999+ মেয়ে পটানোর মিষ্টি কথা sms [মেয়ে পটানোর টিপস] 2025

মেয়ে পটানোর মিষ্টি কথা sms

তোমার সাথে মেসেজ করলে,
যেন মনে হয় আমি আমার
খুব কাছের কারো সাথে কথা বলছি।

তোমার মেসেজে বোঝা যায়,
তুমি অনেক শান্ত মেয়ে।

তুমি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারো,
তাই আমি তোমার প্রেমে পড়ে গেছি।

তোমার মিষ্টি মিষ্টি মেসেজগুলো
দেখতে ভালো লাগে,
তাই তোমায় আবার মেসেজ দিলাম ।

তুমি কেমন দেখতে তা জানিনা,
তবে তোমার কথাগুলো ভীষণ মধুমাখা।

তুমি অনেক মিশুক
আর সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো,
তাই তোমাকে আমার ভালো লেগে গেছে।

●─স্ট্যাটাস পিকচার

তুমি মেসেজে এত সুন্দর করে কথা বলতে পারো,
বাস্তবে তোমার কথা শুনলেতো
মনে হয় আমি পাগল হয়ে যাবো।

মেসেজ করতে করতে বুঝতে পারলাম,
তোমার মনের দিক টা অনেক সুন্দর।

তুমি হয়তো জানো না তুমি কতটা নম্র ভদ্র,
আর আমি তা বুঝলাম তোমার সাথে মেসেজ করে।

তুমি এত ভদ্র কিভাবে?
নিশ্চয়ই তোমার পরিবারের সবাই ভদ্র তাই না?

চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা

তোমার মত একটা ভদ্র মেয়ে আমার জীবনে আসুক
সব সময় তাই চাই।

তুমি আমার কেউ না হলেও
তোমার সাথে মেসেজ করতে মজা লাগে।

তুমি অনেক হাসি খুশি একটা মেয়ে,
মনচায় সারাদিন তোমার সাথে মেসেজ করতে।

আমি তোমায় দেখিনি,
তবে হাসির 😃স্টিকার
দেখে মনে হচ্ছে তোমার হাসি অনেক সুন্দর।

মেসেজের মাধ্যমেও যে মানুষ মানুষের প্রেমে পড়ে,
তা তোমাকে মেসেজ করে বুজলাম।

তোমাকে মেসেজ করার পর কেন জানি
বারবার তোমার কথা মনে পরছে।

●──100% কার্যকরী প্রপোজ করার মেসেজ

তোমার সাথে মেসেজ করলে মনে হয়
আমার জীবনে চাওয়ার আর কিছু নাই।

তোমার একটি মেসেজ এর অপেক্ষায়
আমার আজ সারাদিন কেটে গেল।

তোমার সাথে মেসেজ করার পর আমার
তোমাকে নিয়ে ভাবনা বেড়ে গেছে।

তোমাকে নিয়ে আমার ভাবনা এত বেড়ে গেল কেন?
তোমারও কি আমাকে নিয়ে তাই হয়?

তোমার মধ্যে কী জাদু আছে জানিনা,
আমি কেন জানি তোমায় ভুলতে পারিনা।

মেয়ে পটানোর মেসেজ

তোমার কথা আমাকে ভাবায়,
আমার কথাকি তোমাকে ভাবায়?

মেসেজের মাধ্যমে তোমার সাথে কথা বলে আমি
অনেক আনন্দ পেলাম,
তুমিও কি তাই?

একটা মানুষ আরেকটা মানুষের প্রতি কিভাবে মায়ায় পড়ে
তা তোমাকে মেসেজ করে বুজলাম।

তোমার প্রত্যেকটি মেসেজ,
আমার হৃদয় জুরিয়ে যায়।

তুমি অনেক মিষ্টিভাবে কথা বলো,
আমি তোমার মত মিষ্টি কথা বলে,
তোমার প্রিয় হতে চায়,

তোমার মায়াবী চেহেরা দেখিনি,
তবে তোমার মায়াবী মেসেজের মায়ায় পড়ে গেছি।

দুই তিনদিনের মেসেজে তুমি আমার অনেক কাছের হয়ে উঠেছো।
মনেহয় তুমি আমার প্রিয় মানুষ ।

আমি বুঝতেই পারিনাই এত অল্প সময়ের মেসেজে
তোমাকে আমার এত ভালো লেগে যাবে।

আমি যেন হঠাৎ বদলে গেছি,
তোমার সাথে মেসেজ করার পর,
যেন যত মেসেজ করি তত ভালো লাগে তোমাকে।

তুমি আমার মেসেজের উত্তর চটপট দাও যে
আমার খুব ভালো লাগে।

কিছু মেয়ে চনচল হলেও তুমি তাদের মত না।
তোমার চনচলতা হলো প্রয়োজনে কথা বেশি বলা,
আর প্রয়োজন ছাড়া কথা না বলা,
তাই তোমার চনচলতা আমার পছন্দ।

কোনো মেয়ে আমাকে
মেসেজ করে মন গলাতে পারেনি,
কিন্তু তোমার সাথে মেসেজ করার সাথে সাথে
আমার মন এমনিতে নরম হয়ে গেল।

তোমাকে মেসেজ করি বলে,
আমার মনে হয় তুমি আমার পাশেই আছো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *