জ্বর সর্দি কাশির এন্টিবায়োটিক ঔষধের নাম 2025

হাই বন্ধুরা আপনি যদি জ্বর সর্দি কাশির ঔষধের নাম জানতে গুগলে সার্চ করে থেকে থাকেন এবং তারই প্রেক্ষিতে এই আর্টিকেলটিতে ক্লিক করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ আজ আমরা বেশ কয়েকটি জ্বর সর্দি কাশির এন্টিবায়োটিক ঔষধের নাম – (Antibiotic medicine name for fever cold cough) আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।

তাই ধৈর্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন তাহলে বুঝতে পারবেন কোন ওষুধটি আপনার জন্য উপযুক্ত এবং কার্যকর হবে। তবে মনে রাখবেন ডক্টরের পরামর্শ বাদে কখনোই ঔষধ সেবন করা ঠিক নয়। অবশ্যই নিকটস্থ ডক্টরের পরামর্শে ঔষধ সেবন করার পরামর্শ রইলো।

জ্বর সর্দি কাশি

জ্বর, সর্দি কিংবা কাশ এগুলো মানুষেরে কমন এক অসুখ। শরীরের তাপমাত্রা কোন কারণে বেড়ে গেলেই কিংবা বিভিন্ন ভাইরাসের কারণে আমাদের জ্বর হয়ে থাকে। তারই সাথে সাথে বৃষ্টিতে ভিজলে কিংবা সময় নিয়ে গোসল করলে অনেকের আবার সর্দি কিংবা কাশির প্রবলেম দেখায়। এ সমস্ত সমস্যা ফেস করলে আমরা বেসিক কিছু ওষুধ সেবন করলে তার থেকে নিরাময় পাওয়া যায়। তাই নিম্নে আমরা আপনার সুবিধার্থে জ্বর সর্দি কাশির এন্টিবায়োটিক ঔষধের নাম তুলে ধরেছি।

কিভাবে সর্দি এবং কাশির সাথে হওয়া জ্বরের ঘরোয়া চিকিৎসা করা যেতে পারে?

মানুষ সাধারণত সর্দি-কাশির সাথে জ্বরে ভোগেন। বছরে অন্তত দুবার। এটা সাধারণত আবহাওয়ার পরিবর্তনের কারণ হয়ে থাকে। এটা খুব সাধারণ কারণ। সর্দি এবং কাশির সাথে জ্বর, এটা সাধারন ভাইরাস সংক্রমণ।

জরের জন্য কিছু সাধারণ ঘরোয়া ঔষধ

১/কুলকুচি করুন। ২/ভাব নিন। ৩/প্রচুর পরিমাণে গরম তরল পদার্থ পান করুন।

এগুলো আপনাকে জ্বর থেকে পরিত্রাণ পেতে সাহায্য করবে ইনশাল্লাহ। তবে সংক্রমণ যদি কোন ব্যাকটেরিয়ার এর কারণ হয়ে থাকে সেজন্য আপনাকে এন্টিবায়োটিক সেবন করতে হবে। এজন্য আমার পরামর্শ অবশ্যই আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন।

কখন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত?

যদি আপনি সাধারণ নিয়ম থেকে তিন দিনের উর্ধ্বে সর্দি এবং কাশির সাথে জ্বরে ভোগেন তাহলে সঠিক রোগ নির্ণয় এবং ভালো চিকিৎসা পেতে ডাক্তারের পরামর্শ নিন।

জ্বর সর্দি কাশির এন্টিবায়োটিক ঔষধের নাম

জ্বরের ওষুধের নাম বলার আগে বলতেই হয় জ্বর মূলত কোন অসুখ নয় এটা মূলে অসুখের লক্ষণ। ভাইরাসের কারণে কিংবা শরীরের কোন জটিলতার কারণে তাপমাত্রা প্রতিফল তাই বেপরোয়া হয়ে এসব ঔষুধ খাওয়া যাবে না তাতে বয়স কালে কিডনির সমস্যা হবে।

জ্বরের এন্টিবায়োটিক ট্যাবলেট এর নাম

  • Napa (নাপা)
  • Napa Extra (নাপা এক্সট্রা)
  • Napa Extend (নাপা এক্সটেন্ড)
  • Ace (এসি)
  • Ace Plus (এসি প্লাস)
  • AZ 250 mg
  • AZ 500 mg
  • Adiz 250 mg
  • Adiz 500 mg
  • Keto A 100
  • Fexo 120
  • হিস্টাসিন (Histachin)
  • হিস্টালেক (Histalex)
  • ফেক্সো (Fexo 60)

শেষ বার্তা

সবশেষ আবারও বলছি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন এবং তিনদিনের অধিক হয়ে গেলে ভালো এমবিবিএস দেখানোর চেষ্টা করবেন নিজে ভালো থাকলেই পরে দুনিয়া ভালো। অযথা অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে বিরত থাকুন। প্রাথমিক অবস্থায় ঘরোয়া উপায় জ্বরে নিরাময় করার চেষ্টা করুন এবং প্রভুর কাছে দোয়া করুন।

মনে রাখবেন যিনি আপনাকে অসুস্থ করেছেন ঠিক তিনিই আপনাকে সুস্থ করে তুলবেন তাই বেশি বেশি করে নামাজ আদায় করুন এবং দোয়া করতে থাকুন না।

●─ছোট বাচ্চাদের নিয়ে ইসলামিক স্ট্যাটাস

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *