া মুখগুলোর সাথে
ফিরে আসুক পুরোনো সময়গুলো।

ঘুরতে গিয়ে ফিরে আসুক
ফেলে আসা দিনগুলো

ঘুরাঘুরি নিয়ে ক্যাপশন

আমি ভ্রমনে খুজে পাই অমৃত সুখ

যদি চলতে চলতে ফুরিয়ে আসে সুখ
তবে ফিরে গিয়ে ঘুরে আসো
পৃথিবীর পরতে পরতে

আমি ক্লান্ত মনে ঘুরে বেড়াই
তবুও খুজে পাই সুখেদের সন্ধান।

আমি ঘুরতে গিয়ে
রিক্ত হৃদয়ে
সুখ পাই

যদি সুখ খুঁজতে খুঁজতে ক্লান্ত হও
তবে আমার কাছে এসো
আমি সন্ধান দিবো সুখের
মেঘেদের দেশে ঘুরে বেড়ানোর।

মাথায় দুঃশ্চিতার রেশ কাটে
ভ্রমনের রেখায়।

ঘুরতে যেয়ে ফিরতি জীবন ফিরে পাওয়া যায়।

কখনো ঘুরতে ঘুরতে খোঁজ পাবো সুখের।

আমার যদি আরো একটি জীবন থাকতো
সেটাও শেষ করতাম ঘুরে বেড়িয়ে

একটু ঘুরাঘুরি ক্যাপশন

আমি ঘুরার মাঝেই কেবল খুঁজে পাই
হারানো শৈশব।

অবুঝ মনে ঘুরে বেড়ানো
এক অসীম শান্তি।

ঘুরতে থাকো পৃথিবীর পরতে পরতে
দেখবো দেখা হবে তার সাথে
স্বপ্ন বেঁধেছো যার সাথে।

ঘুরতে ঘুরতে একদিন খুঁজে পাবে
হারানো শৈশব

ঘুরার মাঝে আছে অতৃপ্ত সুখ।

ঘুরতে এসে মনে হয়
এই জীবন যেন এখানেই শেষ হয়।

পৃথিবীতে ভ্রমনের সুখ চিরন্তন জীবিত।

আমি আবারো জীবন পেলে ঘুরে বেড়িয়ে কাটিয়ে দিতাম।

ঘুরতে এলে
সমস্ত বিষাদকে ছুটি দিয়ে এসো
না হয় সুখ খুঁজে পাবো না।

ঘুরাঘুরি ক্যাপশন বাংলা facebook

ঘুরাঘুরির শামিয়ানায় মনের বিষাদ ঝড়ে পড়ে।

ঘুরতে এলে
দুনিয়ায় জীবন অন্য কোথায় রেখো এসো
তবেই পাবে আনন্দ।

ঘুরার মাঝেও পাওয়া যায়
আমৃত্যু মনে রাখার মতো সুখ।

ঘুরতে ঘুরতে ফুরিয়ে যাক জীবন
তাহলেই থাকবে কোনো অভিযোগ।

ছোট্ট এই পৃথিবীতে
আমি সঙ্গী কেবল প্রকৃতির সৌন্দর্য
তাই বার বার
ঘুরেতে যাই।

যদি কখনো বাচতে মনে না চায়
তবে চলে যাও ঘুরতে
দেখবে বাচার তৃষ্ণা বেড়ে যাবে।

অবুঝ মন
করে উচাটন
ঘুরতে চায় এই পৃথিবীর সমস্ত পরত

মন শুধু ঘুরে বেড়াতে
ব্যাকুলতা করে
তাই আমি স্বপ্ন বুনি ঘুরার।

ঘুরেতে চাওয়া অবুঝ মন
তবুও কেন শেষ হয় এই জীবন

ঘুরাঘুরি নিয়ে পোস্ট

মানুষের মায়ায় আটকানোর চেয়ে
প্রকৃতির মায়া আটকে থাকা ভালো।

ঘুরতে ঘুরতে শেষ হবে সকল পথ প্রান্তর
তবুও শেষ হবে না হৃদয়ের তৃষ্ণা।

বিষাদের এই পৃথিবীতে
ভ্রমন হলো বিষাদের মাঝেও সুখ।

বিষাদ এলে
বেড়িয়ে যাও ঘুরতে
দেখবে কিছুই আর অবশিষ্ট নেই।

ঘুরতে এসো
যান্ত্রিক জীবনের সমস্ত বিষাদ মুছে যাবে।

যখন দেখবে
যন্ত্র মানব হয়ে গেছো
তখন প্রকৃতির টানে বেড়িয়ে পরো
দেখবে যন্ত্রণা কমে যাবে।

ঘুরাঘুরি ক্যাপশন ভ্রমণ নিয়ে স্ট্যাটাস

ঘুরতে অর্থ লাগে না
শুধু প্রয়োজন হয় একটি সুন্দর সুস্থ মনের।

বিষন্নতায় জোড়ে থাকা হৃদয়ে
ঘুরে বেড়িয়ে দেখো
সমস্ত বিষাদ চলে যাবে।

পৃথিবীর সৌন্দর্যের মায়ায় আটকে গেলে
ভ্রমনের নেশা বেড়ে যায়।

যদি আর না বাচতে ইচ্ছে করে
তবে ঘুরে দেখে যেয়ো পৃথিবী কতটা সুন্দর।

সুন্দর পৃথিবীর প্রকৃত রূপ দেখতে
ঘুরতে হয় প্রান্তে পরতে

ঘুরে বেড়ানোর ইচ্ছে জাগে
সুন্দর হৃদয়ের মানুষের মনে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *