আমরা অনেকেই বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় sad ইমোশনাল স্ট্যাটাস দেয়ার জন্য ভালো মানের ক্যাপশন খুঁজে থাকি। কিন্তু মনের মত ক্যাপশন খুঁজে না পাওয়ায় হয়তো আজ স্ট্যাটাসই দেওয়া হলো না, তাই না? ইনশাল্লাহ আজকেই আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ.
ইতিপূর্বে অসম্ভব সুন্দর বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস দেয়ার পর এই আর্টিকেলটিতে sad ইমোশনাল স্ট্যাটাস নিয়ে আরো এক ঝুড়ি ছন্দ, কবিতা এবং বাংলা শায়েরী রচনা করেছেনঃ- নাফিসা সামজানা🌻। সুতরাং আর দেরি কিসের এখনই আপনার পছন্দের ক্যাপশন গুলো লোফে নিন।
sad ইমোশনাল স্ট্যাটাস
এই ওয়েবসাইটে অনেক রকমের স্ট্যাটাস /ক্যাপশন ও কবিতা লিখা হয়! লাইকঃ- জন্মদিন/ বিবাহ বার্ষিকী / ঝড়-বৃষ্টি/ ইমোশনাল ও মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস যেমনটি আপনারা বিভিন্ন সময় গুগলে সার্চ করে থাকেন। সুতরাং সব ধরনের বায়ো স্ট্যাটাস ক্যাপশন পেতে আমাদের সাথে জুড়ে থাকুন।
আমি আপন করে কুড়িয়ে নিয়েছি
সমস্ত বিষাদ বেদনা!!
আমি সুখের খুঁজে
দুঃখের সন্ধান পেয়েছি বারবার!!
আমি তোমার বিনিময়ে পেয়েছি
একমুঠো দুঃখ!!
আমায় একরাশ দুঃখ দিয়ে বল্লে
আমি নাকি তোমার ভাগ্যে নেই!!
আমাকে কেউ সুখ দিতে চাইলেও
বারবারের মতো দুঃখ-ই পাই!!
কথার কষ্ট হৃদয়ে বাস করে চিরদিন!!
অতিরিক্ত আঘাতে কারো জায়নামাজ ভিজে!
আবার কারো বালিশ ভিজে!!😔
ইমোশনাল মানুষগুলো
বরাবরের মতোই ঠকে যায়!!😕
দুঃখ-কষ্ট কারোর থেকে কারোর কম নয়!
বলতে গেলে
সব মিলে
পাহাড় পরিমাণ হয়!!😔
আঘাতের পর আঘাত এলে মনের ঘরে!
চোখ দিয়ে টপটপ করে পানি ঝরে!!😣
অতিরিক্ত ভালোবেসে যার পিছনে ছুটবেন
সে যদি আপনাকে আপনার মত ভালো না বাসে!
তখন বাঁচার ইচ্ছে টা আর থাকবে না!
তাই অতিরিক্ত টান না দেখানো ভালো!!
ভালো মানুষকে ঠকাতে যাইয়েননা
তার বদদোয়া লাগলে
আপনি আর রেহায় পাইবেননা!!
sad ইমোশনাল স্ট্যাটাস english
তোমার আঘাতে আমি আর কষ্ট পাই না।
I am no longer hurt by your pain.
স্মৃতি গুলো মুছে গেছে, কষ্ট গিলো রয়ে গেছে।
Memories are erased, pain remains.
তোমাকে না পেয়ে আমি বেদনা গুলো জড়িয়ে আজও কাঁদি।
Not having you, I still cry with the pain.
তোমাকে না পেয়ে আমি, প্রেম করেছি বেদনার সাথে।
Without you, I love with pain.
কখনো আমায় না পেলে তুমি দুঃখেদের কাছে খবর নিয়ো।
If you can’t find me, look for sadness.
আমি তোমায় না পাওয়ার বেদনায় আক্রান্ত।
I am suffering from the pain of not having you.
মানুষকে উপকার করে আমি দুঃখ ব্যতিত কিছু পাই নি।
By benefiting people I got nothing but sorrow.
যা করলে আমি কষ্ট পাই তুমি তা ভালোবেসে করো।
heart touching sad ইমোশনাল স্ট্যাটাস
হৃদয় বেদনার আঘাতে
সুখ গুলোর মৃত্যু হয়েছে!!
যদিও তুমি আমার দুঃখের কারন
তবুও তোমায় ভালোবাসি অবিরাম!!
আমি বরাবর বেদনায় ভোগছি সারাক্ষণ!!
আমাকে তুমি খুঁজে পাবে বেদনার শহরে!!
আমি কষ্টের শহরে চেনা মুখ!!
ব্যর্থতায় যখন মুখ দিয়ে কোন কথা বের হয়না
তখন আকাশের দিকে তাকিয়ে তোমায় খুজি!
আর মনে মনে বলি!
হে প্রভু, তোমাকে আমার খুব প্রয়োজন!!
কিছু মানুষ নিজের কষ্টকে কষ্ট মনে করে!
আর পরেরটারে বেলায় রং তামাশা!!
আপন বলতে কেউ থাকলে
আল্লাহ-ই আছেন!
যে যত আপন বলুক
আসলেই সব মিছে!!
সংসারের জন্য যে কঠোর পরিশ্রম করে!
দেখা যায় দিন শেষে সে-ই বেশি কষ্টের ভাগী হয়!!
সাদা মনে যে কাঁধা মেখে দেয়
দিনশেষে দেখা যায় তারই ক্ষতি হয়!!
love sad ইমোশনাল স্ট্যাটাস
মিথ্যা বলে ফাঁশিয়ে দেওয়ার যন্ত্রণা
খুবই মারাত্মক!
যে ফেঁশেছে
কেবল সে-ই বুঝে!!
অন্যের ক্ষতি করে খুশি হয়োনা
একদিন তুমি ও পাবে এই যন্ত্রণা!!
কেউ আমার পাশে থাকুক বা না থাকুক
দোয়া রইল
সব সময় সুখে থাকুক!!
যারা দুঃখ কষ্ট পেয়ে পেয়ে বড় হয়
তাদেরকে তুমি আর কি দেখাবে ভয়??
শক্ত হয়ে গেছে তাদের হৃদয়!!
মিশবো না আর কারো সাথে
বলবো না আর কথা!
মিশতে গেলে সবাই আমায়
দেয় যে শুধু ব্যথা!!
মানুষ নামের কুকুর গুলো
মানুষকে বেশি কষ্ট দেয়!!
দুঃখ ছাড়া মানুষ নাই!
নামাজ ছাড়া শান্তি নাই!
আল্লাহ ছাড়া কেহ নাই!!
আমি তোমার হতে গিয়ে
বার বার দুঃখদের হয়ে যাই!!
আমাকে এক আকাশ দুঃখ দিয়েও তুমি
ভালো থেকো!!
দুঃখ দিবে জেনেও
তোমাকে আপন করতে চায় এ-মন!!
এক আকাশ ভালোবাসার পরিবর্তে
পেয়েছি অতুলনীয় বেদনা!!
আমার হৃদয় জুড়ে তোমার দেয়া আঘাতের চিহ্ন
পাওয়া যায় আজও!!