গোলাপ ফুল নিয়ে ক্যাপশন, কবিতা, রোজ ডে love caption

গোলাপ ফুল প্রাকৃতিক এক অপূর্ব সৌন্দর্য। গোলাপ তার সুগন্ধ রঙ এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটিকে ফুলের রানী ও বলা হয়। গোলাপ ফুলের বেশ কয়েকটি রং হয়ে থাকে যেমন লাল গোলাপ, সাদা গোলাপ, গোলাপে গোলাপ ও হলুদ গোলাপ ইত্যাদি।

মজার বিষয় হলো প্রতিটি রঙ্গের গোলাপের রয়েছে আলাদা আলাদা অর্থ এই যে যেমনঃ লাল গোলাপকে বলা হয় ভালোবাসার প্রতীক সাদা গোলাপকে শান্তি এবং বিশুদ্ধতার প্রতীক আর হলুদ গোলাপকে বলা হয় বন্ধুত্বের প্রতীক।😊

আজকে সেই বিখ্যাত গোলাপ ফুল নিয়ে ক্যাপশন কবিতা ও উক্তি নিয়ে হাজির হয়েছে আমরা। আর এই আর্টিকেলটির সকল ছন্দ রচনা করেছেন আসিফ ভাই🌻 ঠিক ইতিপূর্বে যে রূপ ৮১ টি ভালোবাসার স্ট্যাটাস ও ৮৮টি+ মারাত্মক কষ্টের স্ট্যাটাস নামক আর্টিকেলেও অসম্ভব সুন্দর সুন্দর কবিতা ছন্দ রচনা করেছিলেন।

গোলাপ ফুল নিয়ে ক্যাপশন

গোলাপ ফুল নিয়ে ক্যাপশন

আমরা অনেকেই ফুলের রানী গোলাপ ফুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিতে চাই। কিন্তু ভালো মানের ক্যাপশন খুঁজে না পাওয়ায় আজ অব্দি হয়তো দেওয়াই হলো না। তাই না?

যদি তাই হয় এই আর্টিকেলটির পর থেকে আশা করি আপনাকে আর গোলাপ ফুল নিয়ে ক্যাপশন দিতে ভাবতে হবে না। কারণ এই আর্টিকেলটিতে গোলাপ ফুল নিয়ে এমন কিছু কথা লেখা হয়েছে যেগুলো যে কারোর মন ভরিয়ে দিতে বাধ্য হবে। তাই পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

তুমি আমার প্রান স্বজনী
তুমি আমার প্রিয়!
ভালোবেসে বন্ধু আমায়
গোলাপ ফুল দিও!!🌹

আমার মনের ফুল বাগানের
গোলাপ বন্ধু তুমি!
তোমার থেকে মধু নিবো
পুরো জীবন আমি!!🌹

দুঃখ্য দিলে কষ্ট দিলে
গোলাপ দিলে না!
পাশে থাকার কথা দিয়ে
কথা রাখলে না!!🌹

গোলাপের ওই সুভাষ আমার
মন কেড়ে নিলো!
তারি ঘ্রাণে মনটা আমার
পাগল পাগল হলো!!

বন্ধু তোমার বাড়ির পথে
দাঁড়িয়ে থাকি রোজ!
হাতে রেখে গোলাপ ফুল
করি তোমার খোঁজ!!

গোলাপ দিবো তোমায় বন্ধু
হলে কভু দেখা!
সুভাষ ছড়াইও আমার মনে
যেও না করে একা!!

গোলাপের ওই রুপে যেন
নিজেকে আমি হারাই!
তারই ঘ্রাণে আমি যেন
নিজেকে খুজে পাই!!🌹

যেমন করে গোলাপ তার
রুপে প্রশংসিয়!
তেমন তুমি আমার কাছে
ছিলে অতি প্রিয়!!

হাটার পথে রোজ দেখি
কত শত ফুল!
তারি মাঝে ভালো লাগে
আমার গোলাপ ফুল!!🌹

রোজ ডে love গোলাপ ফুল নিয়ে ক্যাপশন

রোজ ডেতে প্রিয় মানুষকে প্রিয় ফুল গোলাপ দেয় অনেকেই। অনেকে আবার গোলাপের সাথে সুন্দর সুন্দর কবিতা ও ছন্দ লিখে দেয় প্রিয় মানুষটির মন যোগানোর জন্য। আর এটি খুবই সুন্দর পদক্ষেপ। নিম্নের গোলাপ ফুলকে নিয়ে লেখা কবিতা গুলো হতে পারে আপনার প্রিয় মানুষকে দেওয়ার মতো সেরা রোজ ডে love গোলাপ ফুল নিয়ে ক্যাপশন।

ভালোবেসে বন্ধু তোমায়দিবো আমি গোলাপ!
মুনাজাতে চেয়ে তোমায় করিনি কোন পাপ!!🌹

গোলাপের মতোই তুমি ছড়াও নিজের ঘ্রান!
পেলে তোমার ভালোবাসা জুড়ায় মোর প্রাণ!!

রোজ আসিও গোলাপ নিয়ে বন্ধু তুমি পাশে!
মনটা আমার গোলাপকে ভিষণ ভালোবাসে!!

তুমি আমার গোলাপ ফুল, তুমি আমার সবি!
গোলাপেরো মালা পড়ে, কখন আমার হবি!!

গোলাপেরো রুপ দেখিয়া পাগল শত মানুষ!
বন্ধু তোমার রুপ দেখিয়া হারালাম আমার হুঁশ!!

গোলাপ যেমন সুভাষ ছড়ায় ভোরেরো হাওয়ায়!
তেমনি আমি পড়েছি বন্ধু তোমারি মায়য়!!

পাখিরা উড়ে যায় দোলা দেয় আকাশে!
গোলাপ তার সুবাস ছড়ায় দখিনা বাতাসে!!

চাঁদ সুন্দর, তারা সুন্দর, আরো সুন্দর গোলাপ!
তারি সুবাসে মুছে দিলো, মনের সকল পাপ!!

গোলাপের মতোই সুন্দর তুমি
সুন্দর তোমার চুলের ঘ্রাণ!
সে সুভাষে মুগ্ধ আমি
মুগ্ধ আমার প্রান!!🌹

love গোলাপ ফুল নিয়ে ক্যাপশন

গোলাপের ওই সুভাষ
মনে করিয়ে দেয় তোমায়!
রোজ বিকেলে থাকতাম দাড়িয়ে
গোলাপ দিতে আমায়!!🌹

গোলাপের মতো দেখতে তোমায়
লাগছে ভিষণ সুন্দর!
তোমায় দেখলে ভালো হয়
আমারি অন্তর!!

লাগে কেন এতো ভালো
বলো গোলাপ তোমাকে!
তোমার ঘ্রানে করছো পাগল
কেন তুমি আমাকে!!

বন্ধুর ওঁই ফুল বাগিচায়
ফুটেছে গোলাপ ফুল!
তার সুভাষের মায়ায় পড়ে
হয়েছি আমি বেকুল!!🌹

গোলাপ বলে কাঁটা দিয়েছো
দিয়েছো মোরে ব্যথা!
ভুলে গেছো তুমি বন্ধু
কি ছিলো তোমার কথা!!

কভু যদি চলার পথে
পাই তোমার দেখা!
গোলাপ দিবো তোমায় আমি
হতে দিবো না একা!!🌹

কবিতা গোলাপ ফুল নিয়ে ক্যাপশন

পাখিরা ডানা মেলে
উড়ে যায় আকাশে!
গোলাপ তার সুভাষ ছড়ায়
ভোরেরো বাতাসে!
তার সুভাষে মুগ্ধ আমি
মুগ্ধ আমার প্রান!
কষ্ট গুলো ভুলে থাকি
নিয়ে তার ঘ্রাণ!!🌹

মৌমাছির মত ডানা থাকতো যদি আমার,
তাদের সাথে আনতাম মধু গোলাপ আমি তোমার!

ঝাঁকে ঝাঁকে মৌমাছিরা যায় ফুল বাগানের তরে,
তাদের সাথে আমিও যাই গোলাপ তোমার ঘরে!

গোলাপের ওই ঘ্রাণে আমি তোমার ছোয়া পাই,
তাইতো সব ছেড়ে আমি গোলাপ তোমায় চাই!

ভুলে গিয়ে অতিতের স্মৃতি ফিরে আসো তুমি,
ভালোবাসার গোলাপ ফুল দিবো তোমায় আমি!

আমার মনের গোলাপ তুমি, তুমি আপনজন,
ভালোবেসে গোলাপ দিবো, হলে প্রিয়জন!

তোমার মনের প্রেম সাগরে, দিয়েছি আমি ডুব,
আমার প্রেমের ফুল বাগিচার, গোলাপ ফুল তুমি!

গোলাপও একদিন ঝড়ে যায়, দক্ষিণা বাতাসে,
তারও ঘ্রাণ হারিয়ে যায়, নীল ওই আকাশে!

পুরান গোলাপ ঝড়ে যেমন, নতুন গোলাম ফুটে,
তেমন করে বারেবারে, যাই তোমার কাছে ছুটে!!🌹

লাল গোলাপ ফুল নিয়ে ক্যাপশন

সবুজ এই পৃথিবীতে
ফুটেছে ভিষন ফুল!
তারি মাঝে মন ছুয়ে দেয়
তাজা গোলাপ ফুল!!

ভালোবেসে দিয়েছিলাম
তোমায় লাল গোলাপ!
বিনা কারনে ছেড়ে গেলে
নিলে অভিশাপ!!🌹

তোমার জন্য রেখেছিলাম আমি
লাল গোলাপ ফুল!
কেন তুমি হারিয়ে গেলে
বুঝে আমায় ভুল!!

তোমার প্রেমের ফুল বাগিচায়
ফুটেছে লাল গোলাপ!
হারিয়ে গেলে তুমি কভু
হারাবো দুই কুল!!🌹

লাল গোলাপের মতোই তোমায়
লাগে অনেক ভালো!
তোমার জন্য আমার এই জীবন
সুখীময় হলো!!

মিথ্যে মায়ায় ফেলে আমায়
ধোঁকা দিও না!
লাল গোলাপের কথা বলে
কাঁটা দিও না!!

লাল গোলাপের চেয়েও লাল
তোমার দুটি গাল!
দেখলে তোমায় আমি
হয়ে যাই মাতাল!!😊

চেয়েছিলাম লাল গোলাপ
দিয়েছো কষ্ট!
মিথ্যে মায়ায় ফেলে আমায়
করেছো নষ্ট!! 🥺

তোমার পছন্দের লাল গোলাপ
রেখেছি খুব যতনে!
আমার জন্য একটু যায়গা হলো না
বন্ধু তোমার মনে!!🥺

তোমার বাগানের লাল গোলাপ
হতে চাই আমি!
আমার কাছে তুমি বন্ধু
সবচেয়ে দামী!! 😊🌹

খোলা চিঠি

তো বন্ধুরা গোলাপ ফুল নিয়ে লিখা কবিতা ও স্ট্যাটাস গুলো আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি আর্টিকেলটি পরে হতাশ হননি। আর কেনই বা হবেন? আমরা তো প্রতিনিয়তই সর্বত্র দিয়ে চেষ্টা করি আপনাদেরকে উন্নতমান কোয়ালিটি ফুল স্ট্যাটাস / ক্যাপশন ফেসবুক বায়ো দিতে।

আর হ্যাঁঃ-আপনি একজন লেখক কিংবা লিখিকা হয়ে থাকলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনার লেখা ছন্দ /কবিতা পড়ার সুযোগ করে দিতে পারেন লক্ষ্য মানুষকে। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আর আপনার প্রতিভা ছড়িয়ে দিন লক্ষ্য মানুষের ধার প্রান্তে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *