999টি+ গভীর ভালোবাসার মেসেজ (নতুন) 2025

ভালোবাসার মেসেজ

প্রিয় তুমি ব্যস্ত যেনেও মেসেজ দিলাম,
বিরক্ত করার জন্য নয়,,,
এটা আমার ভালোবাসা তোমার প্রতি,,,
,,,তাই মেসেজ না দিয়ে থাকতে পারিনা।।

তোমাকে আমি আগে আগে মেসেজ দিই বলে,
আমাকে হয়তো খারাপ ভাবতেই পারো,
তবে একদিন বুঝবে
আমি তোমার জন্য কত পাগল ছিলাম।🥀

জানো প্রিয়?
তুমি আমার মেসেজ সিন করার সাথে সাথে🥀
আমার হতাশা মন আনন্দে ভরে যায়।💔

,,প্রিয় আমার মেসেজটা সিন করো,,,,,
ভালো লাগনা তখন, যখন মেসেজ দিলে সিন না করো
কারণ তোমায় আমি পাগলের মত ভালোবাসি। 🥰

তোমার প্রতি আমার এতটায় ভালোবাসা যে,
সারাদিন তোমার মেসেজের অপেক্ষায় বসে ছিলাম।

●───ভালোবাসার স্ট্যাটাস

কমেন্টে যখন আপনি আমায় ফুল দিয়ে ছিলেন,
তখ মনে হয়েছিল,
পৃথিবীর অর্ধেক সুখ পেয়েগেছি।

কমেন্টে তুমি যে ফুলটা দিয়েছো?
তোমার দেওয়া সেই ফুলটাকে খুব যত্ন করে রেখেছি,
দেখা হলে দেখাবো তোমায় সেই ফুলটা কীভাবে রেখেছি🌹

প্রিয় ফ্রী হলে আমার মেসেজটা দেখে নিও,
ভালোবেসে তুমায় এই গিপ্টটা দিলাম,
কেমন হয়েছে অবশ্যই জানাবে।

সময় অসময়ে মেসেজ দিই বলে,
বিরক্ত হয়োনা প্রিয়,
এটা তোমার প্রতি আমার গভীর প্রেমের ভাব।

শত কাজের পাকে তোমায় মেসেজ দিলাম,
গভীর ভালোবাসা আছে বলে তোমার প্রতি।

গভীর ভালোবাসার মেসেজ

প্রিয় আমি জানি তুমি এখন ব্যস্ত আছো,
আমিও কিন্তু ব্যস্ত,,,
,,তবু মেসেজ দিলাম ভালোবাসার টানে।

আমি তোমাকে প্রতিদিন আগে মেসেজ দিই বলে,
আমার কাছেও কিন্তু লজ্জা লাগে,
কিন্তু তোমার প্রেমে আমি যে পাগল হয়ে যাচ্ছি,
তাই আগে মেসেজ না দিয়ে পারছি না।

তোমাকে বেশি মেসেজ দিই বলে
হয়তো আমাকে নির্লজ্জ ভাবো,
তবে মনে রেখ,
আমার মত নিঃস্বার্থে তোমায় আর কেউ ভালোবাসবে না।

সারাদিন তো সামনেই থাকো,
তবু একটু আড়াল হলে বলে,
তোমায় মেসেজ না দিলে মন ভালো লাগে না।

আমি এখনো তোমায় অনেক ভালোবাসি,
চাইলে পিরে আসতে পারো আমার জীবনে।

তোমার প্রতি আমার কোনো ঘৃণা নাই,
আছে শুধু ভালোবাসা,
তাই জগরার পরেও তোমায় মেসেজ না দিয়ে থাকতে পারিনা।

তোমার দেওয়া আঘাতগুলো
আমার মনে থাকেনা।
কিন্তু তোমার সেই মিষ্টিভাষাগুলো
আমাকে রোজ হাসায়।

তুমি চাইলে আমায় ভুলে যেতে পারো,
কিন্তু আমি তোমায় পাগলের ভেসে বাসি ভালো,
তাই আমার পক্ষে তোমায় ভুলে যাওয়া সম্ভব না।

কতদিন চলে গেল,
তোমার কোনো মেসেজ নাই,
আমাকে ভুলে যেতে চাও নাকি?
আমি তোমায় ভুলতে পারবো না।
ভালোবাসি তোমায়।

শুধু একটা মেসেজের অপেক্ষায় আছি,
ভালোবাসার টানে জানতে চাই,
কেমন আছো?
আর ভালো না থাকলে বলব,
ভালো রাখুক আল্লাহ তোমায়।

চাইনা আমার এই মনে তোমার জন্য,
একপুটা ঘৃণা জন্ম হোক,
চাই শুধু তোমায় ভালোবেসে যেতে।

তুমি আমার জন্য পাগল না হতে পারো,
আমি সব সময় তোমার জন্য
পাগল আছি এবং থাকতে চাই।

তোমার জন্য
আমার ভালোবাসা কখনো মরবেনা,
তোমার জন্য
আমার ভালোবাসা এখনো জীবিত আছে।

তুমি আমার কাছ থেকে
আঘাত পেয়ে দূরে সরিয়ে যেতে পারো,
কিন্তু আমি তোমার কাছ থেকে আঘাত পেয়েও
তোমার ভালোবাসা খুঁজি।

হয়তো তুমি আমার পাশে নেই,
,কিন্তু মনের ঘর থেকে তুমি সরে যাওনি।

তোমাকে আমার মনের ঘর থেকে দূর করা সম্ভব না,
তুমি আমার হৃদয় জুরিয়ে আছো।

আমার এই হৃদয় শুধু তোমায় খুঁজে বেড়ায়,
তুমি ছাড়া আমার এ হৃদয়ে
কারোর জন্য এমন ভালোবাসা জন্ম হয় নাই।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *