৪৪+ ফেসবুক ফানি কমেন্ট পিকসহ || FB Funny Pic & Comment 2025

আজকের আর্টিকেলে পপুলার সব ফেসবুক ফানি কমেন্ট পিকসহ গুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি! শুধু তাই নয় সাথে থাকছে সেরা সব ফানি কমেন্ট পিকগুলো! কাজেই আপনি যদি FB Funny Pic & Comment এর প্রতি ইন্টারেস্টেট হয়ে থাকেন আজকের আয়োজনটি শুধুই আপনার জন্য।

ফেসবুক ফানি পিকগুলোর সামঞ্জস্যপূর্ণ ক্যাপশনও থাকছে সাথে যেন পিকগুলো সুন্দরভাবে প্রয়োগ করতে পারেন। শুধু তাই নয় প্রতিটা পিকের সাথে একাধিক ফানি কমেন্ট দিতে চেষ্টা করেছি যাতে আপনার মতো করে পছন্দ করতে সক্ষম হোন।

ফেসবুক ফানি কমেন্ট

আজকের ফেসবুক ফানি কমেন্টগুলো কয়েকটা ভাগে এক্সপ্লেইন করা যাক, কারণ সবগুলো কমেন্ট তো আর একই ধরনের হবে না! ধরুন কিছু ফানি কমেন্ট থাকবে যেগুলো ফ্রেন্ডসদের জন্য প্রযোজ্য! আরো কিছু থাকবে যা প্রিয় মানুষের পোস্টের জন্য! আর বাকি সব যা অপরিচিত মানুষদের পোস্টে কমেন্ট করার জন্য।

বন্ধুর প্রোফাইল পিকচারেঃ

ফিল্টার ছাড়া তুই মানে
সূর্য ছাড়া পৃথিবী!!

আহা!
ছবির ক্যাপশন না দিলেও মানুষ বুঝে যাবে
এটা তোর প্রোফাইল পিকচার!!

বন্ধু
ক্যামেরা ঠিকঠাক আছে তো?
এত সুন্দর দেখাচ্ছে যে সন্দেহ হচ্ছে!!

মেকআপ কোম্পানি কি
তোর ছবি দিয়ে বিজ্ঞাপন চালাচ্ছে?

তোর এই ছবিটা NASA-তে পাঠানো উচিত
কারণ এটা এক্সট্রা টেরেস্ট্রিয়াল!!

খাবারের ছবিতেঃ

ভাই
ক্যামেরাটা খেয়েছো ❔
নাকি খাবার তুলেছো❔❔

এটি কি খেতে দেওয়া হবে
নাকি শুধু লাইক দিয়ে পেট ভরবে❔❔

খাবার দেখে মন বলছে
লাইক দাও!
কিন্তু পেট বলছে
কামড় দাও!!

বিয়ের ছবিতেঃ

ভাই
বৌকে একটু দম নিতে দাও
সারাক্ষণ ছবিই তুলছো!!

বিয়ের পরের দিন থেকে ভাইয়ের পোস্টঃ
ভাত রান্না করার সহজ উপায়!!😄

ভাই
তোর বিয়ের ছবি দেখে আমার ফোনের গ্যালারি
বিয়ে করার জন্য চাপ দিচ্ছে!!

বন্ধুর স্ট্যাটাসেঃ

লিখা পড়ে মনে হচ্ছে তুমি দার্শনিক
কিন্তু বাস্তবে তুমি বুদ্ধিহীন কমিটি’র সভাপতি!!

স্ট্যাটাসটা এত গভীর
পড়তে পড়তে আমি আটকে গেছি!!

স্ট্যাটাসের গভীরতা এত বেশি যে
ডুবতে ডুবতে অক্সিজেন সিলিন্ডার লাগবে!!

ভাই
এত দার্শনিক হইছস কবে?
কালকেই তো তুই সস্তা মিম শেয়ার করছিলি!!

স্ট্যাটাস এত ভারী
পড়তে পড়তে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেল!!

ফেসবুক ফানি কমেন্ট পিকসহ – FB Funny Pic & Comment

এই এই ফানি পিকগুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ফানি পোস্ট এর কমেন্ট থেকে! এবং পিকগুলোর সাথে একাধিক ক্যাপশনও দেওয়া হয়েছে যাতে যে কোন একটি পছন্দ করে পিকের সাথে ফানি কমেন্ট করতে পারেন।

()

১/বন্ধ করবি নাকি শ্বাস আটকে দিব?
২/পোস্ট দাদাকে ঠিক এভাবে আদর করতে মন চাচ্ছে।

(২)

১/এই হুজুরকে আমার লাগবে।
২/এই পোস্ট দাদাকে আমার লাগবেই।

(৩)

১/তুই থাম বিষয়টা আমি দেখতাছি!!
২/খাড়া ভাই বিষয়টা দেখতে দে!!

(৪)

১/মাফ চাই!! তোদের ভিডিও কেনো আসে রে।
২/মাফ চাই ভাই!! এরকম পোস্ট আর করিস না।

(৫)

১/কি একটা অবস্থা।
২/পোস্ট দেখে জিভে পানি চলে আসলো।

(৬)

১/খাড়া আসতেছি।
২/তার সাথে আজ বোঝাপড়া আছে।

(৭)

১/মাঝখানে লাগলো।
২/উফ কি পোস্ট দিদিরে বাবা।

(৮)

১/লাল শুভেচ্ছা।
২/একগাদা লাল মরিচ শুভেচ্ছা।

(৯)

১/সরি
২/আমার ভুল হয়েছে ক্ষমা করে দাউ।

(০)

১/big fan
২/আপনার বিগ ফ্যান ! বিগ ফ্যান।

(১)

১/পিলিস ক্ষমা করে দাও
২/আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *