98টি+ পরিবার নিয়ে উক্তি, [ সুখী, মধ্যবিত্ত ও স্বার্থপর ]

তুমি যদি যোগ উপযোগী সুন্দর একটি পরিবার নিয়ে উক্তি ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটারে স্ট্যাটাস দেয়ার ব্যাপারে চিন্তা করে থাকো এবং তারই পরিপেক্ষিতে গুগলে তার সন্ধানে পরিবার নিয়ে উক্তি, স্ট্যাটাস লিখে সার্চ করে থাকো এই আর্টিকেলটি কেবল তোমারই জন্য! কারণ আজকের আর্টিকেলে রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর কিছু মধ্যবিত্ত, স্বার্থপর এবং সুখী পরিবার নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন! সুতরাং পরিবার নিয়ে সুন্দর ফেসবুক ক্যাপশন পেতে পূর্ণ আর্টিকেলটি শেষ অব্দি কন্টিনিউ করো।

পরিবার নিয়ে উক্তি

পরিবারকে ভালো রাখতে
সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন!

পরিবারের সকল সদস্য
রক্তের সম্পর্কে আপন হলেও
মনের সম্পর্কে হয় না।😢

পরিবার দুঃখ না বুঝলে
বেচে থাকার ইচ্ছে মরে যায়।☹️

পারিবারিক ভাবে নিরুৎসাহিত কোনো কাজে
সফল হওয়া যায় না!💯

পরিবার না বুঝলে
অন্য কাউকে বুঝাতে ইচ্ছে থাকে না।😅

পরিবার যদি কোনোদিন ভুল বুঝে
তখন দুনিয়াটা অন্ধকার হয়ে যায়।😔

পরিবার ছাড়া সুখে থাকা যয় না।❌✅

সুখী পরিবার নিয়ে উক্তি

সুখী পরিবার পাওয়া একটি অনন্য নেয়ামত!💯🥰

পরিবারে সুখ থাকলে
মানুষ সুখী হয়!🥰

সুখী পরিবার মানে
শান্তিতে বেচে থাকার এক অনন্য উদাহরণ।✅🌻

সুখী পরিবার গঠন করো
তবেই তুমি সুখী হতে পারবে।💯

প্রকৃত সুখ কোথায় জানেন?
একটি সুখী পরিবারের সদস্য হওয়া।🥰

সুখের ঠিকানা
একটি সুখের পরিবার।✔️

সুখী পরিবার
মানুষের মানসিক শান্তি।

স্বার্থপর পরিবার নিয়ে উক্তি

পরিবার যদি স্বার্থপর হয়
তাহলে বেচে থাকতে ইচ্ছে করে না।😅

পরিবার স্বার্থপর হলে
মানুষ বেচে থেকেও মরে যায়।😅✔️

স্বার্থ ছাড়া
পরিবারও ভালোবাসে না।💯

পরিবার যদি আপন করতে স্বার্থ খুজে
তবে নিঃস্বার্থ আর কে হবে❔❔

পরিবার স্বার্থপর হলে
পুরো পৃথিবীটাই স্বার্থে ভরে যায়।😔🌧️

যেখানে পরিবারই স্বার্থ খুজে
সেই পৃথিবীতে স্বার্থ ছাড়া
ভালোবাসা পেতে চাওয়া বোকামি।✔️

পরিবার বলতে বুঝি নিঃস্বার্থ
তবুও তারা খুজে আপন স্বার্থ।😢😅

মধ্যবিত্ত পরিবারের কষ্টের স্ট্যাটাস

মধ্যবিত্ত পরিবারের জন্মালে
ঘুড়ি উড়ানোর বয়সে!
নিজেকে উড়ানো লাগে।😅

মধ্যবিত্ত পরিবারের বোঝা
সবাই নিতে পারে না।💯❌

মধ্যবিত্ত পরিবার
এক অন্যতম কঠিনতর বাস্তবতার সাক্ষী।✔️

মধ্যবিত্ত পরিবার থেকে বড় হওয়া
কষ্ট সাধ্য বিষয়।☹️

মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলে
স্বপ্নগুলো অপূর্ণ থেকে যায় আজীবন।😅

স্বপ্ন গুলো সুন্দর কিন্তু সাধ্য নেই
কারন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান।😅🌧️

মধ্যবিত্ত পরিবারের জন্ম নিলে
স্বপ্ন দেখা যায়!
কিন্তু বাস্তবায়ন করা যায় না।❌

উপসংহার

মধ্যবিত্ত ফ্যামিলিতে সব সময় ক্রাইসেস যেন লেগেই থাকে, এর জন্য উচিত বেশি বেশি করে সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে স্বচ্ছলতার দোয়া করা। কেননা সালাতুল হাজত নামাজটি পড়াই হয় কেবল আল্লাহর কাছে কিছু চাইবার জন্য। তাই উচিত সবার আগে ফ্যামিলির ক্রাইসিসের ব্যাপারটি আল্লাহকে জানানো এবং তিনার কাছ থেকে প্রয়োজনীয় সবকিছু চেয়ে নেওয়া। ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদেরকে দিতেও প্রস্তুত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *