সেরা ৪১টি+ বসন্ত নিয়ে ক্যাপশন, উক্তি ও কবিতা
বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে বসন্ত অন্যতম। বসন্ত ঋতু শীতের শেষে এবং গ্রীষ্মের আগে আসে। আর এই ঋতুকে প্রেম ও ভালবাসার হৃদয় বলা হয়। বসন্তকালে গাছপালা নতুন পাতা ও ফুলেরা তাদের মত করে সেজে ওঠে আকর্ষিত ভাবে। কোকিলের মিষ্টি ডাক, পাখিদের গুনগুন গান আর বাগানের রঙিন ফুল বসন্তের মূল আকর্ষণ।
বসন্তের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছেঃ যেমন প্রকৃতির রূপব বৈচিত্র, বসন্ত বাতাস, উৎসব মুখরতা, ইত্যাদি।
আজ সেই বৈশিষ্ট্য সমৃদ্ধ ঋতু বসন্ত নিয়ে ক্যাপশন উক্তি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আর এই প্রতিবেদনের কবিতাগুলো রচনা করেছেন মোসাম্মৎ নাফিসা🌻 আক্তার, ঠিক যে রূপ ইতিপূর্বে তিনি সরিষা ফুল ও শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস নামক আর্টিকেলে অত্যন্ত সুন্দর সুন্দর ছন্দ উক্তি ও ক্যাপশন রচনা করেছিলেন।
বসন্ত নিয়ে ক্যাপশন
বসন্ত নিয়ে ক্যাপশন গুলো কয়েকটি ভাগে প্রদান করেছি প্রথমে সাধারণ ক্যাপশন এবং শেষের দিকে কবিতাকারে তাই আর্টিকেলের শেষ অব্দি দেখুন। আশা করি আপনার মনের মত ক্যাপশন খুঁজে পাবেন।
বসন্তের বাতাসে আমি
হারিয়ে যেতে চাই সুখেদের শহরে।
জীবনের বসন্ত ফুরিয়ে আসে
প্রকৃতির বসন্তের মতো।
বসন্তের রূপ
প্রিয়সীর রূপ থেকে অধিক সুন্দর।
বসন্তের দখিনা বাতাসে
উড়ে যাক সকল বিষাদ।
বসন্তে নতুন পাতা জন্ম নেওয়ার মতো
আমার সুখের জন্ম হোক।
বসন্ত এলে
তোমার রূপের কথা মনে পরে বারবার।
বসন্ত বাতাসে
উতলা মনে
তোমায় খুজি ক্ষনে ক্ষনে।
প্রকৃতির বসন্ত ফুরালেও
আমারটা না শেষ হোক।
জীবনের বসন্ত শেষে
তুমি আবার আমার হইয়ো।
তোমার ছোয়া পেলে
আমি বসন্তের বাতাসের সুখ পাই।
ছয়টি কাল থেকে
একটি কাল হলো বসন্তকাল
বসন্ত সবার প্রিয় কাল।
বসন্তকালের কুকিলের কুহু কুহু ডাক,
অনেকের পছন্দ।
আমারো এই ডাকটি অনেক পছন্দ।
বসন্তের সুন্দর সুন্দর ফুল
আমার মন করে ব্যাকুল।
বসন্তের ফুল গুলো নিয়ে হাটতে গেলে,
সুন্দর একটি অনুভব মনে লাগে
বসন্ত আসে বার বার
তবুও তোমার দেখার স্বাদ মিটে না আমার।
আমি তোমায় বসন্তের
মতো ভালোবাসি।
বসন্ত হলো
প্রকৃতির সৌন্দর্যের এক উৎকৃষ্ট উপমা
বসন্ত হলো প্রিয়সীর রূপ রেখা।
আমি বসন্তের প্রেমে পড়ে
প্রিয়সীকে প্রক্তন বানিয়েছি।
তুমি বসন্ত হয়ে এসো
আমি তোমার প্রেমে বার বার পড়বো।
বসন্তের মতো রূপ থাকলে
শতরের মতো সরল হয়ে আমি
তোমার প্রেমে পড়বো।
বসন্তের রোমান্টিক স্ট্যাটাস
বসন্তের এই সুন্দর দিন গুলোতে
তোমাকে কাছে পাওয়াতে আমি
খুশিতে আত্মহারা।
এর চেয়ে বেশি খুশি আর কি হতে পারে,
একদিকে তুমি আমার পাশে,
অন্যদিকে বসন্ত।
প্রতি বসন্তের তোমার কথা ভাবি
যদি সুন্দর এই দিনগুলোতে তোমাকে কাছজদি পেতাম?
আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি,
যে দিন তুমি আর আমি একত্রিত হবো,
আর সেই দিনটি হবে বসন্তের ১টি দিন।
আমি যেমন বসন্তের সুন্দর দিন গুলোকে মিস করছি,
তেমনি তোমাকেও মিস করছি,
ফিরে এসো একসাথে বসন্ত আর তুমি।
তোমার দেওয়া বসন্তের সেই ফুলটা আমি
আজও রেখেছি প্রিয়,
তোমার কথা মনে পরলে ফুলটি বাড়বার দেখরবা
তোমার মনটা হোক বসন্তের দিনের মত সুন্দর,
তোমার কাছে এটাই আমার বড় চাওয়া।
বসন্তের একএকটি ফুল আমার হৃদয় ছুয়ে যায়,
ঠিক তোমার মধুময় কথার মত।
বসন্তের সব ফুল একত্রিত করলে যে আনন্দ আসে,
ঠিক তোমার সব মিষ্টি কথাগুলো স্মরণে আসলে
ঐ আনন্দ মনে আসে।
বসন্তের ফুল দেখতে যদি বাগানে যাও,
সাথে আমাকেও নিও,
দুজনেই ফুলের দৃশ্য দেখবো আর
তোমার মিষ্টি সুরের কথা শুনবো।
বসন্তের শুভেচ্ছা
বসন্ত আমার হৃদয় প্রেমিকা।
বসন্তের রূপ পাগল করে
প্রতিটি প্রকৃতি প্রেমিককে।
বসন্ত যদি ক্ষনিকের না হতো
তবে আমি সব সময়ের সুখী হতাম।
যদি বসন্ত শেষে তুমি ফিরে দেখো
আমি নেই তবে বুঝে নিয়ো
আমি সুখের সন্ধানে হারিয়ে গেছি
তুমি আজীবন বসন্ত হলে
আমি আমৃত্যু তোমায় ভালোবাসবো।
বসন্ত হলো আমার প্রিয়সীর উপমা।
বসন্তের বাসাতে উড়ে যায়
প্রক্তন স্মৃতি।
বসন্তের রূপ তার প্রেমিকার চোখেই সুন্দর।
আমি বসন্তের অপেক্ষায় আছি,
বসন্তের সেই সুন্দর সুন্দর ফুল নিয়ে
তোমার সামনে দাড়িয়ে
মিষ্টি মিষ্টি কথা বলার অনেক ইচ্ছে আমার।
তোমার মিষ্টি হাসি
বসন্তের মিষ্টি রোদের মত সুন্দর।
বসন্তের মিষ্টি রোদে দাড়ালে,
দেহে শান্তি পাওয়া যায়,
আর তোমার মুখের মিষ্টি হাসি দেখলে
আমার মনে শান্তি পায়।
বসন্তের কুয়াশা রাতে দাঁড়িয়ে একদিন আমি আর তুমি
হেটে হেটে মন ভরিয়ে কথা বলব প্রিয়।
তুমি চাইলে বসন্তের কুয়াশার রাতে,
তোমার হাতে হাত রেখে,
ঘুরে ঘুরে সুন্দর পৃথিবীটা দেখব।
এই বসন্তে আসা করি তুমি আমি মিলে যাবো বহুদূরে,
দেখবো রঙিন ভুবন মন ভরিয়ে।
বসন্তের কোকিলের কুহু টান আর
তোমার রোমান্টিক গান ভারী মধুর।
হাজারো কষ্টের ভীড়ে বসন্তের সুন্দর মুহুর্ত আর
তোমার সাথে কাটানো দিনগুলো
আমার মন ভালো করে দেয়।
বসন্ত এলো বলে কোকিলে ডাকতেছে,
প্রিয় ঠিক তোমারই মিষ্টি সুরের মত সুরেলা সুর দিয়ে।
এটা সেই ডাকের মত,
যে ডাক দিয়ে তুমি আমাকে রোমান্টিক গান শুনাতে,
যেমন ডাকতেছে এখন বসন্তের কোকিল।
বসন্তের বিকেলে ছবি তুললে মনে হয়
অনেক সুন্দর উঠবে,
আমি পরবো লাল হলুদ শাড়ি,
আর তুমি সাদা পাঞ্জাবি।
বসন্তের কবিতা
অনেকেই কবিতা, ছন্দকারে বসন্তের ক্যাপশন খোঁজ করে থাকে কারণ মানুষ ঐ সমস্ত কথাগুলো পছন্দ করে যেগুলোর মিল রয়েছে তাই নিম্নে বসন্তকাল নিয়ে কবিতা কারে ক্যাপশন প্রদান করা হলো।
❥••••বসন্তকাল এসেছে,
কুকিল ডাক দিয়েছে।
বসন্তকালে কোকিলের ডাকে,
শারা দিই আমিও পাকে পাকে।
তাহার কুহু সুরে বুজেছি,
এসেছে বসন্ত।
আমিও ডাকি কুহু ডাক,
তাহার মত।
ডাকে ডাক মিলিয়ে,
শেষ হলো বসন্ত।
❥••••বসন্তের ফুল,
দেখতে বিশ্রী বললে ভুল।
যেন চোখ জুড়ে, 👀
নিয়ে এলাম ঘরে, 🏠
সারাঘর খোশবোতে গেলো ছড়িয়ে, ♥️
সেই খোশবো নাকে নিলাম,
মন ভরিয়ে।
বসন্তের ফুলের গ্রাণ,
জুড়ালো মোর মন-প্রাণ। 🥰
❥••••কাল কাল বসন্ত কাল,
ছয়টি কালের একটি কাল👍
❤️বসন্ত কাল। 🕊️
ভালোলাগার একটি কাল, ♥️
❤️🩹বসন্ত কাল। 🕊️
কোকিলের ডাক শোনার একটি কাল,
🕊️বসন্ত কাল। 🦅
ফুলের খোশবো ছড়িয়ে পড়ার একটি কাল,
🦅বসন্ত কাল। 🦅
❥••••🌷বাড়ির বাগানে ফুটেছে ফুল 🌷
🕊️শিমুল ফুল,
বসন্তের ফুল। 🌷
❤️গায়ের রং লাল♥️
দেখতে সুন্দর 👍
বসন্তের ফুল 🕊️
শিমুল ফুল —-।
ফুলের মাঝে,,,,,,
মধু আছে,,,,,
,,,,,,,প্রজাপতিরা জানে ভাই,,, 💂♀️
,,,,,,,,,,ছোটে এসে সবাই মিলে,,,,,,, 🦔🦔🦔
,,,,,,,,,,,,,,,মধু খেয়ে আনন্দ পায়।।।।।।।
❥••••বসন্তের সকালে,
বসন্তের বিকেলে,
সুন্দর থাকে মন,,,,🫶
সকালে পাখির গান,
জুরিয়ে যায় প্রাণ।।।।
বিকেলে প্রকৃতির রূপ দেখে,,,,,,,,
হই যে আমি খুশি,,,,,,,,,
সেই খুশিতে আমি,,,,,,,
আনন্দেতে ভাসি।।।।।।।।।।।
❥••••হালকা শীত লাগতেছে,,,,,,,
,,,,,,মন বুঝেছে,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,বসন্ত এসেছে,,,।।।।।।।।।।।।
,,,,,,,,,,,,,,,,,,,সকালে উঠে দেখি,,,,,,,,,,,,,,
,,,পলাশ ফুল ফুটেছে,,,,,,,,,,,,,,,
,,,,,,,ফুটেছে কাঞ্চন ফুল।।।।।।
,,,,,,,,,,,,আরো দেখি শিমুল ফুল,,,,,,,
এরপর দেখি কৃষ্ণচূড়া,,,,
,,,,,,পরে আবার দেখি আবির।।।।।।।
যেন বয়ছে ফুলের মেলা,,,,,,,
ফুলে ফুলে সাজিয়ে যেন,,,,,,
।।।।।।।খেলছে ফুলের খেলা।।।।।।।
পহেলা ফাল্গুন বসন্ত নিয়ে ক্যাপশন
পহেলা ফাল্গুন বসন্ত নিয়ে স্ট্যাটাস দেয়ার জন্য ভালো মানের কিছু কবিতা আমরা রচনা করেছি। তাই আপনিও যদি ভেবে থাকেন পহেলা ফাল্গুন বসন্ত নিয়ে কি ধরনের ক্যাপশন দিলে ভালো হয় নিম্নের ক্যাপশন গুলো পর্যালোচনা করে দেখতে পারেন।
মনে ইচ্ছে জাগে তোমায় নিয়ে ঘুরতে বসন্তের বিকেলে,
তুমি পরবে পাইনজাবি আর আমি হলুদ রঙের শাড়ি।
বসন্তে শুকনো পাতা ঝরে নতুন সবুজ পাতা জন্মায়,
সেই পাতার মাঝে
লাল সাদা জামাতে আমি তুমি ছবি তুললে
ভালোই মানাবে।
বসন্তের দিনে তুমি পাশে থাকলে,
তবেই হবে বসন্তকাল সুন্দর।
বসন্তের পাতার মত ঝরে যাক
আমাদের দুজনের কষ্টগুলো,
ভালোবাসা দিয়ে তোমার সাথে
কাটাতে চাই বাকি জীবনটা।
তুমি যদি চাও বসন্তের ফুলের মত
ফুটতে থাকুক আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তগুলো,
তবে কষ্টগুলো ভুলে
মনে রেখো আমার ভালোবাসা।
বসন্তের দিনগুলো যখন সুন্দর লাগে,
তখন তোমার কথা মনে পরে।
মন বলে কখন আসবে তুমি,
কাটাবো দিন এক সাথে।
বসন্তের ফুল হাতে নিলে,
মনে পরে তোমার কথা।
যদি ফুলটা তোমায় দিতাম,
কতইনা হতে খুশি।
বসন্ত আসুক,
এক ঝুড়ি ফুল নিয়ে,
তোমার সামনে দাড়াবো,
আর বলবো,মনের জমানো সব কথা।
তুমি বলেছিলে ফিরবে আমার বাড়ি বসন্তের দিনে,
আমি আছি তাই সেই দিনের অপেক্ষায়,
তোমায় নিয়ে কাটাতে চাই সুন্দর একটি জীবন।
❥••••পহেলা ফাল্গুন বসন্তে,,,,,,
শিমুল ফুল ফুটে।।।।।
৷।।।।।। শুভেচ্ছা রইল ফুলের,,,,,
।।।।।।।।।।এই পহেলা ফাল্গুনের।।।।।।
❥••••শুনতে পায় মৌমাছির,,,,
,,,,,,,গুণ গুণ,,,,,,
,,,,,,,,,,,এলো যে পহেলা ফাল্গুন,,।।।।।।
❥••••পহেলা ফাল্গুনের নতুনসাজ🫶
।।।।।মনে হলো আমি যে,,,,,
এক পুষ্পরানী আজ।।।।।।।।
❥••••আহা মন অতি আনন্দে,,,,,,,,
টগর,কমল,জুঁইয়ের গন্ধে,,,,,
,,,,,,,,জানে,যে,,,,,,,,
ফাল্গুনের ধারা মানে সে।।।।।।।
শেষ চিঠি
কাব্যশৈল্প🌻 পরিবার এভাবেই প্রতিনিয়ত আপনাদের জন্য অসাধারণ ভালোবাসার, ইমোশনাল, জন্মদিনের শুভেচ্ছার ও দুই লাইনের সেরা সেরা ইসলামিক এবং রোমান্টিক স্ট্যাটাস, ক্যাপশন নিয়ে হাজির হয়। তাই ভালো মানের যোগ উপযোগী ফেসবুক বায়ো স্ট্যাটাস ক্যাপশন পেতে আমাদের সাইটটি ভিজিট করে দেখুন।