999+ ভালোবাসার ছন্দ স্ট্যাটাস [রোমান্টিক ও কষ্টের] 2025
ইতিপূর্বে যেহেতু অসাধারণ ভালোবাসার স্ট্যাটাস এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, ভাবলাম ছন্দাকারে ভালোবাসার স্ট্যাটাস দিলে কেমন হয়? কারণ তোমরা অনেকেই ছন্দে ছন্দে ভালোবাসার ক্যাপশন স্ট্যাটাস পড়তে ভালোবাসো, আর সেই প্রেক্ষিতে এই আর্টিকেলটি, আশা করি এই আয়োজনটি তোমাদেরও ভালো লাগবে। তাই সম্পূর্ণ পোস্টটি একবার পড়েই দেখো। ছন্দ গুলো লিখেছে মোহাম্মদ আসিফ🌻 এবং Sabit Ahmad🌻।
মানুষ ইদানিং কালে সৌন্দর্যে ও পরিপাটিতে আকর্ষিত, সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, চাই তা কোন ব্যক্তিত্ব কিংবা সৃজনশীল। যাই হোক যেহেতু ভালোবাসার ছন্দ লিখে সার্চ করেছো, আমি সিওর তুমিও সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যারা সৌন্দর্য ও পরিপাটিকে পছন্দ করে। আই হোপ আমার এই আর্টিকেলটি তোমাকে নইরাস করবে না। কারণ এই আর্টিকেলের ছন্দগুলো রচনা করেছে আসিফ🌻 যে একজন প্রফেশনাল লেখক ও কাব্যশৈল্প, তোমার হয়তো আসিফ কে চিনতেও পারো কারণ ইতিপূর্বে সে স্টাইলিশ বাংলা ক্যাপশন ও ৮৮টি+ মারাত্মক কষ্টের ক্যাপশন তোমাদের জন্য রচনা করেছিল, যা তোমরা পছন্দও হয়েছিল।’
ভালোবাসার ছন্দ স্ট্যাটাস
ভালোবাসা এক অন্যরকম অনুভূতির নাম, যা মানুষকে গভীরভাবে স্পর্শ করে। এতে রয়েছে স্নেহ, মমতা এবং অপরিসীম যত্ন। ভালোবাসা শুধু মানুষের বিশেষত্ব নয়, সব প্রাণীর মধ্যেই রয়েছে এ ভালোবাসা। আমরা মানুষ বলে তা ব্যক্ত করতে পারি, আর অন্যান্য প্রাণীরা তা উপলব্ধি করে ঠিকই কিন্তু মানুষের মতো প্রকাশ করতে পারে না। যাইহোক নিম্নের ভালোবাসার ছন্দ স্ট্যাটাস গুলো স্পেশালি তোমার ভালোবাসার মানুষের জন্য, তাই একটি ক্যাপশনও মিস করো না। কাব্যশৈল্প Sabit Ahmad🌻।
তুমি আমার কাছে অবুঝ শান্তির চিরন্তন রূপ!!━❞
তুমি আমার ভালোবাসার মহা সাগর
যা আজীবনও ফুরোবে না!!━❞
কখনো অকাশ হয়ে এসো
আমি চাঁদ হয়ে উঠবো!!━❞
আমার সমাপ্তি জীবনের তুমি
এক অসমাপ্ত ভালোবাসা!!━❞
আমি তোমার চোখে তাকালে মনে হয় যেন
ডুব দিয়েছি ভালোবাসার সাগরে!!━❞
তুমি আমার বেঁচে থাকার আশা
তুমি আমার অফুরন্ত ভালোবাসা!!━❞
তুমি আমার অমাবস্যার রাতে
পূর্ণিমার আলো!!━❞
কখনো ছেড়ে যেয়ো না আমায়
তোমায় ছাড়া আমি অন্ধকারে নিমজ্জিত!!━❞
তুমি যদি ফুল হও আমি হবো কলি
তোমার সাথে দেখা হলে মেলবো গল্পের ঝুলি!!━❞
তবুও বেড়ে উঠুক আমাদের অদেখা
অসমাপ্ত ভালোবাসা!!━❞
আমি তোমায় না দেখেও ভালোবাসি
যদিও ফুরিয়ে যায় আশা!!━❞
আমায় তুমি ফিরিয়ে দিলে
নিমিষেই আমি ফুরিয়ে যাবো!!━❞
তুমি আমার কারনবিহীন হাসি মুখের কারন!!━❞
তুমি আমার হলে আমি হবো
পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ─❞
কখনো যদি মনে না পড়ে আমায়
তবুও আমি খুঁজে নিবো তোমায়─❞
যদি বলো ভালোবাসি না তোমায়
তবে আমায় খুঁজে পাবো আর কোথায়─❞
তুমি যদি জানতে আমার ভালোবাসার গভীরতা
তবে তুমি অভাক হয়ে চাইতে আমায়─❞
আমার ভালোবাসা ব্যর্থ নয়
যদিও আমিই শুধু বেসে যাই ভালো─❞
তুমি আমার মধ্য রাতের আকাশ
তুমি তাকালেই কান্না করে বুকের বা পাশ─❞
আমিও গুনতে চাই
তোমার কোলে মাথা রেখে
আকাশের শুকতারা─❞
তোমাকেღ ভালোবাসিღ বলে,
প্রভাতেরღ সূর্যღ মধুরღ হাসে━●
নিঃশব্দღ হৃদয়েরღ স্রোতেღ ভাসে,
তোমারღ নামেইღ সবღ কিছুღ বাঁধা━●
┇┇┇💚
┇┇💙
┇💛
❤️
তোমাকেღ ভালোবাসিღ বলে,
রাতেরღ তারাღ কাব্যღ শোনায়━●
চাঁদেরღ আলোয়ღ মনღ ভিজিয়েღ যায়,
স্বপ্নেরাღ তোমারღ ছোঁয়ায়ღ আলোকিত━●
তোমাকেღ ভালোবাসিღ বলে,
ফুলেরাღ ফোটেღ আরওღ শোভামণ্ডিত━●
তোমারღ হাসিতেღ হারিয়েღ যায়ღ বেদনা
রজনীরღ আঁধারেღ পুষ্পিতღ পল্লব━●
তোমাকেღ ভালোবাসিღ বলে,
সাগরেরღ ঢেউওღ গানღ গায়━●
তোমারღ চোখেরღ নীলღ গভীরে
খুঁজেღ পাইღ একღ শান্তিময়ღ জগত━●
তোমাকেღ ভালোবাসিღ বলে
পাহাড়েরღ উচ্চতাღ কমღ মনেღ হয়━●
তোমারღ পাশেღ দাঁড়িয়ে
সবღ ঝড়কেওღ সহজেღ অতিক্রমღ করি──۵
তোমাকেღ ভালোবাসিღ বলে
মনღ খোলাღ আকাশেরღ মতোღ মুক্ত━●
তুমিღ আমারღ জীবনেরღ রঙিনღ ক্যানভাস
তোমারღ জন্যেইღ জীবনেরღ অর্থღ খুঁজেღ পাই━●
তোমাকেღ ভালোবাসিღ বলে,
বর্ষারღ বৃষ্টিღ হয়েღ আসেღ আনন্দ━●
তোমারღ ভালবাসারღ আশ্রয়ে
আমারღ হৃদয়ღ চিরকালღ রয়━●
তোমাকেღ ভালোবাসিღ বলে
পাখিরღ কলতানেওღ মেলেღ সুর━●
তোমারღ স্পর্শেღ জীবনেরღ পথে
সবღ বাধাღ হয়েღ যায়ღ দূর━●
তুমিღ আমারღ জীবনেরღ আলো
অন্ধকারকেღ করেছღ দূর━●
তোমারღ ভালোবাসায়ღ পূর্ণღ হয়েছে
আমারღ খালিღ হৃদয়━●
ভালোবাসাღ একღ অমূল্যღ রত্ন,
যাღ কখনোღ হারায়ღ না━●
তোমারღ প্রতিღ এইღ অনুভূতি,
চিরন্তনღ থাকবে━●
ভালোবাসার ছন্দ রোমান্টিক
ভালোবাসা পূর্ণতার উর্ধ্ব ধাপ হলো রোমান্টিকতা, যা দুজন মানুষের গভীর আকর্ষণ। ভালোবাসা যখন রোমান্টিক পর্যায় পৌঁছে যায় দুটি ধাপ হতে পারে ,
- ভালোবাসার মানুষটি নিজের হয়ে যাওয়া।
- কিংবা ভালোবাসার মানুষটি নিজের হওয়ার ধার প্রান্তে।
খেয়াল করলে দেখা যায় তোমরা সোশ্যালর মিডিয়ায় ক্যাপশন, স্ট্যাটাস কিংবা বায়োর ক্ষেত্রেও রোমান্টিক অবলম্বন করছ যেমনটি মেয়েদের ফেসবুক বায়ো রোমান্টিক , / দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি।
যাই হোক তুমি যেহেতু ভালোবাসার ছন্দ রোমান্টিক চাচ্ছো, সে হত আই হোপ তোমার ভালবাসাও পূর্ণতার ধার প্রান্তে, আর হ্যাঁ নিম্নের ক্যাপশন গুলো শুধুই তোমার জন্য লেখা, তাই একটি ক্যাপশনও কিন্তু মিস করা যাবে না। কাব্যশৈল্প আসিফ🌻/Sabit Ahmad🌻
তুমি আমার হলে
আমি হবো সুখেদের─●
তুমি আমার ভাবনা তুমি আমার আশা
তুমি আমার প্রস্ফুটিত ফুলের ভালোবাসা─●
আমি তোমার মায়ার আবদ্ধতায়
আটকে থাকবো আজীবন─●
তোমায় পাবার তরে আমি দিতে রাজি এই জীবন─●
আমার না বলা কথা গুলো বলবো তোমায়
কোনো এক বাদলা দিনে─●
আমি হৃদয়ের রঙ্গিন তুলিতে এঁকেছি
আমাদের ভালোবাসার মানচিত্র─●
আমার কল্পনা কেবল
তোমার প্রতি সীমাবদ্ধ─●
তুমি বিহীন আমার কল্পনায় কারো স্থান নেই─●
তুমি ছাড়া বিকল্প পথ দেখতে পারবো না আমি
কারন তুমি বিহীন আমি অন্ধ─●
আমার অপ্রশান্ত মনের তুমি এক চেনা প্রশান্তি─●
তুমি আমার অন্ধকারের আলোর বাহক─●
আমার অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর
তুমি আলোর দিশারী─●
তোমার কথা মনে এলে
হৃদয়ের গহীন থেকে বেরিয়ে আসে
এক চিলতে হাসি─●
আমি তোমায় ভালোবাসি বিধায়
আজও অপেক্ষায় রই─●
আমি তোমার মাঝেই খুঁজে পাই অমৃত সুখ─●
তুমি আমার আগলে রাখা হৃদয়─●
তুমি আমার বিষণ্নতায় ভালো লাগার ঔষধ─●
আমায় তুমি ঢেকে রেখে ভালোবাসার চাদরে─●
যদি আমি তোমায় পাই
এই জীবন ধন্য হবে
দুঃখ হবে নাই─●
তোমায় এক ঝলক হাসি
যেন তীর হয়ে বিদ্ধ হয় আমার হৃদয়ে─●
আমার অবাধ্য হৃদয়
তোমার ভালোবাসার বাধ্য গোলাম─●
তুমি যদি কেড়ে নেও আমায়
আমি আজীবন তোমার থেকে যাবো─●
তোমার আমার ভালো নেই কোনো কূল
তুমি আমার ভালোবাসার রক্তজবা ফুল─●
যদি কখনো ছেড়ে যাও আমায়
তবে প্রাণ পাখিও উড়ে যাবে অজানায়─●
তোমাতে আমি সুখ খুজি
কারন তুমি বিহীন আমি দুঃখ বালক─●
আমি এই বিষন্ন শহরের মাঝেও
তোমার বুকে খুঁজে পাই অমৃত সুখ─●
এক মুঠো সুখের আশায় আজও
তোমায় ভালোবাসি─●
তুমি আমায় ফুল করে রেখো
আমি ভুল করে হলেও তোমার হবো!━✿
তুমি রেখে দিলে আমার হারাবার ক্ষমতা নেই!━✿
তুমি অকারনে কখনো ভালোবেসে
এই হৃদয় তোমার অপেক্ষায়!━✿
যে মনে কেবল তুমি
সে হৃদয় কেবল আমার!━✿
তুমিহীন আমার ভাবনায় শুধু ধূসর মরুভূমি!━✿
তোমার ছুটে চলা পথে
আমি এঁকেছি হৃদয়রেখা!━✿
কখনো আকাশ বেয়ে তুমি এলে
আমি পাহাড়ে ফানুস উড়োবো!━✿
তোমার বুক যেন আমার প্রশান্তিময় আশ্রয়স্থল!━✿
তোমায় দেখলে মনে হয়
যেন এক সাক্ষাৎ পরি!━✿
আমার আকাশে অমাবস্যা আসে না কারন তুমি
আমার পূর্ণিমার চাঁদ!━✿
আমার আকাশে তুমি থাকতে মেঘ হয় না
কারন তুমিই আমার মেঘবালিকা!━✿
মেঘেদের শাসে
তোমার ক্ষণে
আমি হারায় বারেবারে!━✿
তুমি আবার জন্ম নিলেও
আমি তোমাকে ভালোবাসবো!━✿
এই জীবন না ফুরালে
তোমার সমাপ্তি হতো না!━✿
কখনো শত আক্ষেপ নিয়ে
তোমাকে চেয়ে দেখি
তবুও তৃপ্তি হয় না মন!━✿
যদি আমি আবার জন্ম নেই
তবুও শেষ হবে না তোমার প্রতি টান!━✿
যদি শেষ হয় জীবনের ইতি
তবুও ফুরোবে না তোমার প্রিতি!━✿
কখনো আমার মাঝে শূন্য দেখলে
তুমি ভালোবাসায় পূর্ণ করো দিয়ো!━✿
আমি নীল আকাশে নীলাম্বরে তোমায় দেখি প্রতিক্ষণে!━✿
আমার নিঃশ্বাসে প্রতি ক্ষণে
মিশে আছো কেবল তুমি!━✿
তুমি আমার রোজ সকালে মুকুল
মাড়িয়ে ফুটে উঠা ফুল!━✿
রোমান্টিক ভালোবাসার ছন্দ
ভালোবাসা যেন এক নদী
প্রবাহিত হয় মনের গভীরে━●
চোখের ভাষায় লেখা থাকে,
হৃদয়ের অমৃত ধারা
তোমার হাসিতে ফুটে ওঠে,
প্রেমের রঙিন জ্যোতি━●
প্রতিটি স্পর্শে জাগে নতুন স্বপ্ন,
হৃদয় ভরে ওঠে খুশির কাব্যে━●
ভালোবাসা এক পবিত্র বান্ধন,
অটুট অঙ্গীকারের প্রতীক━●
যেখানে দুটি মন মিলে যায়,
সুখ-দুঃখের পথে━
চোখের চাওয়ায় লেখা থাকে
হাজারো কথা অনুচ্চারিত━●
হৃদয়ের গভীরে তুমি
আমার অনন্ত ভালোবাসা━●
তোমার হাতের স্পর্শে
জীবন হয়ে ওঠে সুরভিত বাগান━
প্রতিটি মুহূর্তে থাকে আনন্দের ছোঁয়া
ভালোবাসার গল্প━●
ভালোবাসা মানে একান্ত অনুভূতি,
নির্ভেজাল স্নেহ━
যেখানে কোন শর্ত নেই,
শুধু নিঃস্বার্থ প্রণয়━●
তোমার সাথে কাটানো প্রতিটি সময়
এক অপূর্ব স্মৃতি━●
যেখানে হৃদয় খুঁজে পায় শান্তি
ভালোবাসার আবেশ━●
ভালোবাসার মিষ্টি সুর
বাজে হৃদয়ের তারে━●
সেই সুরে মিশে যায় প্রাণ
জীবনের প্রতিটি ধাপে━●
বন্ধুর༅༎• মন༅༎• যায়༅༎• না༅༎• বুঝা༅༎• ,
কি༅༎• যে༅༎• আমি করি━●
তাইতো সব ছেড়ে আমি বন্ধুর পিছে ঘুরি━●
ফুটেছে ফুল শত শত
বন্ধুর ওই হাসিতে━●
বারবার আমি পাগল হই,
ব ন্ধুর ওই রুপেতে━●──۵
সারাজীবন থেকো তুমি,
থেকো মোর পাশে━●
ডাকলে তুমি ফিরে এসো
আমায় ভালোবেসে━●
রাগলে তোমার রুপ খানা
দেখতে লাগে ভালো━●
তুমি আমার আধার রাতের
চাঁদের ও আলো━●
ভালোবাসার ছন্দ কষ্টের
সব ভালবাসা কি পূর্ণতা পায়? কিছু ভালোবাসা কল্পনাতেই সুন্দর। যখন ভালোবাসার মানুষটি নিজের থেকে দূরে চলে যায় কিংবা সম্পর্কের মাঝে ঘটে বিচ্ছেদ, তখন ওই ভালোবাসাই রূপ নেয় কষ্টের। যার দরুন সারা জীবন ভর প্রত্যাশা আর হতাশা। আর ঠিক সেই ভুক্তভোগীর জন্যই নিম্নের ক্যাপশন গুলো, তাই এখনই বেছে নাও নিম্নের ভালোবাসার ছন্দ কষ্টেরগুলো থেকে তোমার মনের মত।
সময় মানুষকে বদলাতে পারলেও আমায় পারেনি
আমি সময়ের তালে ভেবে বেড়িয়ে
তোমায় ভুলতে শিখেছি!━✿
তুমি হলে আমার অযথা কান্নার
নোনাপানি!━✿
তোমার ছলনার রূপ দেখে আমি
সফলতার পুঁজি জুগিয়েছি!━✿
তুমি নামে স্মৃতির ডায়েরিতে যা আছে
তা কেবল ধূসর অতীত!━✿
তোমার মনে জন্মেছিল বিস্ময়কর রূপ
তাই আমি আজ তোমার অতীত!━✿
যে মানুষ অতীত নিয়ে বসে থাকে সে ব্যর্থ হয়
তাই আমি তোমায় ভুলতে বসেছি!━✿
অতীতটা তোমার ছিল
তাই আমি বর্তমানে হয়েছি!━✿
অতীতকে বুকে লালন করা বোকামি
তাই তোমায় মনে নেই!━✿
●❯────────────────❮●
তুমি হীনা দিনগুলোতে
তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি
তুমি কি জানো??
তোমার ভালোবাসা ছিল আমার জীবনের
শেষ রশ্মি●
●❯────────────────❮●
00:36 ━●━━━━━ 5:00
প্রতিটা নিঃশ্বাসে আমি
তোমাকে স্মরণ করি
ভালোবাসা কি শুধু কষ্টের নাম?
00:36 ━●━━━━━ 5:00
04:02 ━━━━━━●00:00 ⇆
প্রিয় তোমার বিদায়টা
আমার হৃদয়কে
ভেঙ্গে চুরমার করে দিল
সাথে সাথে
ভালোবাসার সংজ্ঞাটাও
বদলে গেল
04:02 ━━━━━━●00:00 ⇆
●▬▬▬▬▬๑۩♡۩๑▬▬▬▬▬●
আমার ভালবাসা সত্য ছিল
তুমি যে প্রতারক ছিলে
সেটা জানা ছিল না●
●▬▬▬▬▬๑۩♡۩๑▬▬▬▬▬●
কথা ছিল তোমার হাতে
হাত রেখে পথ চলব
কিন্তু তুমি রেখে গেলে
একাকী আমায়──۵
ভালোবাসা শুধু সুখ দেয় না
ক্ষণিকের ভালোবাসা
বয়ে আনে অনন্তকালের দুঃখ কষ্ট─༅༎•🌻
ভালোবাসার নামে শুধু
দিলে আমায় ব্যাথা━●
ভুলতে কভু পারবো না আমি
বন্ধু তোমার কথা━●
আমার এই মন শুধু,
বন্ধু আমি তোমায় দিলাম,
সাত সাগর পারি দিয়ে বন্ধু
তোমার কাছে এলাম━●
ভালোবাসার ছন্দ কষ্টের এসএমএস
তুমি আমায় যে বেদনা দিয়েছো
যদি আমি সুখের সাগরে ডুবে যাই
তবুও তা ভুলতে পারবো না—ღ
যে চলে যাবার
সে সুখে থাকলেও বাহানা খুঁজে—ღ
আমার সুখের অভাব ছিল
তাই তোমার কাছ থেকে
দুঃখ কিনেছি—ღ
সে আমায় ভালোবাসেনি
বরং রূপ নিয়েছিল ভালোবাসার—ღ
আমি আজও কারো হতে পারিনি
কারন আমি তোমার রয়ে গেছি—ღ
তুমি আর খুঁজে পাবে না আমায়
কারন মৃত্যু ঘটেছে হৃদয়ের—ღ
আমার হৃদয় পুড়ে হয়েছে হৃদয়েপুড়—ღ
আমার দগ্ধ হৃদয়ে তুমি দিয়েছো আরো আগুন—ღ
তুমি আমার ভালোবাসা বিক্রি করে
কিনেছো তোমার সুখ—ღ
তুমি দুঃখে আছি বলেই
তুমি আজ সুখে আছো—ღ
তুমি কখনো আমার ছিলে না
যা ছিল তা কেবল বেদনা—ღ
তুমি এসেছিলে বলেই আমি সুখের মূল্য বুঝেছি—ღ
তুমি চলে যাবার পর আর কাঁদতে পারি না
কারন চোখের জল শুকিয়ে গেছে—ღ
আমি তোমার চোখের মায়ার বাধনে
আটকে আছি বলেই দুঃখ পোহাই—ღ
তোমার কথা মনে এলে
বেদনা এসে আমায় জড়িয়ে ধরে—ღ
আমি সুখের আশায়
চোখের জল ফুরিয়েছি—ღ
তুমি যদি মনে করো আমি ভালো নেই
তবে ভুল কারন
আমি কখনই ভালো ছিলাম না—ღ
আমি তোমায় ভালোবাসে পেয়েছি
বেদম বেদনা—ღ
আমি তোমার চোখে ভালোবাসার বিনিময়ে
দেখছি ছলনার রূপ—ღ
আমি তোমার চোখে
ভালোবাসার বিনিময়ে দেখছি
ছলনার রূপ—ღ
ভালোবাসার ছন্দ কষ্টের স্ট্যাটাস
কিছু কিছু রিলেশনশিপ এমন পর্যায়ে পৌঁছায়, যা ভোলার এবং মেনে নেওয়ারও নয়। এই ভালোবাসা মনকে আঘাত করে ভেঙ্গে চুরমার করে ফেলে, শুধু রেখে যায় স্মৃতিগুলোকে, বারবার সেই স্মৃতিগুলো কড়া নাড়া দেয় মনের ভেতরে। তাই না?
তুমি হয়তো সে মানুষটিকে উদ্দেশ্য করে ভালবাসার ছন্দ কষ্টের স্ট্যাটাস টাইম লাইনে শেয়ার করতে চাচ্ছ, বাট মনের মত খুঁজে পাচ্ছ না। তাইতো? আর হ্যাঁ এমনটি হয়ে থাকলে নিম্নের ক্যাপশন গুলো তোমার জন্যই রচনা করা। এখনই মনের মত ক্যাপশন কপি করে ফেসবুকে শেয়ার করে দাও।
তুমি ছেড়ে যাবে বলেই
হয়তো আমার হয়েছিলে।
তাইনা?─۵
আমি তোমায় ভালোবাসিনি কারন
দেখেছিলাম তোমার বিশ্বাসঘাতকতা─۵
সুখ ছিল ছলনাময়ী
তাই দুঃখ হলো চিরসঙ্গী─۵
তুমি চলে যাবার পর
সুখের সঙ্গে আমার আর দেখা হয়নি─۵
তোমায় নিয়ে গড়েছিলাম সুখের ঘর
তুমি ভেঙে গেলে আমার সব─۵
আমায় নিঃস্ব করে
তুমি সুখী হলে─۵
আমার কাছে তুমি ছিলে ভালোবাসার বিবরন
অথচ আজ তুমি অচেনা─۵
তুমি ছিলে আমার
ভুল শিরোনামে ফুল─۵
আমার ভালোবাসার করিডরে
আর নেই তোমার নাম─۵
তোমার চিহ্ন ফুরিয়ে গেলেও
তোমার দেয়া বেদনা আজও আমায় কাঁদায়─۵
তুমি ছাড়া আমি ভালো
যদিও তুমি ছিলে আমার আলো─۵
তুমিহীন আমি আজও বেদনায় কাতর─۵
তুমি যদি ভালোই বাসতে
তবে আমি কখনো চোখের জল ফালাতাম না─۵
আমি তোমার জন্য কাদি
অথচ তুমি সুখী আজ─۵
তুমি আর সুখ
দুটো এক সাথেই
বিদায় নিয়েছে─۵
তুমি যদি আমরই হতে
তবে দুঃখ হতো কার?
আমায় তুমি কেড়ে নিলে
আমি হতাম সুখেদের─۵
তুমি যদি না ফুরাতে
আমি তবে সুখ পোহাতাম─۵
সুখের ফানুস উড়িয়ে দিয়ে
আমি হয়েছি নিঃস্ব─۵
তুমি আমায় চাওনি
তবুও আমি তোমার হয়েছিলাম
তাই আজ বেদনায় ডুবছি!!━❞
তুমি যদি বুঝতে আমায়
আমি রানী করে রাখতাম তোমায়!!━❞
তুমি আমার নও
জেনেও আমি ভালোবেসেছিলাম!!━❞
তুমি আমার আকাশে উদিত হও
শুকরাতা হয়ে!!━❞
সে শুধু করেছে ছলনা
তাইতো মন আজও তাকে ভুলে না!!━❞
ব্যর্থ ভেবে ফেলে গেলে
আমি সফল হয়ে ফিরবো!!━❞
আমিতো কেবল তোমায় চেয়েছিলাম
তবুও কেন হলে না???
ঠিক কোন শূন্যতায় আমায় ছেড়ে গেলে??
অবসরে বলে যেয়ো কখনো!!━❞
কতটা আর না পেরে উঠলে
তোমায় ভুলতে পারবো?
যে ভুলে যায়
সেই সুখে থাকতে জানে!!━❞
আমার স্মৃতির পাতায় লেখা যায় কিন্তু মুছা যায় না
তাই তোমায় আজও মনে রেখেছি!!━❞
ভালোবাসা নিয়ে আরো কিছু ছন্দ
যখন তোমার প্রেমের পরশ
দেহে লাগে━●
যৌবন কুঞ্জে প্রেমের কোকিল
কুহু কুহু ডাকে━●
তোমার ওই প্রেমের হাওয়া,
যখন আমার দেহে লাগে━●
ভালোবাসার দুষ্ট কুকিল তখন,
কুহু কুহু ডাকে━●
তোমার ওই মায়াবি হাসি
দেখেছি সপ্নে কতবার━●
কখনো ভাবিনি বন্ধু
তুমি হবে যে আমার━●
কথা ছিলো পাশে থাকার
ভুলে গেছো সব━●
মনের ওই চাপা কান্না,
শুনেছে আমার রব━●
রাজার রাজ্য যেমন করে
অচল রানি ছাড়া━●
তেমনি আমার জীবন অচল
বন্ধু তুমি ছাড়া━●
তোমার ওই পাথর মনে
ফুটাবো আমি ফুল━●
তোমায় বন্ধু আপন করে
করিনি আমি ভুল━●
গাছের ছায়ায় মানুষ থাকে
আমার ছায়া তুমি━●
কতটা তোমায় ভালোবাসি,
জানি শুধু আমি━●
চাঁদ উঠে আলো দেয়
সূর্য উঠে গরম━●
বন্ধু তোমায় ভালোবাসি
বলতে লাগে সরম━●
দিন কাটে মোর
তোমার অপেক্ষায়
বসে না কাচে মন━●
আমার এই মনের ঘরে
আসবে তুমি কখন━●
ঘড়ির কাটা টিকটিকাটিক,
গায় বন্ধুর গান━●
মনের ভাবনায় আসলে তুমি
জুড়ায় মোর প্রান━●
মনের ওই চক্ষু দিয়ে
আমায় চেয়ে দেখ━●
তোমার ওই মনে শুধু
আমার ছবি আঁকো━●
শেষ চিঠি
আমি চেয়েছি সবচেয়ে বেস্ট এবং ইউনিক ভালোবাসার ছন্দ স্ট্যাটাস তোমাদের সাথে শেয়ার করতে, আমার মনে হয় এই আয়োজনটি তোমাদেরকে নৈরাস করেনি। আর করবেই বা কেন প্রত্যেকটি ছন্দ ক্যাপশন তো হৃদয়ের গহীন থেকে লেখা। প্রতিনিয়ত এরকম অসাধারণ অসাধারণ ফেসবুক বায়ো, ক্যাপশন ও ইসলামিক স্ট্যাটাস তোমাদের জন্য রচনা করা হয় এই ওয়েবসাইটে তাই biostatuscaption.com এর সঙ্গেই থেকো।
আর হ্যাঁঃ তোমরা যারা আসিফ, সাবিত এর মত প্রতিভাবান রয়েছো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তোমাদের লেখা কবিতা, ছন্দ পড়ার সুযোগ করে দেওয়া হবে লক্ষ্য মানুষকে। ইনশাল্লাহ।